Mobile recharge plan: 139 টাকায় পুরো একমাস ফ্রিতে কল ও ইন্টারনেট ব্যবহার করতে পারবেন! করুন এইভাবে রিচার্জ

Published By: Munna Hossain | Published On:

Mobile recharge এর দাম বিগত ৩রা জুলাই Airtel ও Jio বাড়িয়েছে এবং Vi ৪ঠা জুলাই। ভারতবর্ষের এই তিনটি সংস্থা এতদিন থেকে বাজারে পরিষেবা ভালো মানের দিয়ে আসছে। তবে এবারে 12.5 শতাংশ থেকে 25 শতাংশ পর্যন্ত তিনটি সংস্থায়ই রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়েছে। অনেকদিন থেকেই একটা জল্পনা ছিল হয়তো 2024 সালে মোবাইল রিচার্জের দাম বাড়তে পারে, তবে ভোট পর্ব মিটতেই সেটাই সত্যি হলো। দৈনন্দিন জীবনে মোবাইল বা মুঠোফোন ওতপ্রতভাবে জড়িত হয়েছে। ব্যাংকের এসএমএস থেকে শুরু করে, বাড়ির ছোটদের স্কুলের পড়াশুনার আপডেট, তাছাড়াও আধার কার্ড থেকে শুরু করে প্যান কার্ড সবকিছুতেই এই মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে। তাই এখন এই মোবাইল নম্বর রিচার্জ ছাড়া সামনের দিনে এগিয়ে যাওয়া মুশকিল হয়ে যাচ্ছে প্রত্যেক শ্রেণীর মানুষের। বর্তমানে এই তিনটি সংস্থার ন্যূনতম রিচার্জ প্ল্যান অনেকটাই বেড়েছে আগের তুলনায়, তবে এরই মাঝে আপনাদের সুখবর জানাই 139 টাকায় পুরো একমাস আনলিমিটেড ভয়েস কল ও 1.5 জিবি করে প্রতিদিন 28 দিনের রিচার্জ করতে পারবেন। কিভাবে এই রিচার্জ করবেন এবং কিভাবে এই সুবিধা পাবেন বিস্তারিত জানুন আজকের এই প্রতিবেদনে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

(Airtel new mobile recharge plan) এয়ারটেল এ নতুন রিচার্জ প্ল্যানে 28 দিনের 1.5 জিবি প্রতিদিন ইন্টারনেট ও আনলিমিটেড ভয়েস কলের প্ল্যানের দাম 349 টাকা,যা আগে 299 টাকা ছিল।এরকম করে প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের দাম বেড়েছে। অন্যদিকে (Vi new mobile recharge plan) ভোডাফোন আইডিয়া অর্থাৎ Vi -তেও 28 দিনের এই প্ল্যানটি 349 টাকা হয়েছে যা আগে 299 টাকা ছিল।একইভাবে (Jio new recharge plan) জিও তাদের রিচার্জ প্ল্যান বাড়িয়েছে 28 দিনের প্ল্যানে, প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট সহ আনলিমিটেড কল 28 দিনের বৈধতা যুক্ত প্ল্যানটি ছিল 239 টাকা সেটা এখন হয়েছে 299 টাকা। এইভাবে প্রত্যেকটা রিচার্জ প্ল্যানের দাম বাড়ানো হয়েছে।

বর্তমানে কিভাবে কম টাকায় এক মাসের রিচার্জ করবেন? 

এর জন্য আপনাকে BSNl সংস্থাতে নিজের সিমটিকে পোর্ট করে নিতে হবে।BSNl-এ এখনো পর্যন্ত 139 টাকায় 28 দিন আনলিমিটেড ভয়েস কল ও সাথে প্রতিদিন 1.5 জিবি ইন্টারনেট রিচার্জ প্ল্যান রয়েছে। তাছাড়াও 108 টাকায় 28 দিনের বৈধতা যুক্ত আনলিমিটেড ভয়েস কল এবং সাথে 1 জিবি করে প্রতিদিন ইন্টারনেট রিচার্জ প্ল্যান রয়েছে নতুন গ্রাহকদের জন্য। এছাড়াও শুধুমাত্র ভয়েস রিচার্জ প্ল্যান রয়েছে 94 টাকায় 200 মিনিট 30 দিনের বৈধতা যুক্ত সাথে 3 জিবি ইন্টারনেট। এরকম অসংখ্য রিচার্জ প্ল্যান রয়েছে BSNL-এ অনেক কম মূল্যে।যদি আপনার এলাকায় বিএসএনএলের ভালো ইন্টারনেট সুযোগ-সুবিধা থাকে সেক্ষেত্রে আপনি আপনার আগের মোবাইল নম্বরটি পরিবর্তন না করে পোর্ট করে BSNL- এ যেতে পারেন।আপনার পার্শ্ববর্তী কোন মোবাইল রিচার্জ দোকানে যোগাযোগ করতে পারেন অথবা BSNL অফিসে যোগাযোগ করে এই কাজটি করে নিতে পারেন।(BSNL Mobile Recharge Plan) বিএসএনএলের রিচার্জ না বাড়ানোর সিদ্ধান্তে এখনো পর্যন্ত অনড় রয়েছে সংস্থাটি। আবারো জানা যাচ্ছে ভারতবর্ষের টাটা সংস্থা এই BSNL-এ কিছুদিন আগেই কোটি কোটি টাকা লগ্নি করেছে। খুব শীঘ্রই এই সংস্থার ইন্টারনেট ব্যবস্থা সচল হতে যাচ্ছে, আশাবাদী পুর সংস্থাটি।

About Author
Munna Hossain

বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে খেলাধুলার খবর নিজের আয়ত্তে রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) সর্বদাই রাখার চেষ্টায় অব্যাহত।