নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু ! মুখ্যমন্ত্রী ১০০০০ টাকা করে দিচ্ছে ঝটপট আবেদন পদ্ধতি জানুন

Published By: Su Sangbad Desk | Published On:

Nabanna scholarship : দারুন খুশির খবর পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল ঝটপট জেনে নিন আবেদন প্রক্রিয়া । সাধারণত নবান্ন স্কলারশিপের আওতায় পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করা হয়ে থাকে । পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য এই স্কলারশিপ চালু করেন কাজেই আজকে এই প্রতিবেদন থেকে জেনে নেব নবান্ন স্কলারশিপে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে , আবেদন পদ্ধতি কি রয়েছে পাশাপাশি কত শতাংশ নাম্বার থাকলে আপনারা এই স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন বিস্তারিত ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

West Bengal Nabanna scholarship 2025

নবান্ন স্কলারশিপের উদ্দেশ্য

উল্লেখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নবান্ন স্কলারশিপ চালু হয়েছিল আর এই স্কলারশিপের সুবিধা তাদেরই দেওয়া হয় যারা মেধাবী কিন্তু আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রী রয়েছেন, যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা পায় এবং ছাত্র-ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারে সেই উদ্দেশ্যে এই প্রকল্পের সহায়তা দেওয়া হয়।

নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদনের যোগ্যতার মানদণ্ড

১) বিশেষভাবে মনে রাখতে হবে আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে তবেই নবান্ন স্কলারশিপে আবেদনের যোগ্য বলে ধরে নেওয়া হবে ।

২) আবেদনকারী আধার কার্ড ,ভোটার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, রেশন কার্ডের মতো আবাসিক পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে ।

৩)মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর পেতে হবে ।

৪) উচ্চ মাধ্যমিক (দ্বাদশ শ্রেণী) স্তরের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই পরীক্ষায় ৫০% থেকে ৬০% নম্বর থাকতে হবে ।

৫)পারিবারিক বার্ষিক আয় ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে। তবেই নবান্ন স্কলারশিপ এ আবেদন করতে পারবেন ।

নবান্ন স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন
(Nabanna scholarship 2025 apply process)

প্রত্যেক যোগ্য ছাত্র-ছাত্রীরা নবান্ন স্কলারশিপে জন্য অনলাইন আবেদন জমা করতে পারবে।

প্রথমত অনলাইনে আবেদন করার জন্য cmrf.wb.gov.in এই ওয়েবসাইটে গিয়ে মোবাইল নম্বর পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে লগইন করুন।

দ্বিতীয়ত আধার কার্ড নম্বর ,ব্যাংকের পাস বইয়ের নম্বর, শিক্ষাগত বিবরণ গুলি পূরণ করুন ।

তৃতীয়ত প্রয়োজনীয় নতিগুলির স্ক্যান কপি আপলোড করুন এবং আবেদনপত্র জমা করুন ,বিশেষ করে মনে রাখবেন আবেদন জামান করার পর আপনাকে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে রিফারেন্স নম্বরটি নোট করে রাখুন পরবর্তীতে আবেদনের স্থিতি দেখার জন্য ।

আবেদন করতে প্রয়োজনীয় নতি?

• মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট।
•পরিবারের আয়ের প্রমাণপত্র।
• ঠিকানার প্রমাণপত্র।
•ব্যাঙ্কের তথ্য।

নবান্ন স্কলারশিপ থেকে কত টাকা সুবিদা মিলবে

এই স্কলারশিপ থেকে কত টাকা পাওয়া যাবে তা সম্পূর্ণটাই নির্ভর করে আপনি কোন কোর্সের জন্য আবেদন করছেন তার উপর। সাধারণত নবান্ন স্কলারশিপে বছরে একবার ১০,০০০ টাকা করে দেওয়া হয়। তবে, কিছু পেশাদার কোর্সের (যেমন ইঞ্জিনিয়ারিং, মেডিসিন, নার্সিং ইত্যাদি) জন্য ১২,০০০ টাকা পর্যন্ত পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতে পারে

আরো বিশদ জানতে ফোন করুন -(০৩৩ ২২৫৩ ৫৩৩৫) এই নম্বরে তবে বিশেষ করে মনে রাখবেন সোমবার থেকে শুক্রবার, সকাল ১০:০০ টা থেকে বিকেল ৫:৩০ টা, সরকারি ছুটির দিন বাদে ফোন করবেন ।

আরও পড়ুন –মাধ্যমিক রেজাল্ট কবে দেবে ২০২৫ কি জানালো পর্ষদ? Madhyamik result 2025

About Author