রাজ্যের মাধ্যমিক পাশেই চাকরির খবর বনদপ্তরে! Forest department job 2024

Published By: Munna Hossain | Published On:

Forest department job: রাজ্যের চাকরির পরীক্ষার্থীদের জন্য সুখবর দিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোট মেটার পরেই, মুখ্যমন্ত্রী বিভিন্ন দপ্তরের সাথে তৎপর হয়েছে শূন্য পদ পূরণ করার লক্ষ্যে। বৃহস্পতিবার নতুন ও পুরনো পদ পূরণের লক্ষ্যে ও কাজে গতি আনতে রাজ্য মন্ত্রিসভায় আরো 552 টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। সর্বমোট রাজ্যে প্রায় সব দপ্তর মিলে 2344 নতুন চাকরি হতে চলেছে। কোন কোন পদে এই নিয়োগ গুলো হবে এ বিষয়ের নবান্ন থেকে জানানো হয়েছে, তাছাড়াও কবে থেকে আবেদন শুরু হতে পারে এ বিষয়ে বিস্তারিত জেনে নিচ্ছি এই প্রতিবেদনে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

নবান্ন সূত্রে মারফত জানা গেছে স্বরাষ্ট্র দপ্তর, শিক্ষা দপ্তর, প্রাণিসম্পদ বিকাশ দপ্তর এইগুলিতে নতুন নিয়োগ গুলো হতে পারে। প্রাণিসম্পদ বিকাশ দপ্তরে 270 টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। সাথে স্কুল শিক্ষা দপ্তরে 35 জনকে নিয়োগ করা হতে পারে এবং স্বরাষ্ট্র দপ্তরে 105 টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দিয়েছে। এছাড়া মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছে, রথযাত্রা ও মহরম নিয়ে যাতে শান্তি-শৃঙ্খলা বজায় থাকে সেই দিকে প্রশাসনকে নজর দিতে। এই নিয়োগ প্রক্রিয়া খুব দ্রুত যাতে সম্পন্ন করা হয় সেই দিকে নজর থাকছে সবারই। এখনো পর্যন্ত অফিসিয়াল কোন নোটিফিকেশন দেওয়া হয়নি কোন দপ্তর থেকেই, তবে খুব শীঘ্রই নোটিফিকেশন দেওয়া হবে। যখনই নোটিফিকেশন অফিশিয়াল বেরোবে অবশ্যই আমাদের এই ওয়েবসাইটে আপডেট পেয়ে যাবেন।

এবারে জানা যাচ্ছে পাবলিক সার্ভিস কমিশন (PSC)- এর মাধ্যমে এবারে বনকর্মী ও প্রধান বনকর্মী নিয়োগ প্রক্রিয়া চালানো হবে। স্বচ্ছতা বজায় রাখার উদ্দেশ্যেই এই উদ্যোগ নিচ্ছে রাজ্য সরকার। জানা যাচ্ছে বনকর্মী পদে (forest worker) আবেদনের শিক্ষগত যোগ্যতায় আগের নিয়মই বহাল থাকবে তবে এবারে বয়সের অনেকটাই ছাড় দেওয়া হতে পারে। তাছাড়াও শারীরিক মাপেও এবারে চাকরি প্রার্থীরা অনেকটা ছাড় পেতে পারে।

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সরকারি দফতরে শূন্যপদ পূরণের উদ্যোগ নিয়েছেন।
  • মন্ত্রিসভার বৈঠকে ৫৫২টি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্বরাষ্ট্র দফতরে ১০৫টি, প্রাণিসম্পদ বিকাশ দফতরে ২৭০টি এবং স্কুল শিক্ষা দফতরে ৩৫টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
  • এছাড়া ১,৬০০ বনকর্মী ও ১৯২ প্রধান বনরক্ষী নিয়োগ করা হবে।
  • লোকসভা ফলের পর যেসব এলাকায় ভোট খারাপ হয়েছে, সেখানে মন্ত্রীদের আরও বেশি করে মানুষের পাশে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী।

 

About Author
Munna Hossain

বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে খেলাধুলার খবর নিজের আয়ত্তে রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) সর্বদাই রাখার চেষ্টায় অব্যাহত।