মুখ্যমন্ত্রী মমতার নির্দেশ ৪ দিন বন্ধ ৮ টি জেলার স্কুল-স্কলেজ ফের ছুটি ঘোষণা রাজ্যে দেখুন বিস্তারিত

Published By: Su Sangbad Desk | Published On:

পশ্চিমবঙ্গের আটটি জেলার স্কুল কলেজ ফের বন্ধ হতে যাচ্ছে ২৩ তারিখ থেকে ২৬ তারিখ পর্যন্ত। মুখ্যমন্ত্রী মমতা আজ সাংবাদিক বৈঠকের মাধ্যমে তা জানালো। বাংলার দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডানা যার প্রভাবে লণ্ডভণ্ড হতে যাচ্ছে উপকূলবর্তী কয়েকটি জেলা সে নিয়েই আজ মুখ্যমন্ত্রী ঘোষণা দিলেন ৮ জেলার স্কুল কলেজ বন্ধ থাকবে ২৬ তারিখ পর্যন্ত। 

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

মুখ্যমন্ত্রী মমতার কি কি জানালো?

২২ শে অক্টোবর নবান্ন সভা ঘর থেকে মুখ্যমন্ত্রী মমতা ডানা ঘূর্ণিঝড় নিয়ে বৈঠকে বসেন সেখানেই তিনি ডিএম থেকে শুরু করে এসপিদের নির্দেশ দেন বিভিন্ন সতর্কতামূলক কাজ করার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান ২৪ তারিখ ল্যান্ডফলের কথা ডানা ঘূর্ণিঝড়ের তবে তার আগে থেকেই সতর্ক থাকতে হবে রাজ্যবাসীকে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছেন তাছাড়াও ফেরি চলাচল বন্ধ থাকবে। যেহেতু বড় একটি দুর্যোগ আসতে যাচ্ছে রাজ্যের উপর সেক্ষেত্রে উপকূলবর্তী জেলাগুলির স্কুল-কলেজ ছুটি বা বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ২৩ শে অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর,হুগলি, কলকাতা,পুরুলিয়া ও ঝাড়গ্রামে স্কুল ছুটি ঘোষণা করা হয়েছে ২৬ অক্টোবর পর্যন্ত।

ডানা ঘূর্ণিঝড় বিস্তারিত 

ইতিমধ্যে ডানা ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ রাজ্য। আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত তা ধীরে ধীরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়ে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে শক্তিশালী ডানা ঘূর্ণিঝড়। যা ধীরে ধীরে এগোচ্ছে পশ্চিমবঙ্গ ও উড়িষ্যা উপকূলবর্তী অঞ্চলের দিকে যার প্রভাবে উপকূলবর্তী জেলাগুলিতে প্রভাব পড়বে। আবহাওয়া দপ্তর থেকে এখনো পর্যন্ত জানা যাচ্ছে ১২০ কিলোমিটার প্রতি ঘন্টাতে গতিবেগ থাকতে পারে এই ঘূর্ণিঝড়ের। বুধবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেবে ‘ডানা’ বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে উড়িষ্যার পুরী ও পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের কোন এক জায়গায় ল্যান্ডফল অথবা আছড়ে পড়বে যার প্রভাবে লন্ডভন্ড হতে পারে উপকূলবর্তী জেলাগুলি।

About Author