ফের মোবাইল কেনার ১০ হাজার টাকা ঢুকবে এই ছাত্র-ছাত্রীদের | Taruner swapna vocational students

Published By: Su Sangbad Desk | Published On:

চলতি বছরে দুর্গাপূজার শুরুতেই পশ্চিমবঙ্গের উচ্চ মাধ্যমিক ছাত্র-ছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার 10 হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার সরাসরি তাদের ব্যাঙ্ক একাউন্টে পাঠিয়ে দিয়েছিল। তবে এখন ফের আবারো টাকা পাঠানো হবে ভোকেশনালে পাঠরত ছাত্র-ছাত্রীদের। কবে ব্যাংক একাউন্টে টাকা আসবে সে নিয়ে বিস্তারিত জানব আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর এবং কারিগরি ভবনের যৌথ উদ্যোগে মাদ্রাসা ও ভোকেশনালের পাঠরত ছাত্রছাত্রীরা এবারে ট্যাব কেনার টাকা পেতে চলেছে। নির্দিষ্ট সময়সূচির মধ্যেই শিক্ষার্থীদের ব্যাংক একাউন্টে এই টাকা ঢুকে যাবে।

ভোকেশনালের ছাত্র-ছাত্রীদের ট্যাব কেনার টাকা কবে দেবে? Tab kenar taka kobe dibe 

পশ্চিমবঙ্গের ভোকেশনাল বিভাগীয় স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে নির্দেশ দেওয়া হয়েছে যথাসময়ে IOSMS পোর্টালে ছাত্র-ছাত্রীদের কাগজপত্র জমা করে। ইতিমধ্যে এই কাজ শুরু করে দেওয়া হয়েছে প্রত্যেকটি বিভাগ থেকে। প্রত্যেক ছাত্র-ছাত্রীর কাগজপত্র যাতে সঠিকভাবে আপলোড করা হয় সেই নির্দেশও দেওয়া হয়েছে দপ্তর গুলিকে।

“তরুনের স্বপ্ন প্রকল্পের” টাকা দেওয়া নিয়ে নির্দিষ্ট সময়সূচী। Taruner swapna vocational students 2024

  1. ব্যাংক একাউন্টের বিবরণ জমা দিতে হবে ২৫ অক্টোবরের মধ্যে।
  2. নির্দিষ্ট আঞ্চলিক অফিসে পাঠাতে হবে ৩০ অক্টোবরের মধ্যে।
  3. DVET জমা দেওয়ার তারিখ 5 ই নভেম্বর।

ট্যাব কেনার টাকা ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে? Tab kenar taka 2024

নির্দিষ্ট সময়সূচির মধ্যে সম্পূর্ণ কাজটি করলে আশা করা যাচ্ছে নভেম্বর মাসের মধ্যেই ছাত্র-ছাত্রীদের ব্যাংক একাউন্টে এই টাকা আসবে। এবারে মাদ্রাসা ও ভোকেশনালে পাঠরত ছাত্র-ছাত্রীরাই এই টাকা পেতে চলেছে।

তরুণের স্বপ্ন প্রকল্পে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কি ঘোষণা?

বিগত বছর গুলিতে দেখা গিয়েছে শুধুমাত্র দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব বা স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা পশ্চিমবঙ্গ সরকার দিয়ে আসছে। তবে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা দিয়েছেন যাতে ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক পাস করেই ট্যাব বা স্মার্টফোন কেনার ১০ হাজার টাকা পেয়ে যায়। আগামী বছর থেকে একাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীরা এই টাকা পাবে তবে এই বছর দুটি শ্রেণি অর্থাৎ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা ট্যাব কেনার টাকা পাচ্ছে।

আরো পড়ুন:-মুখ্যমন্ত্রী ছাত্র-ছাত্রীদের ১৮০০০ টাকা করে দিচ্ছে কারা পাবেন দেখুন 👈

About Author