Monsoon and Rain Latest Forecast: স্বস্তির বৃষ্টি দক্ষিণবঙ্গে, আগামী ৬ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি কোন কোন জেলায় দেখুন

Published By: Su Sangbad Desk | Published On:

উত্তরবঙ্গ যখন ভাসছে দক্ষিণবঙ্গে কাঠফাটা গরম সেই সময়েই । দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু থমকে রয়েছে উত্তরে যার প্রভাব দক্ষিনে পড়ছে। বিগত কয়েকদিনে উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলাতে প্রচুর বৃষ্টি হওয়ার কারণে প্রায় সব নদীতেই জলস্তর বেড়েছে। তিস্তা উঠেছে ফুলে ফেপে বিগত ৮ মাস আগের ভয়াল রূপ দেখেছিল গোটা রাজ্যবাসী। মেঘ ভাঙ্গা বৃষ্টির কারণে তিস্তাতে হড়পা বানের দেখা দিয়েছিল গত বছরের অক্টোবর মাসে। যার প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তিস্তার দুই পাড়ের মানুষ। বর্ষা শুরুর মুহূর্তে এবারও উত্তরবঙ্গের সব নদীতে বন্যার ভূ-কুটি দেখা দিচ্ছে। কতদিন থাকবে উত্তরে বর্ষা থমকে- এর উত্তরে আলিপুর আবহাওয়া দপ্তর জানায় আগামী সপ্তাহের মধ্যেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের দিকে এই বর্ষা প্রবেশ করবে তবে উত্তরেও জারি থাকবে বৃষ্টি। জল বিভাগের নজর রয়েছে উত্তরের সব নদীতে ক্রমশই জলস্তর বাড়ছে। আর কতদিন বৃষ্টি জারি থাকবে উত্তরে তাছাড়া ও দক্ষিণে কবে স্বস্তির বৃষ্টি জানালো হাওয়া অফিস,আজকের এই প্রতিবেদনে বিস্তারিত দেখে নিচ্ছি।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

শনিবারের আবহাওয়ার খবর

আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্র মারফত জানা যাচ্ছে উত্তরের তিনটি জেলা যথা- আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কালিংপং-এ লাল সতর্কতা জারি রয়েছে। এই তিনটি জেলাতে চলবে ভারী বৃষ্টি ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কোচবিহার জেলাতে কমলা সতর্কতা জারি করা হয়েছে, এই দুটি জেলাতেও ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এবং উত্তরবঙ্গের নিচের তিনটি জেলা যথা-উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা তে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। সাথে বজ্র বিদ্যুৎ সহ ২৬ থেকে ৫০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ এর সম্ভাবনা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রবিদ্যুৎ ও ৫০ শতাংশ পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা মুর্শিদাবাদ ,নদীয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। ঝারগ্রাম এর কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তাছাড়া বাঁকুড়া ,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান ও বীরভূমে তাপপ্রবাহের সর্তকতার সাথে সাথে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হওয়ার সতর্কতা থাকছে

রবিবারের আবহাওয়া সতর্কতা 

রবিবারে উত্তরের তিনটি জেলাতে লাল সর্তকতা দেওয়া হয়েছে। যথা- কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি তে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। দার্জিলিং ও কালিংপং এ কমলা সতর্কতা জারি থাকবে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদাতে কোন সতর্কতা নেই তবে ২৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে।

দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি থাকবে। পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়াতে ৪০ থেকে ৫০ কিলোমিটার ঝড়ো হওয়ার গতিবেগ থাকতে পারে সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপপ্রবাহের সর্তকতা থাকছে সাথে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বায়ুর গতিবেগ থাকতে পারে। পূর্ব মেদিনীপুর, কলকাতা, হাওড়া, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা ও হুগলিতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে সাথে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা।

সোমবারের আবহাওয়ার খবর

weather update অনুযায়ী উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিংপং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সতর্কতা জারি থাকবে। এই পাঁচটি জেলাতে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা তে কোন সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সর্তকতা জারি থাকবে। প্রায় সব জেলাতে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের সম্ভাবনা সব জেলাতেই কয়েকটি জেলাতে বৃষ্টির সম্ভাবনা থাকছে।

মঙ্গলবারের আবহাওয়ার আপডেট 

Weather Report মোতাবেক দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে কমলা সর্তকতা জারি থাকবে সাথে ৭ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলাতে কোন সতর্কতা আপাতত নেই। দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে। ২৫ থেকে ৭৫ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা কয়েকটি জেলাতে থাকবে।

মূলত মঙ্গলবার থেকেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গে। বুধবারে পুরোপুরি বর্ষা প্রবেশ করতে পারে দক্ষিণবঙ্গে এরপর যত সময় অতিবাহিত হবে ততই স্বস্তির আশ্বাস পেতে পারে দক্ষিণ বঙ্গবাসী

 

 

About Author