Union Budget 2024: প্রধানমন্ত্রী মোদী 3.0 পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে। বাজেটের নজরে থাকবে গরীব এবং মধ্যবিত্ত পরিবার। লোকসভা নির্বাচন ২০২৪ এ বিজেপি পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পায়নি ফলে জোট সরকার এনডিএ গঠিত হয়েছে । উল্লেখ্য যে এবারেও নির্মলা সীতারামন গত ১২ ই জুন গঠিত নতুন ইন্ডিয়া সরকারের অর্থ কর্পোরেট মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন । অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পরেই বড় চমকে দিতে চলেছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সূত্র মারফত জানা যাচ্ছে খুব শীঘ্রই অর্থমন্ত্রী নির্মলা ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট অধিবেশন শুরু করতে চলেছে। ২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেট অধিবেশন ইতিহাস গড়তে চলেছে এমনটাই খবর উঠে আসছে। যদিও কত তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হচ্ছে তা এখনো সরকারের তরফে জানানো হয়নি আশা করা যাচ্ছে ১৮ জুলাই থেকে নির্মলা সীতারামন বাজেট অধিবেশন শুরু করতে পারে যা নিয়ে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।
১৮-ই জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে কি?
বিজনেস টুইট প্রতিবেদনে বলা হয়েছে ১৮ই জুলাই ২০২৪ সালের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর পূর্ণাঙ্গ বাজেট ২.০ অনুষ্ঠিত হতে চলেছে। এই বাজেট অর্থমন্ত্রী হিসেবে নির্মলা সীতারামনের সপ্তম বাজেট হবে। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে ১৮ তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে ২৪ জুন এবং ৩ জুলাই পর্যন্ত চলবে।
এবারে বাজেট অধিবেশনে কি বড় চমক থাকতে পারে?
কৃষকদের সুবিধার্থে- কৃষকদের টাকার পরিমাণ বাড়াতে পারে। কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM Kisan Yojana) থেকে কৃষকেরা বছরে ৬০০০ টাকা পেয়ে থাকে। এই টাকা চার মাস অন্তর মোট তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয়। তবে এবারে যেটা জানা যাচ্ছে হয়তো এই টাকার পরিমাণ বাড়তে পারে। বছরের চার মাসের পরিবর্তে, তিন মাসে ২০০০ টাকা করে একটি করে কিস্তি দিতে পারে। সেক্ষেত্রে বছরে ৮ হাজার টাকা কৃষকেরা এই যোজনা থেকে পেতে পারে।
আয়করে ছাড় – ব্যক্তিগত করদাতাদের বড় চিন্তার কারণ কর আদায় বৃদ্ধি। তবে এবারে স্বস্তি দিতে পারে বিগত বছরগুলোর তুলনায়। এবার আয়করে ছাড় দেওয়া হতে পারে। এখনো পর্যন্ত ৩ লক্ষ টাকা পর্যন্ত আয়কারীদের কোন কর দিতে হয় না, তবে সেটা বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হতে পারে।
নতুন প্রকল্প- আপাতত নতুন কোন প্রকল্প নিয়ে সেরকম তথ্য উঠে আসেনি। তবে মধ্যবিত্তদের জন্য হয়তো এবারের বাজেটে নতুন কোন ঘোষণা হতে পারে।