Trai New Otp Rules 2024 মোবাইল ফোনে ১ নভেম্বর থেকে ওটিপি নাও আসতে পারে 

Published By: Su Sangbad Desk | Published On:

OTP Rules : ১ নভেম্বর থেকে আপনারও মোবাইল ফোনে ওটিপি (One time password) নাও আসতে পারে কেননা ভারতের টেলিকম সংস্থা ১ নভেম্বর থেকে নিয়মে বিরাট পরিবর্তন আনতে চলেছে । জানা যাচ্ছে বর্তমানে ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে (OTP) নানান প্রতারণার চক্কর কাটছে প্রতারকরা তাই ইতিমধ্যে টেলিকম অথরিটি অফ ইন্ডিয়ার (Telecom Regulatory Authority of India) নতুন পদক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য ইতিমধ্যে সরকারের তরফে উদ্দেশ্য বার্তাও দেওয়া হচ্ছে সমস্ত টেলিকম সংস্থাগুলিকে ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

বর্তমান দিনে অনলাইন শপিং থেকে শুরু করে লেনদেন পরিষেবা যেকোন অ্যাপ লগইনের ক্ষেত্রে ওটিপি( otp)ছাড়া সম্ভব হয় না আর এই ওটিপি প্রতারণার হার দিন দিন বাড়তেই চলেছে তাই একথা মাথায় রেখে ট্রাই(TRAI)১ নভেম্বর থেকে নতুন নিয়ম চালু করছে ,কি সেই নতুন নিয়ম জানুন ।

নতুন নিয়মের উদ্দেশ্য ও প্রভাব (Trai New Otp Rules)

উল্লেখ্য ১ নভেম্বর থেকে ট্রাই এর (TRAI) নতুন নিয়ম অনুসারে ব্যাঙ্ক, ই-কমার্স এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলির পাঠানো লেনদেনের সার্ভিস মেসেজগুলি টেলিকম সংস্থাগুলিকে তার তথ্য সরবরাহ করতে হবে ,এর কারণ একটাই যদি কোন প্রতারণামূলক মেসেজ হয়ে থাকে তাহলে সেই মেসেজগুলিকে টেলিকম সংস্থাগুলিকে আটকাতে হবে বা ব্লক করতে হবে গ্রাহকের কাছে পৌঁছানোর আগে ।

গ্রাহকদের কি কি সমস্যা হতে পারে ? (Trai new rule)

জানা যাচ্ছে গত আগস্ট মাসে ট্রাই (TRAI) সমস্ত টেলিকম সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে ব্যাংক ই-কমার্স থেকে শুরু করে শপিং সাইট বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আসা মেসেজগুলি বিশেষ গুরুত্ব দিয়ে ট্রাক করতে হবে ,তবে ট্রাই এর এই নির্দেশ মানতে রাজি নয় অধিকাংশ টেলিমার্কেটিং ও অন্যান্য বেশ কয়েকটি সংস্থা যার ফলে ১ নভেম্বর থেকে ওটিপি(OTP)সমস্যা দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে ।

আরও পড়ুনঃফের মোবাইল কেনার ১০ হাজার টাকা ঢুকবে এই ছাত্র-ছাত্রীদের | 

নভেম্বর মাস থেকে ওটিপি সংক্রান্ত সমস্যা থাকার মূল কারণ হচ্ছে ট্রাই এর নির্দেশ যদিও টেলিকম সংস্থাগুলি মেনে নিয়েছে কিন্তু টেলিমার্কেটিং সংস্থাগুলি মেনে নিচ্ছেনা, ফলে আপনি যদি অনলাইন বিভিন্ন শপিং সাইট থেকে সামগ্রিক ক্রয় করেন সেক্ষেত্রে সেই নির্দিষ্ট সামগ্রিক নিতে আপনার মোবাইল ফোনে সেই প্ল্যাটফর্ম থেকে একটি otp পাঠানো হয়ে থাকে কিন্তু সেই ওটিপি এখন পেতে হলে অনেকটা সমস্যার সম্মুখীন করতে হবে গ্রাহকদের ।

About Author