PM Dhan Dhanyan Yojana: পিএম ধন-ধান্য যোজনায় কী সুবিধা পাবেন? কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে? কত টাকা পাওয়া যাবে এই প্রকল্প থেকে?

Published By: Su Sangbad Desk | Published On:

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তার অষ্টম বাজেট পেশ করেছেন। বাজেটের শুরুতেই ‘প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা’ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এর আওতায় আসবে এমন একশ জেলা, যেখানে উৎপাদন কম। রাজ্যগুলির সঙ্গে পিএম ধন-ধান্য প্রকল্প চালাবো হবেন। উপকৃত হবেন ১.৭ কোটি কৃষক। অর্থমন্ত্রী বলেন, গ্রামীণ এলাকায় সমৃদ্ধির জন্য রাজ্যগুলির সঙ্গে একটি নীতি তৈরি করবে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

বাজেটে কৃষকদের জন্য প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনা ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে বিহারে মাখানা বোর্ড গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বাড়ানোর দিকে সরকারের নজর রয়েছে। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলেছিলেন যে বিহারে মাখানা বোর্ড গঠন করা হবে। এই বোর্ডটি উৎপাদন, বিপণন এবং কৃষকদের সহায়তায় কাজ করবে। অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এটি টানা অষ্টম বাজেট।

এই প্রকল্পে কতগুলি জেলাকে অন্তর্ভুক্ত করা হবে? pm dhan dhanya krishi yojana

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা একটি উন্নয়নশীল কৃষি-জেলা কর্মসূচি, যা ১০০টি জেলাকে কভার করবে। এর মাধ্যমে উচ্চ ফলনশীল বীজের জন্য একটি জাতীয় মিশন চালু করা হবে। সবজি ফলনের জন্য বড় পরিকল্পনা নিয়েছে সরকার। রাজ্যগুলির সঙ্গে এই বিষয়ে জোট বেঁধে সবজি ও ফলের চাষও চালু করা হবে৷

এদিন অর্থমন্ত্রী বলেন,  “সরকার ডালের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের দিকে কাজ করছে। ডালের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এবং সরকার ডালে স্বয়ংসম্পূর্ণতার জন্য ৬ বছরের মিশন চালু করবে। শাকসবজি, ফলের জন্য একটি ব্যাপক কর্মসূচি চালু করা হবে। ”

এই প্রকল্পে কতজন উপকৃত হবে? pm dhan dhanya yojana apply

বাজেটে সরকারের তরফে বলা হয়েছে, নতুন এই যোজনার ফলে ১.৭ কোটি কৃষক সাহায্য পাবে। এই প্রকল্পের আওতায় আনা হবে গ্রামীণ যুব প্রজন্ম, মহিলা ও ভূমিহীন কৃষকদের। এরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হবেন।

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা কি? prime minister dhan dhaniya krishi yojana 

কৃষকদের স্বার্থের কথা মাথায় রেখে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তাদের জন্য প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনা চালু করার ঘোষণা দিয়েছেন। এই প্রকল্পের মাধ্যমে, সরকারের লক্ষ্য দেশের সেই জেলাগুলিকে উপকৃত করা যেখানে কৃষি উৎপাদন কম, এই প্রকল্পের অধীনে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের সাথে সহযোগিতায় নীতি তৈরি করবে। যাতে কৃষি উৎপাদন আরও বাড়তে পারে। আর কৃষকদের আয় বাড়তে পারে। সরকারের এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।

PM ধন-ধান্য স্কিমে উপলব্ধ সুবিধা ?

প্রধানমন্ত্রী ধন ধান্য কৃষি যোজনার অধীনে কৃষকদের কম দামে উচ্চ মানের বীজ সরবরাহ করা হবে যাতে উৎপাদন বাড়তে পারে। এর পাশাপাশি কৃষকদের উৎপাদন বাড়াতে বিনামূল্যে সার দেওয়া হবে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষি সরঞ্জাম যেমন ট্রাক্টর,পাম্প এবং অন্যান্য জিনিসগুলিতে ভর্তুকি দেওয়া হবে। কৃষিকাজ সম্পর্কে নতুন প্রযুক্তি এবং কৃষি যন্ত্রপাতি ব্যবহার সম্পর্কে প্রশিক্ষণও দেওয়া হবে। এ ছাড়া কৃষকদের আর্থিক সহায়তাও দেওয়া হবে।

কিভাবে এই ধনধান্য প্রকল্পে কৃষকেরা নাম নথিভুক্ত করাবে? pm dhan dhanya yojana apply

২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের সদ্য ঘোষণা হওয়া এই প্রকল্পে নাম নথিভুক্ত এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে সরকারের ঘোষণা মত পিছিয়ে পড়া জেলাগুলিতেই এই প্রকল্প চালু থাকবে। সেক্ষেত্রে আলাদাভাবে নাম নথিভুক্ত করার কোন পদ্ধতি থাকবে না। জেলা স্তর থেকেই কৃষকদের এই প্রকল্প সম্পর্কে জানানো হবে এবং এই প্রকল্পের সুযোগ সুবিধা দেওয়া হবে।

এই প্রকল্প থেকে কত টাকা পাওয়া যাবে? pm dhan dhanya yojana

প্রধানমন্ত্রী ধন ধান্য যোজনায় টাকা সরাসরি কৃষকদের দেওয়া হবে না, ফসল উৎপাদনে উন্নত বীজ থেকে শুরু করে যন্ত্রপাতিতে ভর্তুকি হিসেবে দেওয়া হবে।

About Author