Laxmir bhandar: রাজ্যের মহিলা মা-বোনদের জন্য সুখবর আসতে চলেছে কেননা আসন্ন ১২ ফেব্রুয়ারি রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধির সম্ভাবনা মিলছে । বাংলার ২৫ বছরের ঊর্ধ্বে এবং ৬০ বছরের মধ্যে সকল মা-বোনেদের বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় সুবিধা দেওয়া হয় যেখানে জেনারেল এবং ওবিসি কাস্ট এর মহিলারা ১০০০ টাকা করে এবং তপশিলি জাতি উপজাতি মহিলারা ১২০০ টাকা করে পান ,সম্প্রতি জানা যাচ্ছে এই টাকার পরিমানই আরো বৃদ্ধি করা হবে তবে যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে কত টাকা বৃদ্ধি করা হবে আজকে এই প্রতিবেদন থেকেই জানতে পারবো ।
১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাজ্য বাজেট
বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে উঠে আসা খবর মোতাবিক ১২ই ফেব্রুয়ারি ২০২৫ রাজ্যে পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন শুরু হচ্ছে যা চলবে দুই সপ্তাহ পর্যন্ত আর এই বাজেটেই রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির আর্থিক সহায়তা বৃদ্ধি সংক্রান্ত নতুন ঘোষণা হতে পারে বলে শোনা যাচ্ছে ।
লক্ষ্মীর ভান্ডারের টাকা বৃদ্ধি
উল্লেখ্য গতবারও রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল লক্ষ্মীর ভাণ্ডার ভাতার টাকা বৃদ্ধির কথা । ঠিক এবারও এমনই হবে বলে আশাবাদী অনেকেই দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার পরিমাণ বৃদ্ধি করা হবে বলে বিভিন্ন মহলে কানাঘুঁষো চলছিল তবে এবারে সত্যি বাড়তে পারে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ,সূত্রের খবর লক্ষ্মীর ভান্ডারের টাকার পরিমান বৃদ্ধি করে ১৮০০ টাকা ২০০০ টাকা হতে পারে যদিও সরকারের তরফে এ বিষয়ে কোনো আপডেট জানানো হয়নি তবে ধারণা করা হচ্ছে ১২ ই ফেব্রুয়ারি বাজেটেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এ বিষয়ে নতুন কোন ঘোষণা দিতে পারে।
লক্ষ্মীর ভান্ডারে আরও ৩ লক্ষ
মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নানাবিধি প্রকল্পগুলি কন্যাশ্রী ,রূপশ্রী ,বয়স্ক ভাতা এগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বর্তমানে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে প্রায় ২ কোটি ১৫ লক্ষ্য মহিলা আর্থিক সহায়তা পাচ্ছেন এবং সদ্য মিটে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে আরো নতুন করে ৩ লক্ষ উপভোক্তা নাম নথিভুক্ত করিয়েছেন উল্লেখ্য তাদের সমস্ত আবেদনপত্র খতিয়ে দেখে ২৮ শে ফেব্রুয়ারি ২০২৫ এর মধ্যে অনুমোদন দেওয়ার কাজ সমাপ্ত করা হবে বলে খবর ফলে রীতিমতো এই সংখ্যাটা আরো বাড়বে বলে প্রশাসনিক মহলের দাবি ।
আরও পড়ুন –পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন করতে চায় তৃণমূল কংগ্রেস, নতুন কি নামে ডাকা হবে?