আর বন্ধ হবে না সিম কার্ড রিচার্জ না করলেও চালু থাকবে সিম ! TRAI New Rules 2025

Published By: Su Sangbad Desk | Published On:

Sim card new rules: ইতিমধ্যেই সম্পূর্ণ একটি নতুন নিয়ম চালু করেছে টেলিকম সংস্থাগুলি TRAI যার ফলে দেশের সকল মোবাইল ব্যবহারকারীদের জন্য একটি বড় স্বস্তি মিলতে চলেছে । সম্প্রতি চালু হওয়া এই নিয়ম অনুসারে, এখন থেকে সিম কার্ডে ধারীদের আর বড় কোন রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে না সিম চালু রাখার জন্য শুধুমাত্র কুড়ি টাকার প্রিপেইড প্ল্যন থাকলেই চলবে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

সম্প্রতি চালু হওয়া টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া TRAI-এর এই নতুন নিয়মটি “অটোমেটিক নাম্বার রিটেনশন স্কিম”নামে পরিচিত। আপনার কাছে যদি জিও,(jio) এয়ারটেল, (airtel) ভোডাফোন (vi) যেকোনো কোম্পানির সিম থেকে থাকলেই আপনার জন্য এই সুবিধাটি প্রযোজ্য থাকবে এই স্কিমের আওতায় সিম কার্ড ধারীদের সিম কার্ডের মেয়াদ নিয়ে দুশ্চিন্তা কমানো এবং জরুরি পরিস্থিতিতেও যোগাযোগ বজায় রাখা মত সুবিধা গুলি প্রদান করা হয়।

TRAI New Rules 2025

কুড়ি টাকা ব্যালেন্স রাখলেই sim card চালু থাকবে !

টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) নতুন নিয়মে গ্রাহকরা তাদের প্রিপেইড সিম কার্ড চালু রাখার জন্য ন্যূনতম ২০ টাকা ব্যালেন্স রাখতে পারবেন। এই নতুন নিয়মটি সমস্ত টেলিকম অপারেটরের জন্য প্রযোজ্য যার মধ্যে রয়েছে জিও, এয়ারটেল, ভোডাফোন আইডিয়া এবং বিএসএনএল।

এর ফলে গ্রাহকরা তাদের সিম কার্ড বন্ধ হয়ে যাওয়া মত সমস্যা থেকে বিরত থাকতে পারবেন এবং যারা বড় প্ল্যান দিয়ে রিচার্জ করতে অনিচ্ছুক তাদের জন্য বিশেষ করে এই সুবিধাটি বিশেষ আকর্ষণীয় ।

এই নিয়ম মোতাবেক আপনার সিমে যদি কুড়ি টাকা ব্যালেন্স থাকে তাহলে আপনার সিম কার্ডটি ৯০ দিন পর্যন্ত চালু থাকবে এবং আপনি যদি ৯০ দিনের মাথায় কোন নতুন রিচার্জ (new recharge plan) না করেন তার সত্বেও ১৫ দিন পর্যন্ত পরিষেবা চালু থাকবে এরপর যদি রিচার্জ না করেন তাহলে আপনার সিম কার্ডটি বন্ধ হয়ে যাবে।

আরও পড়ুন –কম খরচে Jio সবথেকে সস্তা তিনটি রিচার্জ প্ল্যান ! সাশ্রয়ী মূল্যে মিলবে একগুচ্ছ সুবিধা।

TRAI নতুন নিয়মে গ্রাহকেরা কি কি সুবিধা পাবেন?

ট্রাইএর এই অটোমেটিক নাম্বার রিটেনশন স্কিম মাধ্যমে গ্রাহকরা অনেকটাই স্বস্তি পেতে চলেছেন কেননা যারা ব্যয়বহুল রিচার্জ প্ল্যান থেকে বিরত থাকতে চাচ্ছেন তাদের জন্য বিশেষ উপকারী শুধুমাত্র আপনারা সিমটিতে ২০ টাকা ব্যালেন্স থাকলে আপনার সিম বন্ধ হওয়ার মতো ভয় থাকছেনা ।

তবে বিশেষভাবে মনে রাখবেন এর ফলে আপনার শুধুমাত্র সিমটি চালু থাকবে মোবাইল otp থেকে শুরু করে ব্যাংকিং এসএমএস এর মত পরিষেবা গুলি বন্ধ থাকবে এবং যদি আপনি সেই পরিষেবাগুলি বজায় রাখতে চান সেক্ষেত্রে আপনাকে নতুন কোন একটি রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে হবে তবে এই পরিষেবা গুলি সক্রিয় হবে ।

TRAI এই নতুন নিয়ম কেন বিশেষ গুরুত্বপূর্ণ ?

সাধারণত আগে রিচার্জের মেয়াদ শেষ হলেই সিম কার্ড নিষ্ক্রিয় হয়ে যেত। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী, রিচার্জ শেষ হওয়ার পরেও সিম কার্ড নির্দিষ্ট সময় পর্যন্ত চালু থাকবে।

বিভিন্ন টেলিকম অপারেটরদের জন্য এই সময়সীমা ভিন্ন হতে পারে, তবে সাধারণত ৯০ দিন পর্যন্ত সিম কার্ড সচল থাকবে। গ্রাহকদের সিম কার্ড বন্ধ হওয়া থেকে বাঁচাতে সাহায্য করবে।

About Author