Weather update today : দক্ষিণবঙ্গে আগামী ৬ দিন  ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

Weather Report – অনুযায়ী উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় লাল সতর্কবার্তা জারি। যখন দক্ষিণবঙ্গ গরমে উত্তপ্ত তখন অন্যদিকে উত্তরবঙ্গ ভাসছে জলে | বিগত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে লাগাতার হচ্ছে ঝড়-বৃষ্টি বেশ কিছু জেলা | কোচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি আলিপুরদুয়ার হচ্ছে ভারী বৃষ্টি। এবং দার্জিলিং কালিম্পং সহ পাহাড়ি জেলায় ধস নামতে শুরু করেছে | যানবাহনের অনেকটাই দুর্বিষহ অবস্থা হয়েছে এই পাহাড়ি এলাকা গুলিতে | তবে আজ শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরে আপডেট অনুসারে কাল শনিবার থেকে  টানা বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গের ১৫ টি জেলায়। লাগাতার বৃষ্টি চলবে টানা ৬ দিন পর্যন্ত দক্ষিণবঙ্গে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি হবে ?

আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে | কোন কোন জেলায় ৩০ থেকে ৪০ কিমি ঝড়ো হওয়া বইতে পারে। 

উত্তরবঙ্গের কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে ?

আলিপুর আবহাওয়াবিদ পরিষ্কার জানিয়ে দিয়েছে, উত্তরবঙ্গের জন্য লাল সতর্কবার্তা জারি রয়েছে জলপাইগুড়ি ,কালিম্পং ,আলিপুরদুয়ার এই কয়েকটি জেলায় | আগামী  ২০ জুন পর্যন্ত বৃষ্টি জারি থাকবে উত্তরবঙ্গে | দার্জিলিং এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বভাস জারি করা হয়েছে |

আলিপুর আবহাওয়া দপ্তরের সতর্কবার্তা 

বজ্রবিদ্যুতের সময় বাড়ির বাইরে না বেরোনো। যেসব জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে সাবধানতা বজায় রেখে সব কাজ করার অনুরোধ করছে হাওয়া অফিস। যেসব জেলায় ঝড়ো হওয়ার সতর্কতা দেওয়া হয়েছে, সেই সব জেলায় ঝড়ে গাছ ভেঙে পড়ার বা বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ার সম্ভাবনা থাকলে দ্রুত নিরাপদ স্থানে অবস্থান করার পরামর্শ দিচ্ছে।

মৌসুমী বায়ু কোথায়? 

বিগত দেড় সপ্তাহ আগেই মৌসুমী বায়ু প্রবেশ করেছে উত্তরবঙ্গে। ( Monsoon ) কিছুদিন থমকে থাকার পর সেই বায়ু ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে। এই কারণেই দক্ষিণবঙ্গে বর্তমানে কিছু জেলাতে গরম ও অস্বস্তি আবহাওয়া বিরাজ করছে। মৌসুমী বায়ুর আগমনে এই স্বস্তি থেকে রেহাই পাবে গোটা দক্ষিণবঙ্গ বাসী। উত্তরের জেলাগুলিতে বর্তমানে এই মৌসুমী বায়ুর দাপটে কোন কোন স্থানে বন্যা প্রায় পরিস্থিতি তৈরি হয়েছে। সিকিমে বৃষ্টির কারণে তিস্তা ফুলে ফেঁপে উঠছে। তিস্তার পাশাপাশি উত্তরবঙ্গের অন্যান্য নদীর ও জলস্তর বেশ খানিকটা বেড়েছে। এমতাবস্তায় জল বিভাগ সর্তকতা জারি করেছে কোন কোন অঞ্চলে।

 

 

About Author