West Bengal Potato Price: আলু নিয়ে রাজ্য সরকারের বিরাট ঘোষণা, আলুর দাম নিয়ে সরব চাষীরা

Published By: Su Sangbad Desk | Published On:

West Bengal Potato Price: আলুর দাম ক্রমে বৃদ্ধি পাওয়ায় এবার আলু চাষী এবং ব্যবসায়ীরা হতবাক হয়ে পড়লেন। উল্লেখ্য আলুর দাম যতদিন স্বাভাবিক দরে না ফিরছে ততদিন আলু ভিন রাজ্যে এবং পার্শ্ববর্তী দেশগুলিতে পাঠানো বন্ধ করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তাছাড়া আলুর দাম (potato price) হু হু করে বাড়তে থাকায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন হিমঘরে আলু মজুদ করে রাখা যাবে না বেশি দিন, প্রয়োজনে অভিযান চালাতে হবে। জানানো হয়েছে বর্তমানে আলুর দাম সামান্য কমেছে যদিও সম্পূর্ণরূপে স্বাভাবিক দাম ফিরে আসেনি এরই মধ্যে বাংলাদেশ, অসম, ঝাড়খণ্ড ও বিহারে আলু পাচার (Potato transport) করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

প্রসঙ্গত প্রশাসনের একাংশের বক্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে এই আলু পাচার হচ্ছে ফলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক, পুলিশ প্রশাসন সীমান্তে গাড়ি আটকে দিচ্ছে যতদিন না আলুর দাম নিয়ন্ত্রণে আসছে ততদিন ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ থাকবে। আর এর ফলে রাজ্যের আলু চাষী এবং ব্যবসায়ীরা রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন। কারণ এ রাজ্যের আলু চাষিরা যে আলু হিম ঘরে মজুদ করে রেখেছিল সেই আলু আর ব্যবসায়ীরা কিনতে চাচ্ছেন না এ নিয়ে একটি ক্ষোভ জমে রয়েছে চাষীদের মধ্যে, তার মধ্যে আরো ভিন রাজ্যে আলু না পাঠায় এ রাজ্যের আলুর ভবিষ্যৎ কি হবে তা নিয়ে আলু চাষী এবং ব্যবসায়ীদের একাংশ ক্ষোভ প্রকাশ করেছেন। বেশ কিছু জায়গায় প্রতিবাদ মিছিল শুরু করে দিয়েছে ব্যবসায়ী এবং আলু চাষিরা। আলিপুরদুয়ার সহ কোচবিহারের একাংশে বিক্ষোভ মিছিলের শামিল হতে দেখা যায় দূর-দূরান্ত থেকে আসা আলু চাষী এবং ব্যবসায়ীদের। তাদের মূল বক্তব্য ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ করে দিয়েছে সরকার ফলে আলুর ভবিষ্যৎ কি হবে, কে কিনবে আলু। সবকিছু সময়মতো ঠিক না হলে রাজ্য সরকার ন্যায্য মূল্যে আলু কিনুক না হলে অবিলম্বে সমস্ত কিছু ঠিক করে দিক এই দাবি তুলছেন চাষিরা।

উল্লেখ্য আলু নিয়ে চলা এই বিক্ষোভের মাঝে সরব হলেন এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি তার টুইটার(এক্স হ্যান্ডেল) এ লিখেছেন রাজ্য জুড়ে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর রাজ্য সরকার দমন পীড়ন নীতি অবলম্বন করছে, বিশেষ করে রাজ্যের সঙ্গে ওড়িশা ও অসমের সীমান্তবর্তী এলাকায়। আজ কোচবিহারে ক্ষুব্ধ আলু ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি তারই প্রতিফলন। এক দিকে সারের কালোবাজারির জন্য আলু চাষিরা জেরবার হচ্ছে, সেই ব্যাপারে রাজ্য সরকারের কোনও ভূমিকা লক্ষ্য করা যাচ্ছে না, অথচ বিভিন্ন সময়ে হঠকারী সিদ্ধান্ত গ্রহণ করে আলু চাষি ও ব্যবসায়ীদের ওপর খবরদারী ফলাতে গিয়ে তাঁদেরকে ক্ষতির মুখে ঠেলে দিচ্ছে।

বিরোধী দলনেতা আলু চাষি ও ব্যবসায়ীদের সমস্ত ন্যায্য অধিকার ও দাবি দাওয়ার পক্ষে। অবিলম্বে রাজ্যের সরকারি আধিকারিকগণ এঁদের সাথে সমন্বয় স্থাপন করে দ্বন্দ্ব মেটানোর উদ্যোগ গ্রহণ করুন এরকমই দাবি তুলেছেন বিরোধী দলনেতা।

About Author