উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে দিনক্ষণ ঘোষণা করলো | HS Result 2025

Published By: Munna Hossain | Published On:

HS Result 2025: পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে ( WBCHSE ) ৩রা মার্চ শুরু হয়েছিল এ বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা যা ১৫ দিন ব্যাপী হয়েছে। ১৮ ই মার্চ শেষ হয়েছে এবারের পরীক্ষা। 

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

পরীক্ষা শেষের পরই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়ে দিলেন রেজাল্ট বা উচ্চমাধ্যমিকের ফলাফলের দিনক্ষণ। আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানবো কবে উচ্চমাধ্যমিকের রেজাল্ট বের হবে? তাছাড়াও কিভাবে রেজাল্ট চেক করবেন বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি পড়ুন।

WB HS Result Date 2025

পুরনো নিয়মে এবারে শেষ পরীক্ষা হয়ে গেল উচ্চ মাধ্যমিকের, ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার সিস্টেমে উচ্চ মাধ্যমিকে বছরে দু’বার পরীক্ষা হবে। গতবারের তুলনায় এ বছর প্রায় ২ লক্ষ ৮০ হাজার কম পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক দিয়েছে।

মাধ্যমিকের পর ছাত্র জীবনে বড় পরীক্ষা এই উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সদ্য শেষ হওয়া এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিয়ে উৎকণ্ঠায় রয়েছে ছাত্র-ছাত্রীরা। এরই মধ্যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) সভাপতি চিরঞ্জিব ভট্টাচার্য জানিয়ে দিলেন ২০২৫ সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে বের হবে। সাধারণত পরীক্ষা শেষের ৬০ থেকে ৭০ দিনের মাথায় পরীক্ষার রেজাল্ট বের হয়। 

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সভাপতি জানান, “এবছর মে মাসে বেরোবে উচ্চ মাধ্যমিকের ফলাফল, তবে নির্দিষ্ট সময় টা বলা খুব মুশকিল। মে মাসের দ্বিতীয় পর্যায়ে বেরোবে। মে মাসের মধ্যে অবশ্যই বেরিয়ে যাবে।”

তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির উত্তরে বোঝা যাচ্ছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাত উচ্চ মাধ্যমিকের ফলাফল বের হবে।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস নম্বর কত? HS Pass Marks

উচ্চ মাধ্যমিকে মোট একটি করে বিষয়ে ১০০ মধ্যে পরীক্ষা হয়ে থাকে, তবে সেখানে প্রাক্টিক্যাল বা প্রজেক্ট ও লিখিত পরীক্ষার মধ্যে ভাগ হয়ে থাকে। কোন কোন বিষয়ে ৩০ নম্বর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট এবং বাকি ৭০ নম্বর লিখিত। আবার কোন কোন বিষয়ে ২০ নম্বর প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বাকি ৮০ নম্বর লিখিত। অর্থাৎ একটি করে বিষয়ে মোট ১০০ নম্বরের মধ্যে পরীক্ষা দিতে হয় ছাত্র-ছাত্রীদের।

যে বিষয়গুলিতে ৩০ নম্বর প্রাকটিক্যাল বা প্রজেক্ট রয়েছে সে সকল বিষয় গুলিতে প্রাকটিক্যাল এবং প্রজেক্টে ৩০ নম্বরের মধ্যে ৩০ শতাংশ অর্থাৎ ৯ নম্বর পেতে হবে। এবং যে বিষয়গুলিতে ২০ নম্বর প্রজেক্টে সেই বিষয়গুলিতে ২০ মধ্যে ৬ পেতে হবে।

এরপর লিখিত যেসব বিষয়ে ৭০ নম্বরের মধ্যে হয়ে থাকে সেসব বিষয়ে ৭০ এর মধ্যে ৩০ শতাংশ অর্থাৎ ২১ নম্বর পেতে হবে। এবং ৮০ নম্বরের মধ্যে যেসব বিষয়ে লিখিত হয়ে থাকে সেইসব বিষয়ে লিখিত নম্বর ২৪ পেতে হবে।

অর্থাৎ উচ্চ মাধ্যমিকে একটি করে বিষয়ে পাশ নম্বর পেতে গেলে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট ও লিখিত সহকারে মোট ৩০ নম্বর পেতে হবে। প্রত্যেক বিষয়ের নম্বরের উপর ভিত্তি করেই উচ্চ মাধ্যমিকের গ্রেড হয়ে থাকে।

উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরোনোর আগে ছাত্রছাত্রীদের কি করা উচিত? WB HS Result Out Date 2025

জীবনের দ্বিতীয় বড় পরীক্ষা উচ্চ মাধ্যমিক দেওয়ার পর অনেকেই অনেক বিষয় নিয়ে জীবনে এগিয়ে চলে। তবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর ফলাফল বেরোনোর আগে যে সময়টুকু পাওয়া যায় সেই সময়ে বিভিন্ন প্রকারের কোর্স করে রাখা ভালো। যেমন- স্পোকেন ইংলিশ, সাংবাদিকতার কোর্স, কম্পিউটার কোর্স, বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা। কোন একটি বিষয়ে জ্ঞান অর্জন থাকলে আগামী দিনে কোন না কোন ক্ষেত্রে সেটি কাজে লাগবে।

আরো পড়ুন:- মাধ্যমিক রেজাল্ট কবে দেবে ২০২৫ কি জানালো পর্ষদ? Madhyamik result 2025

উচ্চ মাধ্যমিকের ফলাফলের গুরুত্ব? When did West Bengal HS result out

উচ্চ মাধ্যমিকের ফলাফলের গুরুত্ব ছাত্র ছাত্রীদের কাছে অপরিসীম। কারণ এই ফলাফল বা রেজাল্টের ভিত্তিতেই কলেজ জীবনে পছন্দের সাবজেক্ট বেছে নিতে পারবে। কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ বা বাণিজ্য বিভাগ যেই বিভাগেই উচ্চ মাধ্যমিক সম্পন্ন হোক না কেনো কিন্তু স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের নম্বরের গুরুত্ব অপরিহার্য। যদি কোন ছাত্র-ছাত্রী কম নম্বর পেয়ে পাশ করে সেক্ষেত্রে সেই ছাত্র-ছাত্রী তার পছন্দের কলেজ নাও পেতে পারে। তবে সেক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের চিন্তিত হওয়ার কোন কিছুই নেই বর্তমানে নতুন ভর্তি প্রক্রিয়ায় অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে।

কিভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে? How to check hs result 2025

উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে তারিখে প্রকাশিত হবে সেই দিন সাংবাদিক বৈঠক করে রাজ্যে ১ থেকে ১০ এর মধ্যে যেসব ছাত্র-ছাত্রী হবে নাম প্রকাশিত হবে। এরপর অনলাইন রেজাল্ট প্রকাশিত হবে। অনলাইন বেশ কয়েকটি ওয়েবসাইটের মাধ্যমে উচ্চ মাধ্যমিকের ফলাফল জানা যাবে।যেমন- ১) https://wbresults.nic.in বা ২) https://wbchse.wb.gov.in/ এই দুটো ওয়েবসাইট খুবই জনপ্রিয়।

যেকোনো একটি ওয়েবসাইটে গিয়ে উচ্চমাধ্যমিক রেজাল্ট সেকশনে গিয়ে ছাত্র-ছাত্রীর রোল নম্বর বসিয়ে দিলেই রেজাল্ট শো হয়ে যাবে।

উচ্চ মাধ্যমিক রেজাল্ট কবে? WB Higher Secondary Result Date 2025

উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE) সদ্য যেহেতু শেষ হলো, ফলাফল বেরোনোর জন্য ছাত্র-ছাত্রীদের ৬০ থেকে ৭০ দিন অপেক্ষা করতে হবে। তবে সংসদের সভাপতি জানিয়ে দিয়েছে মে মাসের দ্বিতীয় সপ্তাহ নাগাত এই ফলাফল বের হবে। নির্দিষ্ট তারিখ ঘোষণা হলে পরবর্তী প্রতিবেদনে জানানো হবে। সাধারণত মাধ্যমিকের ফলাফল বেরোনোর ১ থেকে ২ সপ্তাহের মধ্যে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়ে থাকে। 

WBCHSE Offcial Website:- Click Here এখানে হাত দিন👈

About Author
Munna Hossain

বিগত ৬ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত। প্রতিনিয়ত সাম্প্রতিক ঘটনা থেকে শুরু করে খেলাধুলার খবর নিজের আয়ত্তে রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) সর্বদাই রাখার চেষ্টায় অব্যাহত।