কেন্দ্র সরকারের পছন্দনীয় প্রকল্প গুলির মধ্যে পিএম কিষান সম্মাননিধি (pm kisan samman nidhi yojana scheme) প্রকল্প একটি অন্যতম প্রকল্প ,এই প্রকল্পের আয়তায় কেন্দ্র সরকারের তরফে বছরে তিনটি কিস্তিতে মোট ৬০০০ টাকা আর্থিক সহায়তা দান করে থাকে দেশের ( india) কৃষকদের ( farmars) একটি কিস্তির পরিমাণ ২০০০ টাকা | ২৪ ফেব্রুয়ারী ২০১৯-এ, নরেন্দ্র মোদি উত্তরপ্রদেশের গোরখপুরে ১ কোটিরও বেশি কৃষকের প্রতি ২০০০-এর প্রথম কিস্তি হস্তান্তর করে এই স্কিমটি চালু করেন। আর এই প্রকল্প এতটাই জনপ্রিয় হয়ে গিয়েছে দিন দিন এই প্রকল্পের উপভোক্তার সংখ্যা হু হু করে বাড়তে চলেছে , এই পর্যন্ত এই প্রকল্প আওতায় কৃষক ভাইদের ১৬ তম্ কিস্তির টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হয়েছে | এবং সামনেই গোটা ভারতবর্ষে ( india)পিএম কিষাণ এর ( pm kisan scheme) ১৭ তম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে আসতে চলছে |
Pm Kisan Samman Nidhi Yojana ১৭তম কিস্তির টাকা কবে ব্যাংক দিবে ?
সদ্য পিএম কিষান সম্মান নীতি প্রকল্পের ১৭তম কিস্তি টাকা দেওয়ার তারিখ সরকারের তরফে ঘোষনা করা হয়েছে , গতকাল বৃহস্পতিবার কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের তরফে পরিষ্কার আপডেটে জানিয়ে দেওয়া হয়েছে যে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর দ্বারা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১৭ তম কিস্তি হস্তান্তর ১৮ জুন , ২০২৪ মঙ্গলবার উত্তরপ্রদেশ বারাণসী থেকে প্রধানমন্ত্রী মোদি ছেড়ে দেবেন ,প্রায় ₹২০০০০ কোটি টাকা ৯.৩ কোটি কৃষকের কাছে হস্তান্তর করা হবে। তবে ১৮ই জুন মঙ্গলবার সকল কৃষকে ১৭ তম কিস্তির টাকা ব্যাংক একাউন্টে পাবেনা | কারা কারা টাকা পাবে এবং কারা টাকা পাবে না সে বিষয়ে নিচে আলোচনা করা হলো।
Pm kisan ১৭তম কিস্তি টাকা পাবেন কিনা বুঝবেন কি করে?
- পিএম কিষানের টাকা আপনি ব্যাংকে পাবেন কিনা সেটা জানতে আপনি আপনার বিএম কিষানের বেনিফিসারি স্ট্যাটাস( beneficiary status) দেখলেই বুঝতে পারবেন।
- এর জন্য আপনাকে পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটটি গুগলে খুলে নিতে লাগবে।( https://pmkisan.gov.in/ )
- প্রথম পাতার নিচেই স্ট্যাটাস যাচাই ( know your status) অপশনে ক্লিক করতে লাগবে।
- রেজিস্ট্রেশন আইডি (registration id) বসাতে লাগবে ,রেজিস্ট্রেশন আইডি না থাকলে মোবাইল নম্বর দিয়ে সেটি বার করতে লাগবে।
- রেজিস্ট্রেশন আইডি এবং ক্যাপচার কোড বসায় দেওয়ার পর সামিট করতে হবে ।
- এখন আপনার নিজস্ব স্ট্যাটাসটি সম্পূর্ণরূপে খুলে গিয়েছে , এখানে আপনাকে তিনটি জিনিস ভালো করে লক্ষ্য করতে লাগবে যদি ঠিক থাকে সেক্ষেত্রে আপনি টাকা পাবেন, যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনি ১৭তম কিস্তির টাকা থেকে বঞ্চিত থাকবেন।
- প্রথম আপনাকে দেখতে লাগবে এলিজিবিলিটি স্ট্যাটাস অপশন | এরপর সেখানেই পেয়ে যাবে সেই তিনটি তথ্য:- (a)Land sending (b) e-kyc status (c) banking status
- এই তিন তথ্য যদি আপনার ব্লু টিক থাকে সেক্ষেত্রে আপনি ১৭ তম কিস্তির টাকা ১৮ই জুন ২০২৪ ব্যাংক একাউন্টে পেতে চলেছেন |আর যদি কোন সমস্যা থাকে সেক্ষেত্রে অতি শীঘ্রই আপনাকে কৃষি অফিসে গিয়ে যোগাযোগ করতে লাগবে।
অফিসিয়াল ওয়েবসাইট: https://pmkisan.gov.in/