Krishak bondhu status: কৃষকবন্ধু প্রকল্পের সকল নাম নথিভুক্ত কৃষকেরা বর্তমানে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস অনলাইন পোর্টালে মাধ্যমে দেখতে পাচ্ছেন না? কি কারনে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন না? সূত্রের খবর অনলাইন পোর্টালের কিছু টেকনিক্যাল ইস্যু থাকার কারণে কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস দেখা যাচ্ছেনা । তবে চিন্তা নেই, এমন পরিস্থিতিতে হতাশ না হয়ে বিকল্প উপায়ে স্ট্যাটাস জানার পদ্ধতি জেনে নিন আজকে এই প্রতিবেদন থেকে ।
Krishak bondhu update 2025
রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলির মধ্যে একটি বিশেষ জনপ্রিয় প্রকল্প হলো কৃষকবন্ধু প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের কৃষকদের বছরের দুটি মৌসুমের শুরুতেই আর্থিক সহায়তা প্রদান করে একটি রবি মৌসুমের শুরুতে অন্যটি খরিফ মৌসুমের শুরুতে সাধারণত এই প্রকল্পের আওতায় জমির পরিমাণ হিসেবে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় সর্বনিম্ন একজন কৃষক ২০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০০০০ টাকা পর্যন্ত আর্থিক সুবিধা পেয়ে থাকেন ।
কৃষকবন্ধু ওয়েবসাইটে কি সমস্যা ?
Krishak bondhu status check problem
সম্প্রতি কিছুদিনধরে লক্ষ্য করা যাচ্ছে কৃষকবন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে স্ট্যাটাস দেখা যাচ্ছে না,যার ফলে উপভোক্তারা হতাশ হয়ে পড়ছেন অনেকেই দুয়ারে সরকার ক্যাম্পে কৃষকবন্ধু প্রকল্পে নতুন করে নাম নথিভুক্ত করিয়েছেন তাদের আবেদনগুলি অনুমোদন করা হয়েছে কিনা তাও বুঝতে পারছেন না ,সাধারণত কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আধার নাম্বার/ভোটার কার্ড নাম্বার/মোবাইল নম্বর/কৃষক বন্ধু আইডি / দিয়ে কৃষকদের স্ট্যাটাসের স্থিতি জানা যেত।
তাছাড়াও নতুন আবেদন করলে আবেদন গৃহীত করা হয়েছে কিনা আপনি টাকা পেয়েছেন কিনা সমস্তটাই দেখা যেত কিন্তু পোর্টালের সমস্যা থাকার দরণ এখন আর কৃষকেরা সেই সুবিধাটা পাচ্ছে না কাজেই মোবাইল থেকে কিভাবে খুব সহজে স্ট্যাটাস দেখবেন জানুন ।
কৃষক বন্ধু স্ট্যাটাস চেক কিভাবে করবেন? Krishak bondhu status check 2025
কৃষকবন্ধু প্রকল্পের স্ট্যাটাস জানার জন্য আপনার কৃষি দফতর বা ব্লক অফিসে সরাসরি যোগাযোগ করুন। আপনার ভোটার আইডি কার্ড এবং অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিন। সেখানে কর্তব্যরত আধিকারিকদের আপনার সমস্যা জানান এবং স্ট্যাটাস জানতে চান। তারাই আপনার স্টাটাসের বর্তমান স্থিতি জানিয়ে দেবে ।
তাছাড়াও আপনারা চাইলে নিজে থেকেই মোবাইলই কৃষক বন্ধু প্রকল্পের হেল্পলাইন নম্বর এর মাধ্যমে আপনার স্ট্যাটাস জানতে পারবেন এর জন্য আপনাকে WhatsApp No (98303 83383) টাইপ করতে হবে। এটি কৃষি বিভাগের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে আসার পর আপনাকে যেকোন একটি মেসেজ করতে হবে হাই হ্যালো লিখে এরপর আপনাদের সামনে দুটি অপশন চলে আসবে –
১)কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক ।
২)বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক ।
এর মধ্যে আপনাকে কৃষক বন্ধু প্রকল্প বিকল্পটি বেছে নিতে হবে । এরপর সেখানেই আপনাকে কিছু তথ্য দিতে হবে যেমন ভোটার কার্ড নম্বর /আধার কার্ড নম্বর/মোবাইল নম্বর /মাধ্যমে স্ট্যাটাস দেখে নিতে পারবেন ।
আরও পড়ুন – বাংলার বাড়ির টাকা মার্চেই Pwl দের ৩ হাজারের অধিক উপভোক্তা পাবে| Bangla awas yojana
কবে থেকে অনলাইনে স্ট্যাটাস দেখা যাবে ? How to check krishak bandhu status
উল্লেখ্য কৃষক বন্ধু প্রকল্পে যেকোনো একটি কিস্তির টাকা দেওয়ার পূর্বে কৃষকদের কৃষকবন্ধু প্রকল্পের beneficiary status আপডেট দেওয়া হয় এবং সেই স্ট্যাটাস সকল কৃষক কৃষকবন্ধু প্রকল্পের অনলাইন পোর্টাল থেকে খুব সহজেই দেখে নিতে পারেন । তবে, অনেক সময় অনলাইন পোর্টালে স্ট্যাটাস দেখতে সমস্যা হতে পারে ওয়েবসাইটের টেকনিক্যাল ইস্যু থাকার কারণে । এনিয়ে চিন্তিত হওয়ার কোন বিষয় নেই ,এটি স্থায়ী সমস্যা না দপ্তর সূত্রে খবর এটি সম্পূর্ণটাই একটি অস্থায়ী সমস্যা খুব শীঘ্রই কৃষকবন্ধু প্রকল্পের কৃষকেরা অনলাইন পোর্টালের মাধ্যমে তাদের স্ট্যাটাস দেখতে পারবেন ।
krishak bandhu official website:- Click here