১ তারিখ থেকে কার্যকর হচ্ছে ইউপিআইয়ের নতুন নিয়ম, বন্ধ হচ্ছে লেনদেন | UPI new rules

Published By: Su Sangbad Desk | Published On:

UPI new rules: নতুন ইউপিআই নিয়ম চালু করছে ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) যার প্রভাব পড়তে চলেছে ইউপিআই (UPI) ব্যবহারকারীদের উপর। 

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

ইউপিআই ব্যবহারকারীদের চাপ কমাতে ও ব্যাংকের নতুনত্ব আনার সুবিধার্থে এই নিয়ম চালু হতে যাচ্ছে আগামী ১ তারিখ থেকে। এই নিয়মের ফলে অনেক ইউপিআই ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হবে। 

ব্যাংক গ্রাহককে না জানিয়েই মোবাইল নম্বর মুছে ফেলতে পারে। কিন্তু ঠিক কোন কোন গ্রাহকের মোবাইল নম্বর মুছে ফেলা হবে তাছাড়াও ইউপিআই ব্যবহার করতে পারবে না কারা, সে সম্পর্কে বিস্তারিত জানবো আজকে এই প্রতিবেদনে।

UPI New Rules Details 

এই সিদ্ধান্তের পরিপেক্ষিতে অনেক গ্রাহক গুগল পে, ফোন পে, পেটিএম এর মত ইউপিআই অ্যাপ গুলো ব্যবহার করতে পারবে না। তবে চিন্তার কোন কারণ নেই এই নিয়মটি সবার জন্য লাগু হবে না, যারা নিয়মবহির্ভূত তাদের জন্যই এই নীতি লাগু হতে যাচ্ছে।

ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) ব্যাংক গুলিকে নির্দেশ দিয়েছে সার্ভিস প্রোভাইডার অর্থাৎ যে ইউপিআই (UPI) পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে তাদেরকে বাতিল হওয়া মোবাইল নম্বর দিতে হবে। এর ফলে যে সমস্ত মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে বা বাতিল করা হয়েছে সেই সব মোবাইল নম্বর ব্যাংক থেকে সরিয়ে দেওয়া হবে। 

এরফলে সেই মোবাইল নম্বরের মাধ্যমে যে ইউপিআই লিংক রয়েছে তা বন্ধ হবে বা সরিয়ে দেওয়া হবে ইউপিআই থেকে। ফলে সেই মোবাইল নম্বর দিয়ে আর কোন প্রকারের ইউপিআই লেনদেন করা যাবে না। 

কোন কোন ক্ষেত্রে মোবাইল নম্বর বাতিল করা হবে? 

বাতিল মোবাইল নম্বর বলতে সেইসব মোবাইল নম্বরকে বোঝানো হয়েছে, যেসব মোবাইল নাম্বার ব্যাংক একাউন্টের সাথে যুক্ত থেকেও বর্তমানে আর ব্যবহার করা হচ্ছে না। এছাড়া অনেক সময় দেখা যায় কিছু গ্রাহক একটি মোবাইল নম্বর দুটি ব্যাংক একাউন্টে দিয়ে রেখেছে কিন্তু সেই নম্বর শুধুমাত্র একটি ব্যাংকের একাউন্টে সক্রিয় সেক্ষেত্রেও এই নিয়ম মানা হবে। তাছাড়াও যদি দীর্ঘদিন ব্যাংকের একাউন্টে মোবাইল নম্বরের সক্রিয়তা না থাকে সেক্ষেত্রেও এই নিয়ম মানা হতে পারে।

ব্যাংক মোবাইল নম্বর সরিয়ে ফেললে ইউপিআই ব্যবহারকারীদের কি অসুবিধা হবে? 

ব্যাংকের একাউন্টে যে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তার সাথে ইউপিআই ওতপ্রোতভাবে জড়িত। যখনই কোন ইউপিআই অ্যাপে লগইন করবেন সেখানে ব্যাংকের একাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক থাকবে সেটার মাধ্যমেই সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হবে। অর্থাৎ ব্যাংকের একাউন্টের সাথে মোবাইল নম্বর লিঙ্ক না থাকলে সেই একাউন্টের কোন লেনদেন ইউপিআই এর মাধ্যমে করতে পারবেন না। 

ইউপিআই এ নতুন নিয়ম মানার ফলে কি সুবিধা হবে?

