Krishak Bandhu Payment: পশ্চিমবঙ্গ সরকারের কৃষকদের জন্য জনপ্রিয় প্রকল্প কৃষক বন্ধু নিয়ে এলো সুখবর ব্যাংক একাউন্টে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত ঢুকতে চলেছে। কৃষকদের সুবিধার্থে ২০১৯ সালে চালু করা মুখ্যমন্ত্রী মমতার(Mamata Banerjee) এই প্রকল্পে লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর উপকৃত হচ্ছে কৃষকদের সার, বীজ বা অন্যান্য কৃষিজ সামগ্রিক ক্রয় করতে অনেকটাই সহযোগিতা করছে কৃষক বন্ধু প্রকল্প।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে? Krishak Bandhu Payment Date
প্রতিবছর দুটি কিস্তিতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকার দিয়ে থাকে একটি খরীফ সিজনে আরেকটি রবি সিজনে। কৃষকদের ব্যাংক একাউন্টে ২০২৪ সালে খরিফ সিজনের টাকা ঢুকে গেছে এখন অপেক্ষায় রয়েছে রবি সিজনের টাকা পেতে। রবি সিজনে টাকা পাওয়ার আগে জেনে নিতে হবে কারা এই টাকা পাওয়ার জন্য যোগ্য।
কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন মাসে দেওয়া হয়? Krishak Bandhu next installment date 2024
- খরিফ সিজনের টাকা কৃষকদের ব্যাংক একাউন্টে পাঠানো হয় এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে।
- রবি সিজনের টাকা পাঠানো হয় অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে।
কি কি কারনে কৃষক বন্ধুর টাকা আটকে যায়? Krishak Bandhu Payment Update
Dbt মাধ্যমে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো হয় তবে সেটাকে এখনো পর্যন্ত পুরোপুরি চালু করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার সময় যে ব্যাংক একাউন্ট দেওয়া হয় সেই ব্যাংক একাউন্টে কৃষকেরা টাকা পায়। বেশ কয়েকটি কারণে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আটকে যায়-
- ব্যাংক একাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকলে।
- ব্যাংক একাউন্টে নামের সাথে আধার কার্ডের নামের মিল না থাকলে।
- ব্যাংক একাউন্টে Kyc আপডেট সময় মত না থাকলে।
- যে জমি দিয়ে কৃষক আবেদন করবে,সেই জমি বিক্রি করে দিলে সেই উপভোক্তা আর টাকা পাবে না।
কৃষক বন্ধুর টাকা কবে ঢুকবে? Krishak Bandhu Rabi Season Payment Date 2024
ইতিমধ্যে খরিফ সিজনের টাকা ব্যাংক একাউন্টে কৃষকদের চলে এসেছে, এখন রবি সিজনের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যেই কৃষকদের ব্যাঙ্কে ঢুকবে। বিগত বছরগুলোতে দেখা গেছে ডিসেম্বর মাসের মধ্যেই কৃষকদের ব্যাংকে এই টাকা পাঠানো হয়। তবে এবারও অনেকটাই সম্ভাবনা উঠে আসছে ডিসেম্বর মাসেই রবি সিজনের টাকা উপভোক্তাদের ব্যাংক একাউন্টে আসবে। অফিসিয়াল তারিখ পরবর্তীতে জানানো হবে যখনই অফিসিয়াল তারিখ চলে আসবে পরবর্তীতে কোন একটি প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে।
কৃষক বন্ধু থেকে কত টাকা পাবেন?
একটি সিজনে জমি হিসেবে ২০০০ টাকা থেকে ৫০০০ টাকা পর্যন্ত উপভোক্তারা পেয়ে থাকে। বছরে ন্যূনতম ৪০০০ টাকা ও সর্বোচ্চ ১০ হাজার টাকা উপভোক্তারা পেয়ে থাকে এই প্রকল্প থেকে।
আরো পড়ুন:- কৃষক বন্ধু প্রকল্পে কত জমিতে কত টাকা সহজ হিসেব দেখুন 👈
কৃষকবন্ধু প্রকল্প থেকে টাকা না পেলে কোথায় যোগাযোগ করবেন?
ব্লকের কৃষি দপ্তর অফিসে যোগাযোগ করতে পারেন কৃষকবন্ধু সংক্রান্ত যে কোন সহায়তার জন্য। কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে হেল্প লাইন নম্বর রয়েছে সেখানেও ফোন করে সমস্ত তথ্য পেতে পারেন। অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার পর হোমপেজের নিচেই হেল্পলাইন একটি সেকশন পাবেন সেখানে ক্লিক করলেই হেল্পলাইন নম্বরগুলো শো হবে। যা নিচে বর্ণিত-
সরাসরি যোগাযোগের নম্বর: 8336957370/ 6291720406 (Time: 10am – 6pm)
ইমেইল: krishak.bandhu@ingreens.in
Krishak Bandhu Website- Click Here এখানে হাত দিন👈