মাধ্যমিক পাশে কৃষিদপ্তরে গ্রুপ C এবং D পদে নিয়োগ চলছে NFL Recruitment 2024

Published By: Su Sangbad Desk | Published On:

NFL New Recruitment : মাধ্যমিক পাশেই মিলছে চাকরি ইতিমধ্যে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি(New job vacancy)প্রকাশিত করা হলো । যারা দীর্ঘদিন ধরে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য দারুন দারুন সুখবর এই মুহূর্তে কেন্দ্র সরকারের ন্যাশনাল ফার্টিলাইজার লিমিটেড( NFL JOB) দপ্তর চাকরিপ্রার্থীদের জন্য সুখবর ঘোষণা দিয়েছে । ইচ্ছুক চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এখানে কারা কারা আবেদন করতে পারবেন? বয়সের সময়সীমা কি চাওয়া হয়েছে? আবেদনের লাস্ট ডেট কবে রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, আবেদনকারী চাকরিপ্রার্থীদের কোন কোন ডকুমেন্টের প্রয়োজন, কোন কোন দপ্তরে নিয়োগ করা হবে, কতগুলি শূন্য পদ রয়েছে, চাকরিপ্রার্থীদের মাসিক বেতন কত টাকা করে দেওয়া হবে, আবেদন ফি সোহ কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকে এই প্রতিবেদনের মধ্যে দেখে নিতে পারবেন ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

১) NFL Recruitment : কারা কারা আবেদন করতে পারবেন ? আবেদনের লাস্ট ডেট?

উল্লেখ্য এই চাকরির জন্য সমস্ত ইচ্ছুক চাকরির প্রার্থীরাই আবেদন করতে পারবেন । তাছাড়াও এই পদের জন্য আবেদনের সময়সীমা ৮/১১/২০২৪ রাখা হয়েছে অর্থাৎ নভেম্বর মাসে ৮ তারিখ পর্যন্ত আপনারা এই পদের জন্য আবেদন পত্র জমা করতে পারবেন।

২)বয়সের সময়সীমা এবং শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে?

NFT Job Vacancy এই চাকরির জন্য যারা যারা আবেদনপত্র জমা করবেন তাদের বিশেষভাবে মনে রাখতে হবে যে একমাত্র তারাই এখানে আবেদন করতে পারবেন যাদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করা আছে, সঙ্গে ট্রেডে আইটিআই/ ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এছাড়াও এই চাকরিতে আবেদন করতে হলে চাকরিপ্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ইচ্ছুক প্রার্থীদের বয়স ৩০/০৯/২০২৪ অনুযায়ী হিসাব করা হবে । বিশদে জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড এর লিংক নিচে দেওয়া থাকবে

৩) পদের নাম এবং শূন্য পদ।

এই চাকরির জন্য চাকরিপ্রার্থীদের যে সকল পদে নিয়োগ করা হবে তা হল ,অ্যাটেনডেন্ট গ্রেড,জুনিয়র ইঞ্জিনিয়ারিং, ল্যাব টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট এছাড়া আরো বেশ কয়েকটি পদে নিয়োগ করা হবে । এই পদের জন্য মোট শূন্য পদ কয়টি রয়েছে তা অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন ।

৪) আবেদন পদ্ধতি ?( NFL Recruitment Apply Process)

ইচ্ছুক চাকরির প্রার্থীরা সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে এই পদের (NFL JOB) জন্য আবেদন করতে পারবেন । এর জন্য সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর প্রয়োজনীয় নথি গুলি ফিলাপ করার পর যে সকল ডকুমেন্টের ফটো আপলোড করতে হবে তা সঠিক সাইজে আপনাদের আপলোড করে আবেদন পদ্ধতিটি সম্পূর্ণ করতে হবে । তবে বিশেষভাবে মনে রাখবেন আবেদন করার আগে সমস্ত কিছু জেনে বুঝে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিজের দায়িত্বে আবেদন করবেন ।

৫) চাকরিপ্রার্থীদের আবেদনের জন্য প্রয়োজনীয় নথি গুলি লাগবে ।

•আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।
•আবেদনকারীর জন্ম তারিখের প্রমাণপত্র।
•আবেদনকারীর বিগত কর্মসংস্থান প্রমাণপত্র।
•পরিচয়ের প্রমাণপত্র।
•আবেদনকারীর পাসপোর্ট সাইজ ফটোকপি।
•আবেদনকারীর স্বাক্ষর
•EWS সার্টিফিকেট।
•জাতি/উপজাতি শংসাপত্র(SC/OBC/ST) আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য।

আরও পড়ুনঃ-রাজ্য খাদ্য দপ্তরে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি, অনলাইন ফর্ম ফিলাপ চলছে কোন কোন পদে?

৬)এই পদের বেতন কত?
NFL পদে যারা যারা চাকরি পেয়ে থাকবেন তাদের প্রত্যেককে প্রতি মাসে সর্বনিম্ন ২৩,০০০/- টাকা থেকে সর্বোচ্চ ৫৬,৫০০/- টাকার মধ্যে প্রদান করা হবে।

এই বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত তথ্য সঠিকভাবে পর্যালোচনা করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট careers.nfl.co.in-Click here ভিজিট করে সমস্ত কিছু পর্যবেক্ষণ করে জেনে বুঝে নিজের দায়িত্বে কাজ করুন।

অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড লিংক FDF:–এইখানে হাত দিন

আরও পড়ুনঃ- বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ

 

About Author