Lakhir bhandar: লক্ষীর ভান্ডার প্রকল্পের উপভোক্তারা এবার ডবল টাকা পেতে পারেন অর্থাৎ রাজ্যের মহিলাদের একাউন্টে ঢুকতে চলেছে লক্ষীর ভান্ডার প্রকল্পের আয়তায় দুর্গ পুজোর বোনাস হিসেবে ২৪০০ টাকা এবং ২০০০ টাকা (Lakshmir bhandar payment) এমনটাই খবর সূত্রে জানা যাচ্ছে দুর্গ পুজোর আগে রাজ্যের মা-বোনদের মুখে হাসি ফুটতে চলেছে। ঠিক কবে থেকে লক্ষীর ভান্ডার প্রকল্পে ডবল টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে ঢুকবে।খবর অনুযায়ী জানা যাচ্ছে এই অক্টোবর মাসে আপনারা ডবল টাকা পেতে পারেন, ডবল টাকা দেওয়ার ব্যাপারে কি কি আপডেট দেওয়া হয়েছে অর্থাৎ ২০০০ টাকা এবং ২৪০০ টাকা কারা কারা পেতে পারেন, কেন ডবল টাকা দেওয়া হবে এবং অতিরিক্ত টাকা পেতে কি কি কাজ করতে হবে। সমস্ত আপডেট আজকে এই প্রতিবেদনের মাধ্যমে এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করব।
কমবেশি প্রত্যেকই জানেন লক্ষীর ভান্ডার (Lakhir bhandar scheme)প্রকল্পটি রাজ্যের প্রত্যেকটি মহিলার মনে একটি গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় প্রকল্প হিসেবে জায়গা করে নিয়েছে। এই প্রকল্পের আয়তায় রাজ্য সরকারের তরফে রাজ্যের প্রত্যেক ২৫ বছরের ঊর্ধ্বে মহিলা মা-বোনদের প্রতিমাসে আর্থিক সহায়তা দিয়ে থাকে।মহিলারা আগে এই প্রকল্পের মাধ্যমে ৫০০ টাকা এবং এক ১০০০ টাকা করে প্রত্যেক মাসে পেতন।কিন্ত বিগত কয়েক মাস আগে রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী সেই টাকার বাড়িয়ে দিয়েছেন ফলে রীতিমতো এখন মহিলারা প্রতিমাসে ১০০০ টাকা এবং ১২০০ টাকা করে এই প্রকল্পের মাধ্যমে পেয়ে থাকেন। এক্ষেত্রে যারা যারা তপশিলি জাতি ও উপজাতি(SC /ST)মহিলা প্রতিমাসে ১২০০ টাকা এবং যারা সাধারণ ওবিসি(Gen/Obc)মহিলারা রয়েছেন তারা প্রতি মাসে ১০০০ টাকা করে পেয়ে আসছেন তাদের ডবল টাকা মিলতে পারে (lokkhi Bhandar payment increase)।
আরো পড়ুন:- মহিলাদের দূর্গা পুজোর আগেই ১৫০০ টাকা দেবে লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই 👈👈
আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে এই মাসে মহিলারা শুধু ১২০০ টাকা বা ১০০০ টাকা নয় তারা পেতে পারেন ২০০০ টাকা এবং ২৪০০ টাকা করে।(Payment increase) আর এই অতিরিক্ত টাকা দেওয়ার কারন হচ্ছে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো আর এই উৎসবের মুখেই মিলতে পারে ডবল টাকা।(Lakshmi Bhandar double payment)কারণ রাজ্যে দুর্গা পুজোর জন্য ছুটি থাকবে সমস্ত সরকারি অফিস,তাই মহিলাদের টাকা অগ্রিম দেবে সরকার বলে মনে করা হচ্ছে। তাই চলতি কিস্তির টাকা এবং পরবর্তী মাসের কিস্তির টাকা দুটো একবারে দিয়ে দেওয়া হতে পারে বলে একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এক্ষেত্রে যে সমস্ত মহিলারা ১০০০ টাকা করে পায় তারা দুটো কিস্তির জন্য ২০০০ টাকা পারেন। অন্যদিকে যারা ১২০০ টাকা করে পায় তারা দুটো কিস্তি হিসেবে ২৪০০ টাকা করে পেতে পারেন,কেননা কমবেশি প্রত্যেককেই জানেন গত ২০২২ সাল ও ২০২৩ সালেও সরকার এরকম ব্যবস্থা করেছিল।দুর্গা পুজোর আগে দুটি কিস্তির টাকা একসঙ্গে দেওয়া হয়েছিল সেই সূত্রে মনে করা হচ্ছে এবছরেও হয়তো উপভোক্তাদের ব্যাংক একাউন্টে দুটি কিস্তি একসঙ্গে মিলতে পারে, তবে এ নিয়ে এখনো পর্যন্ত সরকারের তরফের কোন আপডেট জানানো হয়নি।