WB Anganwadi Job 2024: ফের রাজ্যের নতুন জেলাতে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন চলছে

Published By: Munna Hossain | Published On:

Anganwadi Job 2024: কিছুদিন আগেই রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী শশী পাঁজা ঘোষণা দিয়েছিলেন গোটা রাজ্যে প্রায় 33000 অঙ্গনওয়াড়ি কর্মী(Anganwadi Worker) ও অঙ্গনওয়াড়ি সহায়িকা(Anganwadi Helper) পদে নিয়োগ করা হবে। এই প্রক্রিয়ায় ইতিমধ্যে কাজ শুরু হয়েছে জেলায় জেলায়। বর্তমানে বাঁকুড়া ও উত্তর 24 পরগনা জেলায় আবেদন চলছে এরই মধ্যে আরেকটি নতুন জেলার বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই জেলায় মোট শূন্যপদ 75টি রয়েছে। 18 থেকে 35 বছর বয়সি মহিলা চাকরিপ্রার্থীরাই এই পদ গুলোর জন্য আবেদন করতে পারবেন। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিত জেনে নিচ্ছি।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পদের নাম:- অঙ্গনওয়াড়ি কর্মী ও অঙ্গনওয়াড়ি সহায়িকা।

বয়সসীমা:- 18 থেকে 35 বছর। শুধু মাত্র মহিলারাই আবেদন করতে পারবে।

শিক্ষাগত যোগ্যতা:- অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদের জন্য উচ্চ মাধ্যমিক পাস বা তার সমতুল্য যেকোনো পরীক্ষায় পাস থাকতে হবে।

(Anganwadi Job Vacancy) এই নিয়োগে মোট শূন্যপদ:- মোট 75টি (UR-26 টি, SC-18টি, ST-5 টি, OBC- 18টি)।

নিয়োগ পদ্ধতি:- লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করা হয়। প্রথমে 90 নম্বরের লিখিত এরপর 10 নম্বর এর মৌখিক পরীক্ষা।

(Anganwadi Recruitment) লিখিত পরীক্ষার সিলেবাস কি আছে

মাতৃভাষায় প্রবন্ধ রচনা – 15 নাম্বার।

পুষ্টি, মহিলাদের অবস্থা, জনস্বাস্থ্য বিষয়ক – 15 নাম্বার।

ইংরেজি বিষয়ে – 20 নাম্বার।

পাটিগণিত বিষয়ে – 20 নাম্বার।

সাধারণ জ্ঞান বিষয়ে – 20 নাম্বার।

👉আরো পড়ুন: বাঁকুড়া জেলাতে বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন চলছে👈

(Anganwadi Apply) আবেদন পদ্ধতি:- অনলাইনে আবেদন করতে হবে। নির্দিষ্ট ওয়েবসাইটে যাবতীয় তথ্যের সাথে ডকুমেন্ট আপলোড করলে আবেদন সম্পূর্ণ হবে।

কোন জেলায় আবেদন:- দক্ষিন দিনাজপুর জেলার বিভিন্ন ব্লকে।

👉আরো পড়ুন: উত্তর 24 পরগনা জেলাতে বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন চলছে👈

আবেদনের শেষ তারিখ:- 25 আগস্ট, 2024 আবেদনের শেষ তারিখ।

নোটিফিকেশনে ডাউনলোড লিংক:- Click 

অনলাইন আবেদন করার লিংক:- Click 

About Author
Munna Hossain

বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে খেলাধুলার খবর নিজের আয়ত্তে রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) সর্বদাই রাখার চেষ্টায় অব্যাহত।