সুখবর! দেড় লক্ষ রাজ্যবাসীকে ১০০০ টাকা করে প্রতি মাসে দেবে রাজ্য সরকার যুক্ত করছে পুজার পরেই

Published By: Su Sangbad Desk | Published On:

Old age pension : পুজো মিটতেই রাজ্যজুড়ে সুখবর চলে এলো প্রায় দেড় লক্ষ প্রবীণ নাগরিককে বার্ধক্য ভাতা য় যুক্ত করতে যাচ্ছে রাজ্য সরকার(Mamata Banerjee)। নতুন করে এই বার্ধক্য ভাতা কারা পাবে সে লিস্ট ইতিমধ্যেই পূজোর আগে তৈরি হয়ে গিয়েছে। অনেক বার্ধক্য ভাতার উপভোক্তা বর্তমানে সেই ভাতা পাওয়ার যোগ্য না, সেইসব নামতে কেটে নতুন নাম যুক্ত করার কাজ শুরু হচ্ছে পুজো মিটলেই উল্লেখ্য প্রায় দেড় লক্ষ নতুন উপভোক্তা সুবিধা পাবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কারা নতুন করে বার্ধক্য ভাতা সুবিধা পাবে?

দুয়ারের সরকার ক্যাম্পে তাছাড়াও পঞ্চায়েত অফিস থেকে শুরু করে এসডি অফিসে অনেক প্রবীণ নাগরিক বার্ধক্য ভাতার জন্য আবেদন করে আসছে তবে এতদিন তাদের নাম ফাইনাল লিস্টে ওঠেনি ইতিমধ্যেই সেই নতুন লিস্ট এর কাজ শুরু হয়ে গিয়েছে। প্রায় দেড় লক্ষ আবেদনকারীর নতুন লিস্টে নাম উঠবে যা আগামী সোমবার থেকেই শুরু হয়ে যাচ্ছে।

old age pension new list 2024
old age pension new list 2024

বার্ধক্য ভাতা কারা পাবে?

রাজ্যের ৬০ বছরের উর্ধ্বে বয়স্ক পুরুষ ও মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। পঞ্চায়েত অফিস, দুয়ারের সরকার, এসডিও অফিসে অফলাইনে ফর্ম পূরণ করে জমা করলেই পরবর্তীতে যাচাই পর্ব চালিয়ে লিস্টে নাম তোলা হয়।

বার্ধক্য ভাতা ফর্ম ফিলাপ কোথায় করবেন?

দুয়ারে সরকার ক্যাম্প, গ্রামাঞ্চলে বিডিও অফিস ও শহর অঞ্চলের জন্য এসডিও অফিসে অফলাইনে ফর্ম পূরণ করে জমা করতে হবে।

বার্ধক্য ভাতা কত টাকা? 

বার্ধক্য ভাতা থেকে প্রতিমাসের ১ তারিখ থেকে ১০ তারিখের মধ্যে ১০০০ টাকা করে সরাসরি উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকে যায়। 

বার্ধক্য ভাতা Status check কিভাবে করবেন?

রাজ্য সরকার (Government of west bengal) ২০২১ সালে পঞ্চায়েত, সমাজ কল্যাণ, কৃষি সহ বিভিন্ন দপ্তরের একগুচ্ছ প্রকল্পকে এক ছাতার তলায় এনে জয় বাংলা নাম দেয়। এর মধ্যে রয়েছে জয় জোহার, তপশিলি বন্ধু, বিধবা ভাতা, মানবিক ভাতা, বার্ধক্য ভাতা, বয়স্ক তাঁতি, শিল্পী, প্রবীণ মৎস্যজীবী ও বয়স্ক কৃষকদের প্রকল্প। এইসব প্রকল্পের স্ট্যাটাস উপভোক্তা নিজে থেকেই চেক করতে পারবেনা, জয় বাংলা যে অফিসিয়াল পোর্টাল রয়েছে যা শুধুমাত্র আধিকারিকরাই দেখতে পারবে। 

বার্ধক্য ভাতা পশ্চিমবঙ্গ 2024 লিস্ট?

জয় বাংলা অফিসিয়াল পোর্টালের মাধ্যমে বার্ধক্য ভাতা লিস্ট পাওয়া যাবে তবে তা সাধারণ জনগণের জন্য নয়, শুধুমাত্র অফিসের আধিকারিকরাই দেখতে পারবে। যদি আপনি বার্ধক্যভাতার নাম চেক করতে চান সেক্ষেত্রে আপনাকে bdo অফিস, এসডিও অফিস অথবা বাংলা সহায়তা কেন্দ্রে যোগাযোগ করতে হবে।

বার্ধক্য ভাতাতে রাজ্য ও কেন্দ্র সরকার কত টাকা করে দেয়?

বার্ধক্য ভাতাতে প্রতি মাসে ১০০০ টাকা উপভোক্তারা পায় এর মধ্যে কেন্দ্র ও রাজ্যের অংশ রয়েছে। ৬০ বছর থেকে ৭৯ বছর বয়সী নাগরিকদের ১০০০ টাকার মধ্যে কেন্দ্র দেয় ৩০০ টাকা ও রাজ্য দেয় ৭০০ টাকা। ৮০ বছরের উর্ধ্বে নাগরিকদের কেন্দ্র ৫০০ টাকা ও রাজ্য ৫০০ টাকা দিয়ে থাকে।

আরো পড়ুন:-মুখ্যমন্ত্রী ১৮০০০ টাকা করে দিচ্ছে কারা পাবেন দেখুন

নতুন বার্ধক্য ভাতা কবে দেবে? 

পুজোর আগেই কিছু সমীক্ষা হয়েছে যা সরজমিনে খতিয়ে দেখা হয়েছে। অনেক উপভোক্তাই বার্ধক্য ভাতার টাকা পাচ্ছিল গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যা ছিল, ১ কোটির মতো। তবে অনেক উপভোক্তাই মারা গিয়েছে তা সত্ত্বেও সেই টাকা ব্যাংক একাউন্টে এতদিন আসছিল তা যাচাই-বাছাইয়ের পর বন্ধ করে দেওয়া হয়েছে। এখন যে ‘পার্মানেন্ট ওয়েটিং লিস্ট’ রয়েছে অর্থাৎ এতদিন দুয়ারের সরকার অথবা বিডিও অফিসে গিয়ে যারা আবেদন করেছিলেন তাদের মধ্যে দেড় লক্ষ উপভোক্তাকে নতুন করে যুক্ত করা হচ্ছে বার্ধক্য ভাতাতে। প্রতিমাসে ১০০০ টাকা করে এই উপভোক্তারা পাবে।

সূত্র মারফত জানা যাচ্ছে, নতুন দেড় লক্ষ বার্ধক্য ভাতাতে উপভোক্তা যুক্ত হলে পরের মাস থেকেই সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে আসা শুরু করবে।

আরো পড়ুন:-কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে 2024 | Krishak Bandhu Final Payment Date

আরো পড়ুন:-বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ সার্ভেতে কি কি জিজ্ঞাসা করবে দেখুন

About Author