এই নিয়মের ফলে ব্যাংক একাউন্ট ও ইউপিআই লেনদেনের ক্ষেত্রে যে সমস্যাগুলো এতদিন হচ্ছিল তা এড়ানো যাবে। 

এছাড়াও বাতিল মোবাইল নম্বর গুলো সরিয়ে ফেলার ফলে ব্যাংক যাবতীয় পরিষেবা অনেক সহজে প্রদান করতে পারবে এর ফলে উপকৃত হবে দুই প্রকারের গ্রাহকই। ব্যাংকের লেনদেন ও ইউপিআই এর লেনদেন সহজতর হয়ে উঠবে।

তাছাড়াও মোবাইল নম্বর ব্যবহার করে ইউপিআই লেনদেনের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে গ্রাহকদের। যেসব নম্বর বাতিল হবে সেই সব নম্বরে আর ভুল করে কোন প্রকারের লেনদেন হবে না।

এক্ষেত্রে গ্রাহকদের কি করা উচিত? 

গ্রাহকের যদি মোবাইল নম্বর আপডেটের প্রয়োজন হয় সেক্ষেত্রে ব্যাংক থেকে যোগাযোগ করা হতে পারে, অবশ্যই সেই গ্রাহককে তার নির্দিষ্ট ব্রাঞ্চে গিয়ে মোবাইল নম্বর আপডেট করতে হবে।

**অবশ্যই এখানে জেনে রাখুন কোন প্রকারের ফোন কল বা এসএমএসের মাধ্যমে মোবাইল নম্বর ব্যাংকের একাউন্টের সাথে আপডেট করতে যাবেন না, যদি ব্যাংক থেকে আপনাকে নির্দেশ দেয় সেক্ষেত্রে আপনার নিজস্ব ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করবেন। কারণ সাইবার প্রতারণা খুব সহজতর হয়েছে এই পদ্ধতিতে। অবশ্যই ব্যাংকের কোন কাজ করতে গেলে আপনার ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করবেন, ফোন কল অথবা এসএমএসের মাধ্যমে কাউকে কোন ধরনের তথ্য দেবেন না।

আরও পড়ুনঃ আর বন্ধ হবে না সিম কার্ড রিচার্জ না করলেও চালু থাকবে সিম ! TRAI New Rules 2025

কেন ইউপিআই এর এই নতুন নিয়ম কার্যকর হচ্ছে?

মোবাইল নম্বর বাতিল করার পিছনে বড় কারণ হলো নিষ্ক্রিয় মোবাইল নম্বরে যাতে কোন প্রকারের ব্যাংক বা ইউপিআই অ্যাপের লেনদেন না হয়। এক্ষেত্রে অর্থ লেনদেনে কোন প্রকারের সমস্যা হবে না গ্রাহকের। 

একই সঙ্গে ব্যাংক এবং ইউপিআই অ্যাপের সাথে সক্রিয় যুক্ত থাকা মোবাইল নম্বর গুলি দিয়েই একমাত্র অর্থ লেনদেন সম্ভব হবে। এইভাবে লেনদেন হলে অনেকটাই প্রতারণা এড়ানো যাবে। 

তাছাড়াও এই নিয়মের ফলে ব্যাংক থেকে ইউপিআই ওয়ালেটে পাঠানো টাকা ব্যাংকে ফিরিয়ে নেওয়া যাবে। একইভাবে প্রয়োজন পড়লে সেই টাকা সংরক্ষণও করা যাবে ব্যাংকে। এর ফলে গ্রাহকের একাধিক লেনদেনের আর প্রয়োজন পড়বে না। 

তাছাড়া বর্তমান সময়ে এই নিয়মের ফলে ভুল লেনদেন বা অনিচ্ছাকৃত লেনদেনের সম্ভাবনা অনেকটাই কমে যাবে। এখন থেকে গ্রাহকের মোবাইল নম্বর ব্যাংকে যুক্ত করা কিংবা মোবাইল নম্বর পরিবর্তনের ক্ষেত্রে এই নিয়ম কার্যকর হবে।

কবে থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে? 

ভারতীয় জাতীয় পেমেন্ট কর্পোরেশন (NPCI) অনেক আগে থেকেই এই নিয়ম নিয়ে নির্দেশিকা পাঠিয়েছে সার্ভিস প্রোভাইডারদের। এই নিয়মটি ১লা এপ্রিল থেকে চালু হচ্ছে। ইউপিআই (UPI) পরিষেবা প্রদানকারী অ্যাপগুলিও এই নিয়ম মানতে বদ্ধপরিকর।

About Author