Pm কিষাণ ১৯ নং কিস্তির টাকা দিন কয়েকের মধ্যে ! ১৯ নং কিস্তিতে সবাই টাকা পাবেন না!

Published By: Su Sangbad Admin | Published On:

Pm kisan :প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ১৯ নং কিস্তির টাকা মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ বিহারের ভাগলপুর থেকে সারা দেশের কৃষকদের টাকা দেওয়ার শুভ সূচনা করবেন । সেই দিন থেকে সরাসরি কৃষকদের ব্যাংকে কিষান সম্মাননিধি প্রকল্পের আওতায় ১৯ নং কিস্তি ক্রেডিট হওয়া শুরু হবে । এই প্রকল্পের উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা। সরকার আশা করছে যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন এবং তাদের কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। তবে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের ১৯ নং কিস্তিতে দেশের এমন বহু কৃষক রয়েছে যারা বঞ্চিত থাকবেন, কি কারনে তারা বঞ্চিত থাকবেন । কারা ১৯ নং কিস্তির টাকা পাবে্‌ কারা ১৯ নং কিস্তির টাকা পাবেন না বিস্তারিত আজকে এই প্রতিবেদন থেকেই জানবো ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

১৯ নং কিস্তির টাকা কারা পাবেন না ? pm kisan 19th installment release

PM kisan স্কিমের আওতায় থাকা সকল উপভোক্তাই ১৯ নং কিস্তির টাকা পাওয়ার যোগ্য । তবে তার সত্বেও বেশ কিছু উপভোক্তা এমন রয়েছে যাদের একাউন্টে ১৯ নং কিস্তির টাকা নাও ক্রেডিট হতে পারে কেননা দেখা গিয়েছে তাদের পিএম কিষান প্রকল্পের e-kyc এখনো সম্পূর্ণ করা হয়নি কিংবা ব্যাংকের সঙ্গে আধার সংযুক্তিকরণ না থাকা, জমি সংক্রান্ত তথ্যের ভুল নানাবিধি কারণের জন্য তাদের ১৯ নং কিস্তির টাকা ব্যাংক একাউন্টে নাও ক্রেডিট হতে পারে কাজেই যে সকল উপভোক্তারা পিএম কিষেন প্রকল্পের beneficiary status চেক করে দেখেছেন যদি বেনিফিশিয়ারি স্ট্যাটাসে সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনার চিন্তিত হওয়ার কোন কারণ নেই আপনি টাকা পাবেন  এবং eligibility স্ট্যাটাসে  যদি আপনার কোন তথ্যের ভুল থেকে থাকে সেক্ষেত্রে অতিসত্বর কৃষি অফিসে যোগাযোগ করুন ।

পিএম কিষণ ১৯ নং কিস্তির টাকা কারা পাবেন ?

প্রধানমন্ত্রী কিষন সম্মাননিধি প্রকল্পের যে সকল উপভোক্তা গত কিস্তিগুলির টাকা পেয়েছেন তারা ১৯ নং কিস্তির টাকাও পেতে চলেছেন তবে অবশ্যই মনে রাখবেন আপনার পিএম কিষণ স্কিমের বেনিফিসিয়ারি স্ট্যাটাসে আপডেট থাকতে হবে তবেই আপনি টাকা পাবেন যদি পেমেন্ট স্টাটাসের ঘরে আপডেট না থাকে তাহলে আপনার ব্যাঙ্কে টাকা নাও ক্রেডিট হতে পারে স্টাটাসের ঘরে কোন কোন আপডেটগুলি থাকলে তবেই আপনি টাকা পাবেন তার কিছু নমুনা চিত্র নিচে দেওয়া হলো।

Pm কিষাণ ১৯ নং কিস্তির টাকা দিন কয়েকের মধ্যে ! ১৯ নং কিস্তিতে সবাই টাকা পাবেন না!

 

সাধারণত, এই প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। তবে, অনেক সময় বিভিন্ন কারণে টাকা পেতে দেরি হয় বা সমস্যা হয়।
২৪ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরবর্তী কিস্তি প্রদানের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই তারিখে, যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানোর কথা রয়েছে।যদি আপনি এই প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত কোনও টাকা না পেয়ে থাকেন, তবে আপনি আপনার নিকটবর্তী কৃষি দফতরে যোগাযোগ করতে পারেন। এছাড়াও, আপনি PM-KISAN এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার আবেদনের স্থিতি পরীক্ষা করতে পারেন।

আরও পড়ুন – রাজ্য বাজেট ২০২৫ রাজ্যবাসীদের কি চমক থাকছে ! বাজেটে কি নতুন প্রকল্প ঘোষণা হচ্ছে?

About Author