SSC CGL New Vacancy: স্টাফ সিলেকশন কমিশন সিজিএল এর নতুন ১৭৭২৭ পদে নিয়োগ জানুন বিস্তারিত

Published By: Su Sangbad Desk | Published On:

SSC CGL New Vacancy: সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার জন্য দারুন সুখবর এসএসসি সিজিএল পদে (SSC CGL) গ্রুপ বি (Group -B) এবং গ্রুপ সি (Group-C) পদের জন্য ১৭৭২৭ টি শূন্য পদ জন্য ২৪ শে জুন ২০২৪ এ নোটিফিকেশন দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্টাফ সিলেকশন কমিশন সিজিএল (staff selection commission cgl)।কবে থেকে আবেদন শুরু হবে আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, কিভাবে আবেদন করবেন আবেদনের জন্য কোন কোন নথির প্রয়োজন রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে ,পাশাপাশি উচ্চতা এবং ওজন কত চাওয়া হয়েছে? কত বছর বয়স থেকে আবেদন করতে পারবেন এছাড়াও এসসি ওবিসি জেনারেল (SC,OBC,GEN) কাদের জন্য কয়টি আসন সংরক্ষণ রয়েছে। পরীক্ষা কবে থেকে শুরু হবে পরীক্ষা সিলেবাস কি রয়েছে এবং কোন পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। এছাড়াও কোন কোন পদে নিয়োগ করবে এসএসসি সিজিএল সমস্ত কিছু আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবো।

প্রথমে আমরা জানব পরীক্ষা কবে হবে এবং কোন পদ্ধতিতে হবে?

এসএসসি সিজিএল ২০২৪ পরীক্ষা দুটি ধাপে হবে, প্রথম ধাপে টয়ার ১ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (exam) সেপ্টেম্বর অক্টোবর ২০২৪ এর জন্য নির্ধারিত হয়েছে।এসএসসি সিজিএল ২০২৪ এর দ্বিতীয় ধাপের পরীক্ষা অর্থাৎ টয়ার ২ কম্পিউটার ভিত্তিক পরীক্ষা ডিসেম্বর জন্য নির্ধারিত হয়েছে।

(SSC Cgl) এসএসসি সিজিএল কোন কোন পদের নিয়োগ

তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে গ্রুপ বি এবং গ্রুপ সি এসএসসি সিজিএলের যে পদগুলি রয়েছে সেগুলি সহকারী সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর, এক্সিকিউটিভ অফিসার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ডিভিশনাল অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র ইন্টেলিজেন্স অফিসার, জুনিয়র স্ট্যাটিসটিক্যাল অফিসার, অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট এবং ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পদের জন্য শূন্যপদগুলি দেওয়া হয়েছে।

আবেদনের জন্য যোগ্যতা কি চাওয়া হয়েছে এসএসসি সিজিএলের 

প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর বয়সের মধ্যে হতে হবে।প্রার্থীকে অবশ্যই ভারত, নেপাল ও ভুটানের নাগরিক বা তিব্বতি শরণার্থী হতে হবে যিনি ১ জানুয়ারি ১৯৬২ এর আগে ভারতে এসেছিলেন । প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে, পাশাপাশি আবেদন করতে হলে অবশ্যই স্নাতক পাশ হতে হবে।

শারীরিক পরীক্ষা: প্রার্থীকে কিছু পদের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত শারীরিক ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

সংরক্ষিত বিভাগ: তফসিলি জাতি, তফসিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী, প্রাক্তন সৈনিক, প্রতিবন্ধী ব্যক্তি এবং অন্যান্যদের মতো বিভাগের প্রার্থীদের জন্য সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

 

আরও পড়ুন