WB Student Scholarship: ছাত্র-ছাত্রীদের জন্য সুখবর! শুরু হল নতুন আবেদন একাধিক স্কলারশিপে, কি কি শর্তাবলী দেখুন

Published By: Munna Hossain | Published On:

WB Student Scholarship Aikyashree/ SVMCM/ Pre Metric/ Post Matric/ TSP: প্রতিবছরের ন্যায় এই বছরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যে 2024-25 শিক্ষাবর্ষে বিভিন্ন স্কলারশিপ এ আবেদন শুরু হল। আবেদন শুরু হয়েছে 15/07/2024 তারিখে। প্রথম শ্রেণী থেকে উচ্চশিক্ষা পর্যন্ত আবেদন করতে পারবে ছাত্র-ছাত্রীরা। শ্রেণী ও স্কলারশিপ ভিত্তিক আলাদা টাকা দেওয়া হয় ছাত্র-ছাত্রীদের।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য ঐক্যশ্রী স্কলারশিপ(Aikyashree) চালু রয়েছে যেখানে বৌদ্ধ, খ্রিষ্টান, জৈন, ইসলাম, পার্সি ও শিখ ধর্মাবলম্বী ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবে। অনলাইন আবেদন শুরু হয়েছে 15/07/2024 তারিখ থেকে। যেকোনো শ্রেণীর ছাত্র-ছাত্রী এই স্কলারশিপে আবেদন করতে পারবে। তবে সংখ্যাগরিষ্ঠ ছাত্র-ছাত্রীদের জন্য SVMCM স্কলারশিপ চালু রয়েছে তারাও সেখানে আবেদন করতে পারবে। শ্রেণিভিত্তিক স্কলারশিপ গুলিতে প্রতিবছরে টাকা দেওয়া হয়, ছাত্র-ছাত্রীদের পড়াশুনার সুবিধার্থে। সরাসরি ব্যাংক একাউন্টে এই অর্থ প্রদান করা হয়।

স্কলারশিপে আবেদনের শর্তাবলী:

  • আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে।
  • পূর্বতন পরীক্ষায় নূন্যতম 50 শতাংশ নম্বর (প্রি ম্যাট্রিক প্রথম শ্রেণি থেকে এবং TSP ব্যতীত) পেতে হবে।
  • বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য “বাংলার শিক্ষার” ইউনিক আইডি থাকতে হবে।
  • ছাত্র-ছাত্রীদের নিজস্ব ব্যাংক একাউন্ট থাকতে হবে। তবে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীরা বাবা-মায়ের ব্যাংক অ্যাকাউন্ট দিতে পারে।
  • প্রি-মেট্রিকের ছাত্র-ছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংক একাউন্ট থাকতে হবে।

বিভিন্ন স্কলারশিপের জন্য পরিবারের বার্ষিক আয়: 

  1. প্রি-ম্যাট্রিক – 2 লক্ষ টাকা।
  2. পোস্ট ম্যাট্রিক – 2 লক্ষ টাকা।
  3. মেরিট কাম মিনস – 2.5 লক্ষ টাকা।
  4. টিএসপি – 2 লক্ষ টাকা।
  5. SVMCM – 2.5 লক্ষ টাকা।

এবারে স্কলারশিপের নতুন কি কি বৈশিষ্ট্য:

  • দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত যে সমস্ত ছাত্র-ছাত্রী 2023-24 শিক্ষাবর্ষে ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আর আবেদন করার প্রয়োজন নেই।
  • রেনিউয়ালের যোগ্য ছাত্র-ছাত্রীরা SMS এর মাধ্যমে কনফরমেশন পাবেন।
  • প্রি-মেট্রিক এর যেসব ছাত্র-ছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন, যে সকল ছাত্র-ছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদেরই শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে।

আবেদন পদ্ধতি 2024-25 শিক্ষাবর্ষে:

ছাত্র-ছাত্রীরা অনলাইন আবেদন করতে পারবে। বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন। অফিসিয়াল ওয়েবসাইট ঐক্যশ্রী: https://www.wbmdfc.org/ এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপের: https://svmcm.wbhed.gov.in/

আবেদন করার লিংক ঐক্যশ্রী- Click

SVMCM স্কলারশিপ আবেদন করার লিংক- Click

আবেদন করার শেষ তারিখ:

এখনো পর্যন্ত অফিসিয়াল আপডেট অনুযায়ী 30/09/2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। তবে এই সময়কাল বাড়ানো হতে পারে।

About Author
Munna Hossain

বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে খেলাধুলার খবর নিজের আয়ত্তে রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) সর্বদাই রাখার চেষ্টায় অব্যাহত।