West Bengal Ration new List: রমজানের জন্য রেশনে রাজ্যের বিশেষ প্যাকেজ ! কি কি সুবিধা দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

সমস্ত রেশন কার্ড ধারীদের জন্য সুখবর রমজানে জন্য রেশনে বিশেষ সুবিধা মিলবে ৬ কোটি গ্রাহককে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হবে পশ্চিমবঙ্গ সরকার আসন্ন রমজান মাস (Ramjaan month retion) উপলক্ষে রাজ্যবাসীর জন্য একটি বিশেষ উদ্যোগ নিয়েছে। রাজ্যের ৬ কোটি রেশন গ্রাহককে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় বিশেষ প্যাকেজের মাধ্যমে খাদ্যসামগ্রী উপহার দেওয়া হবে ইতিমধ্যেই জানানো হয়েছে ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

                                                               West Bengal Ration List

উল্লেখ্য রমজানের জন্য রেশনে নতুন সুবিধা বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্যাকেজে রয়েছে ময়দা, চিনি এবং ছোলা এক কেজি করে পরিবার পিছু এই সামগ্রিক দিতে রাজ্যের সরকার কিছুটা ভর্তুকি প্রদান করবেন।

খাদ্য সামগ্রিক বিতরণে ডিলারদের ভূমিকা ও নির্দেশ

জানানো হয়েছে কত পরিমাণ খাদ্য সামগ্রীর প্রয়োজন তা রাজ্যের ডিলারদের ই-পস যন্ত্রের মাধ্যমে অনলাইনে পদ্ধতিতে জানাতে হবে । রমজানে বিশেষ প্যাকেজ বিতরণ করতে কত পরিমাণ খাদ্য সামগ্রিক প্রয়োজন তা খাদ্য দপ্তরের তরফে জানানো হবে । যদিও ডিলাররা জানাচ্ছেন, এই বিশেষ প্যাকেজে চিনি আটা ময়দা কেজি প্রতি কত টাকা করে বিক্রি করা হবে সরকারের তরফে কত টাকা করে ভর্তুকি দেওয়া হবে তা খাদ্য দফতরের তরফে জানানো হয়নি।

 ডিলারদের বক্তব্য

ডিলারদের একাংশের বক্তব্য আগে থেকে দাম না জানলে প্যাকেজের ও গ্রাহকের চাহিদা কেমন থাকবে বা কতটা খাদ্য সামগ্রিকের প্রয়োজন হবে তা বোঝা সম্ভব নয়। তাই আগেই রাজ্য সরকারের তরফে ভর্তুকিযুক্ত এই সামগ্রীর দাম কত হবে তা জানানো প্রয়োজন । এনিয়ে রাজ্যের খাদ্য দফতরের প্রধান সচিব পারভেজ আমেদ সিদ্দিকিকে একটি চিঠি দিয়েছে ডিলারদের সংগঠন। তারা জানাচ্ছেন, দাম না জানলে ডিলাররা সমস্যায় পড়তে পারেন ।

Ration new List 

ডিলাররা জানিয়েছেন,খাদ্যসামগ্রিক বিক্রয়মূল্য‌ নির্ধারিত না হলে বিশেষ প্যাকেজের জন্য কত পরিমাণ খাদ্যসামগ্রিক প্রয়োজন হবে, তা নিশ্চিত করা কঠিন।

এছাড়াও গ্রাহক ও প্যাকেজের চাহিদার সংখ্যা ভুল অনুমান হলে খাদ্যসামগ্রী বিতরণ করতে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হবে বলে জানানো হয়েছে ফলে ডিলাররা চাচ্ছেন যাতে সুস্বাস্থ্যভাবে খাদ্য সামগ্রিক পরিবেশন করা যায় সেই লক্ষ্যে কাজের অগ্রগতি এগোতে হবে ।

About Author