রাজ্য খাদ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইন ফর্ম ফিলাপ চলছে কোন কোন পদে? বেতন কত দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

রাজ্যের খাদ্য দপ্তরে বেশ কিছু শূন্যপদে নিয়োগ শুরু হলো। চুক্তিভিত্তিক তিনটি পদে কাজের সুযোগ রাজ্যের খাদ্য দপ্তরে গভর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড এন্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট ‘খাদ্যশ্রী ভবন’ থেকে প্রকাশিত হয়েছে নোটিফিকেশন (WB Food and Supplies Department Recruitment 2024)। কোন কোন পদে আবেদন করতে পারবেন? শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে? আবেদন কিভাবে করবেন? আবেদনের শেষ তারিখ কবে বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now
WB Food and Supplies Department
WB Food and Supplies Department

কোন কোন পদে নিয়োগ হচ্ছে? মোট তিনটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে।

  1. ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।
  2. সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল।
  3. সফটওয়্যার ডেভলপার।

খাদ্য দপ্তরে আবেদনের শিক্ষাগত যোগ্যতা?

WB food and Supplies Department Recruitment Education Qualification

ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর এবং সফটওয়্যার ডেভলপার পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকতে হবে। তাছাড়াও যদি আইটি/ব্যাচেলর অফ টেকনোলজি অথবা কম্পিউটার সাইন্সে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে তাহলেও আবেদন করতে পারবে।

সফটওয়্যার সাপোর্ট পার্সোনেল পদে আবেদনের জন্য কম্পিউটার সাইন্সে ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং অথবা ব্যাচেলার অফ টেকনোলজি ডিগ্রী থাকতে হবে।

কোন কোন পদে বেতন কত? WB food and Supplies Department Recruitment Salary 

  • ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে প্রতি মাসে বেতন ৪০ হাজার টাকা।
  • সফটওয়্যার ডেভলপার পদে প্রতি মাসে ৩৩ হাজার টাকা।
  • সফটওয়্যার সাপোর্ট পারসোনেল পদে ২১ হাজার টাকা প্রতি মাসে।

কিভাবে আবেদন করবেন? WB food and Supplies Department Recruitment Online Apply 2024

অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, প্রথমেই রাজ্যের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। হোমপেজ থেকে সংশ্লিষ্ট নোটিফিকেশনে যাবেন ওয়েবসাইটের লিংক ও আবেদনের লিংক প্রতিবেদনের নিচেই পাবেন। Apply Now অপশনে ক্লিক করবেন। এরপর সেখানে মোবাইল নম্বর বসিয়ে ওটিপির মাধ্যমে ভেরিফাই করবেন।

West Bengal Food and Supplies Department Recruitment
West Bengal Food and Supplies Department Recruitment

এরপর সম্পূর্ণ Dashboard টি খুলে যাবে। প্রোফাইলে আবেদনকারীর নাম, বাবার নাম, মায়ের নাম, ইমেইল আইডি, জন্মতারিখ ও লিঙ্গ পূরণ করে নিতে হবে। এরপর ঠিকানার জায়গায় সম্পূর্ণ ঠিকানাটি দিতে হবে আবেদনকারী। এরপর এডুকেশন অপশনে শিক্ষাগত যোগ্যতা ও Work Experience অপশনে কোনো কাজের অভিজ্ঞতা থাকলে তা পূরণ করতে হবে। এরপর শেষে যাবতীয় ডকুমেন্ট আপলোড করে সাবমিট অপশনে ক্লিক করবেন এভাবেই অনলাইন আবেদনটি সম্পন্ন হবে।

আরো পড়ুন:- রাজ্যে 32 হাজার 659 টি শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন চলছে, দেখুন কোন কোন জেলায় নিয়োগ হচ্ছে 👈👈

কতগুলো শূন্য পদে আবেদন? Wb food and Supplies Department Vacancy 

তিনটি পদ মিলে মোট পাঁচটি শূন্যপদে আবেদন চলছে।

অনলাইন আবেদনের শেষ তারিখ?

অনলাইন আবেদন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৪ শে অক্টোবর।

Wb food and Supplies Department Recruitment Notification:- Download 

খাদ্য দপ্তরের অফিসিয়াল বিজ্ঞপ্তি:- Click here

অনলাইন আবেদন:- Click here 👈👈

WB food and Supplies Department Recruitment Online Apply:- Click here 👈👈

About Author