কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কবলে জলপাইগুড়ি ডিভিশনের কাছেই,গা শিউরে ওঠার মত ভিডিও ফুটেজ

Published By: Su Sangbad Desk | Published On:

Kanchanjunga express train accident : আবারো ট্রেন দুর্ঘটনা শিয়ালদা গামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ির ধাক্কায় বহু মানুষ আহত এবং নিহত। সরাসরি দেখুন ঘটনাস্থলের ছবি এবং বিস্তারিত। উত্তরবঙ্গে বিগত কয়েকদিন ধরে একনাগারে বৃষ্টি চলছে যার কারণে বিভিন্ন সময়ে দৃশ্যমানতা কমে যায়, রাস্তা থেকে শুরু করে রেললাইনে। আজ (17-ই জুন) সোমবার সকাল নাগাদ নিউ জলপাইগুড়ি জংশন ছেড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস পাড়ি দেয় শিয়ালদহের দিকে, নিউ জলপাইগুড়ি থেকে 20 থেকে 25 কিলোমিটার দূরেই ফাঁসিদেওয়ার(রাঙ্গাপানি) কাছেই দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। যাত্রীদের একাংশের মতে বিকট শব্দে ঝাঁকুনি শুরু হয় ট্রেনে, পিছনের প্রায় দুটি বগি একে অপরের উপরে উঠে যায়। পেছনদিক থেকে আসা এক মাল গাড়ি সজোরে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

আবারো বালেশ্বর ট্রেন দুর্ঘটনার মতো সাক্ষী রাখল ভারতীয় রেল, বাংলায় পুনরাবৃত্তি ঘটল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদার পথে যাত্রায় মাল গাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় জড়িত হলো । মালগাড়ির ধাক্কায় ট্রেনের পিছনে দুটি কামরা লাইন থেকে সরে উপরে উঠে যায়। মাল গাড়িটির  চালক সহ বেশ কিছু মানুষ ভয়াবহভাবে দুর্ঘটনার সাক্ষী হয়ে থাকছে এবং বহু মানুষ আহত বলে এই মুহূর্তে খবর । মৃত্যুর সংখ্যা ক্রমশই আরোও বাড়তে পারে বলে জানানো হচ্ছে। এখনো পর্যন্ত সূত্র মারফত যেটা জানা যাচ্ছে মালগাড়ির ড্রাইভার নিহত হয়েছে ঘটনাস্থলেই।

কিভাবে এই দুর্ঘটনা? 

এখনো পর্যন্ত ঘটনাস্থলের সূত্র মারফত জানা যাচ্ছে, সিগন্যালের সমস্যার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। যেহেতু একই লাইনে দুটি গাড়ি পরপর চলে আসে। আবারো জানা যাচ্ছে হয়তো বৃষ্টির দৃশ্যমান্যতার কারণেও ঘটতে পারে। তবে দায় কার, এখনো পর্যন্ত নিশ্চিত নয় রেল কর্তৃপক্ষ। সঠিক তদন্তের পরই আসল গাফিলতি বেরিয়ে আসবে। বারবার একই ঘটনার পুনরাবৃত্তি ঘটায় ভারতীয় রেল কর্তৃপক্ষ চিন্তিত।

Train accident – এ এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে?

পুলিশ কর্তৃপক্ষের তরফে পরিষ্কার জানানো হচ্ছে, মালগাড়িটি পিছন থেকে ধাক্কা মেরেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে। এই মুহূর্তের খবর অনুসারে 8 জন মৃত এবং আহতদের সংখ্যা 30 এখনো উদ্ধার কাজ জারি রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় NDRF কর্তৃপক্ষ পৌঁছে গেছে ঘটনাস্থলে তাছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা উদ্ধার কার্য চালাচ্ছে। উত্তরবঙ্গ মেডিকেল সহ পাশাপাশি হসপিটালে ডাক্তার সহ নার্সেরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।

আহত ও মৃত ব্যক্তিদের পরিবারকে সাহায্যের হাত বাড়ালো: 

রেলের তরফ থেকে ঘোষণা করা হয়েছে মৃতের পরিবার পিছু 10 লক্ষ টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী সাহায্যের ঘোষণা করেছেন 2 লক্ষ টাকা মৃতদের পরিবার পিছু এবং আহতরা পঞ্চাশ হাজার টাকা। তাছাড়াও রেলের তরফ থেকে জানানো হয়েছে গুরুতর জখম হলে 2 লক্ষ 50 হাজার টাকা এবং সামান্য আহতরা পাবেন 50 হাজার টাকা।

একে একে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি থেকে শুরু করে রাজ্যপাল, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, রেলমন্ত্রীও। বিকেল নাগাদ রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী ঘটনাস্থলে আসার খবর উঠে আসছে। ইতিমধ্যে রওনা দিয়েছে রেলমন্ত্রীও ঘটনাস্থলের উদ্দেশ্যে।

About Author