West Bengal Anganwadi Job 2024: জেলার ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। যদি আপনারও অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে চাকরি করার স্বপ্ন থাকে সেক্ষেত্রে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।জেলার বিভিন্ন ব্লকে ICDS কর্মী ও সহায়িকা পদে এই আবেদন হবে। ICDS Recruitment 2024 – মহিলা হলেই শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশেই আবেদন করতে পারবেন এই পদগুলির জন্য।
অঙ্গনওয়াড়ি কর্মী(Anganwadi Worker) ও অঙ্গনওয়াড়ি হেল্পার(Anganwadi Helper) পদে আবেদন করতে পারবে যে কোন মহিলা 18 থেকে 35 বছর বয়সী। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে কিভাবে এই পদগুলিতে আবেদন করবেন? কি শিক্ষাগত যোগ্যতা রাখা হয়েছে? বেতন কত টাকা? আবেদনের শেষ তারিখ কবে? বিস্তারিত জেনে নিন।
পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকা(West Bengal ICDS Recruitment)।
বয়সসীমা:- 18 থেকে সর্বোচ্চ 35 বছর বয়স। 18/07/2024 তারিখ অনুযায়ী বয়স নির্ধারিত হবে। অর্থাৎ সকল প্রার্থীর জন্ম তারিখ 18/07/1989 বা তারপরে এবং 18/07/2006 বা তার আগে হতে হবে।
ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা:- 18/07/2024 দিনকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় পাস থাকতে হবে।
স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত:- সহায়িকা(Anganwadi Helper) পদের জন্য যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদের ক্ষেত্রেও যে প্রার্থী আবেদন করবেন তাকে অবশ্যই সংশ্লিষ্ট সমষ্টি উন্নয়ন ব্লক বা পঞ্চায়েত সমিতির স্থায়ী বাসিন্দা হতে হবে।
বেতন কত :- এখনো পর্যন্ত সরকারি মতে অঙ্গনওয়াড়ি কর্মী (Anganwadi Worker) পদে চাকরি প্রার্থীদের সাম্মানিক ভাতার পরিমাণ 4500 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 4500 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকা (Anganwadi Helper) চাকরি প্রার্থীদের মাসিক ভাতা 2250 টাকা এবং অতিরিক্ত ভাতার পরিমাণ 4550 টাকা।
কিভাবে নিয়োগ করা হবে :- অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষার ভিত্তিতে। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে সময় ২ ঘন্টা,লিখিত পরীক্ষায় পাশ করলে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে, মৌখিক পরীক্ষা 10 নম্বরে হবে।
👉আরো পড়ুন: রাজ্যের ব্লকে ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে নতুন জেলাতে আবেদন (ICDS Recruitment 2024) 👈
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আবেদন করতে হবে অফলাইনে ফর্ম পূরণ করে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম সংগ্রহ করে তা সঠিকভাবে ফিলাপ করতে হবে। ছুটির দিন বাদে সি. ডি. পি. ও অফিসে সম্পূর্ণ ফর্মটি পূরণ করে সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট দিনের মধ্যেই জমা করতে হবে। আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল পোর্টাল থেকে নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে দেখে নেবেন। আবেদনপত্র জমা করতে পারবেন 16/08/2024 তারিখ পর্যন্ত।
West Bengal ICDS Recruitment Notification 2024:-Download
অফিসিয়াল নোটিফিকেশন:- Download
অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের (Anganwadi Worker & Helper) অফলাইন ফর্ম:- Download