Pm kisan:প্রধানমন্ত্রী কৃষাণ সম্মান নিধি (pm kisan Yojana) প্রকল্প কেন্দ্র সরকারের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম একটি প্রকল্প । এই প্রকল্পের আয়তায় গোটা দেশের কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকেন কেন্দ্রের সরকার । পিএম-কিষণ প্রকল্পে প্রতিবছরে ৬০০০ টাকা করে দেশের সমস্ত কৃষকদের সরাসরি ব্যাংক একাউন্টে দাওয়া হয়ে থাকে । তবে এই টাকা একবারে দেওয়া হয় না ৩ টি কিস্তির মাধ্যমে কৃষকদের ব্যাংক একাউন্টে এই টাকা স্থানান্তর করা হয় । একটি করে কিস্তির মূল্য ২০০০ টাকা ৪ মাস অন্তর অন্তর এই কিস্তিগুলি দেওয়া হয়ে থাকে । পিএম কিষেন প্রকল্পে সুবিধাভোগীরা ১৭তম কিস্তি এই বছরের জুনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দিয়েছিলেন । প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশের বারাণসীতে তাঁর সফরের সময় ১৮ জুন, ২০২৪-এ ৯.২৬ কোটিরও বেশি কৃষকদের ২১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের PM- কিষাণ প্রকল্পের ১৭তম কিস্তি প্রকাশ করেছিলেন । এখন সামনে ১৮ নম্বর কিস্তির অপেক্ষায় রয়েছেন গোটা দেশের কৃষকেরা । আর এই ১৮ নম্বর কিস্তির টাকা দেওয়ার সম্ভাব্য তারিখ জানা গিয়েছে,কবে নাগাদ পিএম কিষান প্রকল্পের ১৮ নম্বর কিস্তি ( pm kisan 18th Installment) উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে স্থানান্তর করা হবে । তাছাড়াও ১৮ নম্বর কিস্তিতে কোন কোন কৃষকের ব্যাংক একাউন্টে টাকা ঢুকবে । আপনি ১৮ নম্বর কিস্তির টাকা ব্যাংক একাউন্টে পাবেন কিনা । সমস্ত কিছু আজকে এই প্রতিবেদনটি দেখলেই বুঝতে পারবেন ,তো চলুন এক এক করে সমস্ত বিষয় আজকে এই প্রতিবেদনের মাধ্যমে দেখে নেওয়া যাক।
Pm Kisan 18th Installment:প্রসঙ্গত কৃষকেরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-Kisan) প্রকল্পের ১৮তম কিস্তির জন্য অপেক্ষা করছেন । সূত্র মারফত খবর শীঘ্রই সেই টাকা দেওয়া হবে । সম্প্রতি একাধিক রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে পিএম-কিষাণ স্কিমের ১৮তম কিস্তির (pm kisan payment) টাকা ২০২৪ সালের অক্টোবর মাসে ছাড়ার সম্ভাবনা রয়েছে । যদিও এখনও পর্যন্ত সরকারের তরফে অফিশিয়ালি ভাবে কোন তারিখ ঘোষণা করা হয়নি তবে খুব শীঘ্রই আশা করা যাচ্ছে সরকারের তরফে তারিখ জানিয়ে দেওয়া হবে । যেমনটা পিএম-কিষান প্রকল্পের প্রতিটি কিস্তি রিলিজ করার আগে কেন্দ্র সরকারের তরফে অফিশিয়ালি ভাবে তারিখ জানিয়ে দেওয়া হয় ঠিক তেমনি 18 নম্বর কিস্তির জন্য নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হবে কেন্দ্রের সরকারের তরফে।
পিএম কিষানের টাকা পাবেন না, এই কাজ না করা থাকলে
Pm kisan ১৮ নম্বর কিস্তিতে সবকৃষকই ব্যাংক একাউন্টে টাকা পাবেন না । শুধুমাত্র যাদের যাদের পিএম-কিষান প্রকল্পের (pm kisan beneficiary status) e-kyc স্ট্যাটাস, land সেন্ডিং স্ট্যাটাস এবং ব্যাংক একাউন্ট স্ট্যাটাস ঠিক রয়েছে তারাই ব্যাংক একাউন্টে টাকা পাবে । আর এগুলি যদি ঠিক না থাকে তাহলে আপনাদের ব্যাঙ্ক একাউন্টে টাকা ঢুকবে না তাই অবশ্যই আগে আপনার স্ট্যাটাসটি দেখে নিবেন । তাছাড়াও বিশেষভাবে মনে রাখতে হবে অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে, “PMKISAN রেজিস্টার কৃষকদের জন্য eKYC বাধ্যতামূলক। যাদের এই ekyc করা নেই তারা অতি অবশ্যই OTP-ভিত্তিক eKYC PMKISAN পোর্টালে করা যায় সেখান থেকে করে নেবেন, অথবা বায়োমেট্রিক-ভিত্তিক eKYC-এর জন্য নিকটতম CSC কেন্দ্রগুলির সঙ্গে যোগাযোগ করুন ।