রেশন দোকানেই মিলবে পেঁয়াজ কম দামে বড় ঘোষণা সরকারের | Onion will be gave from the ration shop

Published By: Su Sangbad Desk | Published On:

Onion Ration Shop News: পুজোর মরশুমে বাজারে কাঁচামালের অগ্নি মূল্য যার প্রভাব পড়ছে সাধারণ মানুষের উপর। প্রতিনিয়ত পেঁয়াজের দাম বেড়েই চলেছে এখন সেই পেঁয়াজ নিয়েই কেন্দ্র সরকারের নতুন উদ্যোগ রেশন দোকানেই মিলবে পেঁয়াজ কম দামে। কেন্দ্র সরকারের নির্দেশে রাজ্য সরকার পেঁয়াজ কম দামে দেবে রেশন দোকানের মাধ্যমে

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

কবে থেকে এই কম দামে পেঁয়াজ পাবেন রেশন দোকানে? কত টাকা কেজি হবে? কারা এই সুবিধা পাবে বিস্তারিত জানবো এই প্রতিবেদনের মাধ্যমে।

দুর্গোৎসব মিটে গেলেও সামনেই লক্ষ্মীপূজো, কালীপুজো, দীপাবলি, ভ্রাতৃদ্বিতীয়ার মত উৎসব বাকি রয়েছে। তবে সাধারণ মানুষের পকেটে টান পড়ছে উৎসব মরশুমে। প্রতিনিয়ত আলুর মতোই পেঁয়াজের দাম বেড়েই চলেছে। বর্তমানে খুচরো বাজারে ১২০ থেকে ১৫০ টাকায় প্রতি কেজি পেঁয়াজ পাওয়া যাচ্ছে তবে তার পাইকারি দর ৬৫ থেকে ৭০ টাকা।

রেশন দোকানে কত টাকায় পেঁয়াজ পাওয়া যাবে? Onion price 

কেন্দ্রীয় সরকারি সংস্থা নাফেড ও এনসিসিএফ এর মাধ্যমে সারাদেশের রেশন দোকানগুলোর জন্য ১৫০০০ টন পেঁয়াজ দেওয়া হয়েছে বলে খবর। রেশন দোকান থেকে বিক্রি হবে ৩৫ টাকা কেজি দরে যা ডিলাররা কিনবে ২৮ টাকা দরে।

কবে রেশন দোকানে এই পেঁয়াজ পাওয়া যাবে? Onion will be gave from the ration shop  

জানা যাচ্ছে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে এই পেঁয়াজ গ্রহণ করার জন্য। রেশন ডিলারদের মাধ্যমে এই পেয়াজ বিক্রি হবে নূন্যতম দামে। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশনের সাধারণ সম্পাদক জানিয়েছেন, যেসব রেশন দোকান থেকে পিঁয়াজ বিক্রি হবে আগ্রহী ডিলারদের আবেদন চাওয়া হচ্ছে সেই আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকারের থেকে পেঁয়াজ চাওয়া হবে এবং তার মান ভালো হলে খুব শীঘ্রই রেশন দোকান থেকে তা মিলবে।

কারা রেশন দোকানে পেঁয়াজ নিতে পারবে? Onion price hike 

আপাতত জানা যাচ্ছে, সকল রেশন কার্ড ধারী রেশন দোকান থেকে পেঁয়াজ কিনতে পারবে। তাছাড়াও জনসাধারণের জন্য এই সুবিধা খোলা হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বন্যা পরিস্থিতিতে শুধু পেঁয়াজ নয়, কাঁচামালের উপর অনেকটাই প্রভাব পড়েছে। প্রতিনিয়ত সকালে বাজারে গেলেই দেখা যাচ্ছে অগ্নি মূল্য প্রতিটি জিনিসের দাম। যদি রেশন দোকান থেকে ন্যূনতম দামে পেঁয়াজ পাওয়া যায় সেক্ষেত্রে সাধারণ জনগণ অনেকটাই স্বস্তি পাবে এমনটাই আশা করছে সাধারণ জনগণ থেকে ব্যবসায়ী মহল।

About Author