Lakhir bhandar related update: মহিলাদের দুর্গ পুজোর আগেই ১৫০০ টাকা । লক্ষীর ভান্ডার প্রকল্পের মতোই

Published By: Su Sangbad Desk | Published On:

Lakhir bhandar Related: ঘরের লক্ষীদের আর্থিক দিক থেকে সবলম্বী করে তুলতে রাজ্য সরকার, এবং কেন্দ্র সরকার তরফে একাধিক প্রকল্প শুরু করা হচ্ছে। যাতে রাজ্যের মহিলা মা-বোনেরা নিজে থেকে আর্থিক দিক থেকে একটু সচল থাকে। তেমনি বাংলার মা-বোনদের লক্ষীর ভান্ডার ( lokkhi Bhandar) প্রকল্পে প্রতিমাসে আর্থিক সহায়তা দিয়া আসছেন রাজ্য সরকার। সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরপে এমন এক প্রকল্পের ঘোষণা দেওয়া হয়েছে, যে প্রকল্পের নাম লড়কি বহিন (Ladki Bahin Yojna) যদিও এই লড়কি বহিন প্রকল্পটি মহারাষ্ট্র সরকারের তরফে গত বছর আগস্ট মাসে শুরু করা হয়েছে।
আর এই প্রকল্প নিয়ে এই মুহূর্তে বড় আপডেট উঠে এসেছে । এখানে কারা কারা আবেদন করতে পারবেন এবং কতদিন পর্যন্ত আবেদন করতে পারবেন কত টাকা সুবিধা পাবেন কিভাবে সুবিধা পাবেন এক এক করে আজকে এই প্রতিবেদনের মাধ্যমে সমস্তটাই দেখে নেওয়ার চেষ্টা করব ।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

Ladki Bahin scheme: লড়কি বহিন প্রকল্পে কারা কারা সুবিধা পাবেন

উল্লেখ্য রাজ্যের মহিলা মা-বোনেরা আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তুলতে ৫ বছর পর্যন্ত মাসিক ১৫০০ টাকা করে আর্থিক সুবিধা ব্যাংক একাউন্টে দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্র সরকার একনাথ শিন্ডে। তবে সুত্র মারফত খবর এই প্রকল্পের (Ladki Bahin Yojana) সুবিধা যারা যারা নিতে আগ্রহী তাদের ২০২৪ নভেম্বর মাসের মধ্যে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে ।

উল্লেখ্য এই প্রকল্পে আবেদনের জন্য অবশ্যই আবেদনকারীর বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে হতে হবে তবেই সুবিধা পাবেন,তাছাড়াও এই প্রকল্পের সুবিধা পেতে গেলে আবেদনকারীর বার্ষিক আয় কখনই ২.৫ লাখের টাকার বেশি হওয়া যাবে না। বিশেষভাবে মনে রাখতে হবে এই প্রকল্পতে আবেদনকারী ইচ্ছুক মহিলারা যাতে করে মহারাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হয় । আবেদনকারীর নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। বিবাহিত, অবিবাহিত এবং বিচ্ছেদপ্রাপ্ত সকল মহিলারাই এই প্রকল্পের সুবিধে পাবেন। অনলাইন ও অফলাইন দুই ভাবেই আবদেন করতে পারবেন

About Author