West Bengal Free Tab Scheme Taruner Swapno: পুজোর মুখে বড় ধামাকা আজ থেকে রাজ্যের পড়ুয়ারা ট্যাব কেনার ১০০০০ টাকা পাবে

Published By: Su Sangbad Desk | Published On:

Taruner Swapno Tab Kenar Taka: পশ্চিমবঙ্গ সরকার (Mamata Banerjee) ফেব্রুয়ারি মাসেই রাজ্য বাজেটে ঘোষণা করে দিয়েছিলেন এবারে রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ১০ হাজার টাকা মোবাইল অথবা ট্যাব কেনার জন্য দেওয়া দেবে (Tab er taka kobe dibe 2024)। এই টাকা পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) চলতি বছরের সেপ্টেম্বর মাসের ৫ তারিখে দেবে বলে অফিশিয়াল ভাবে জানিয়েছিল। কিন্তু সেই সময় রাজ্যে বিভিন্ন ইস্যু ও বন্যা পরিস্থিতিতে স্থগিত করা হয়েছিল টাকা দেওয়া। করোনা কালই এই প্রকল্পের শুভ সূচনা করেছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই তরুনের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের প্রতিবছর চূড়ান্ত পরীক্ষার আগে ১০০০০ টাকা মোবাইল অথবা ট্যাবলেট কেনার জন্য দিয়ে আসছে পশ্চিমবঙ্গ সরকার। তবে এবারের টাকা সময় মত পাওয়ার কথা ছিল পড়ুয়াদের, টাকা দেওয়া স্থগিত হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছিল পড়ুয়ারা। রাজ্যের শিক্ষা মন্ত্রী ৫ সেপ্টেম্বরের পরই জানিয়েছিলেন যথাসময়ে শিক্ষার্থীরা এই টাকা পাবে, সে মতোই আজ শুক্রবার থেকে শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে এই টাকা পাঠানো শুরু হবে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কখন ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে? (Taber taka kobe pabo)

মন খারাপের পরই এবার পুজোর মুখেই সুখবর পেল রাজ্যের পড়ুয়ারা। অনেক পড়ুয়া হয়তো দুর্গাপুজোর আগেই বিভিন্ন সেল অফারে তাদের পছন্দের ট্যাব বা স্মার্টফোন কিনতে পারবে। ইতিমধ্যে বিভিন্ন স্কুলকে জানানো হয়েছে পড়ুয়ারা শুক্রবার বিকেল ৫ টার পর থেকে তাদের ব্যাংক একাউন্টে ট্যাবের ১০ হাজার টাকা পাবে। গত ৫ই সেপ্টেম্বর ১৬ লক্ষ ছাত্র-ছাত্রীর ব্যাংক একাউন্টে এই টাকা পাঠানোর কথা ছিল তবে সেটা শেষ মুহূর্তে এসে স্থগিত করা হয়েছিল। আজ থেকে সেই টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গেল শিক্ষা দপ্তরের। 

কত টাকা বরাদ্দ করা হয়েছে তরুণের স্বপ্ন প্রকল্পে? (WB free mobile scheme)

করোনা কাল থেকেই রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন পড়াশোনার জন্য এই প্রকল্প চালু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালেও এটাকে চালু রেখেছে। তবে বিগত বছরগুলিতে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এই টাকা পেত কিন্তু এবারে দ্বাদশ ও একাদশ দুটি শ্রেণীর ছাত্র-ছাত্রীরা মোবাইল কেনার টাকা পাবে। জানা গিয়েছে তরুনের স্বপ্ন প্রকল্পের জন্য সব মিলিয়ে ১৩৩ কোটি ৫৭ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এবারে প্রায় ১৬ লক্ষ ছাত্র-ছাত্রী এই টাকা পেতে চলেছে। সরাসরি পড়ুয়াদের ব্যাঙ্ক একাউন্টে এই টাকা পাঠানো হয়ে থাকে। 

তরুনের স্বপ্ন প্রকল্পের উদ্দেশ্য? (Taruner Swapno Scheme Update)

২০২০ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনাকালে এই প্রকল্পের সূচনা করেন। পড়ুয়ারা বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনা করতে পারে, সেই সুবিধার্থে এই প্রকল্পের ভিত্তি স্থাপন করা হয়। কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় করোনাকালের পরেই শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন অনলাইন ক্লাস এনে দিয়েছে। এখন বেশিরভাগ ইস্টিটিউট থেকে শুরু করে কোচিং সেন্টার অনলাইনে শিক্ষাদান করে থাকে। তাই পরবর্তীকালে সরকার সিদ্ধান্ত নিয়েছে এই প্রকল্পকে সচল রাখতে, প্রতিবছরই এই প্রকল্প থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ১০০০০ টাকা পেয়ে আসছে। সরকারি এবং সরকার পোষিত বিদ্যালয়ের পাশাপাশি মাদ্রাসা এবং সংখ্যালঘু বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাও এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকে। বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যাতে উন্নত শিক্ষা গ্রহণ করতে পারে সেই লক্ষ্যে এই প্রকল্পের সূচনা হয়েছিল। তবে এবার পুজোর মুখেই রাজ্যের (Government of West Bengal) পড়ুয়াদের জন্য সুখবর দিল শিক্ষা দপ্তর, আজ থেকেই এই বছরের ট্যাব বা মোবাইল কেনার টাকা পড়ুয়াদের ব্যাংক একাউন্টে আসবে।

ট্যাবের টাকা কারা আগে ও কারা পরে পাবে? (tab kenar taka kobe dibe 2024)

এ বছরে প্রায় ১৬ লক্ষ ছাত্রছাত্রী এই টাকা পাবে,আজ থেকে যেহেতু এই প্রকল্পের টাকা পাঠানো শুরু হল হয়তো আজকে অনেকের ব্যাংক একাউন্টে এই টাকা আসবে এবং অনেকের আগামীকাল ও পরশুর মধ্যে এই টাকা ব্যাংকে আসতে পারে। তবে চিন্তিত হওয়ার কোন কিছুই নেই উপযুক্ত শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে ধাপে ধাপে এই টাকা চলে আসবে। 

About Author