Holi weather update 2025: দোল হোলি মাটি করছে বৃষ্টি ! বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা

Published By: Su Sangbad Desk | Published On:

শীতের বিদায় নেওয়ার সময় চলে আসলো গ্রীষ্মের দাবদাহ কড়া নাড়ছে। চলিতি সপ্তাহে দক্ষিণ বঙ্গের আবহাওয়া তাপমাত্রা বেশ গরম থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের দোল মাটি করতে পারে বৃষ্টি, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বর্জ্যবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস ইতিমধ্যেই উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে । কাজেই চলুন আজ এই প্রতিবেদন থেকে দেখে নেওয়া যাক গোটা বাংলা তথা উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গের আবহাওয়ার চিত্র কেমন থাকছেন হোলিতে ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

আজ উত্তরবঙ্গের আবহাওয়া  (Today weather update)

উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ভূমিধসের আশঙ্কাও থাকছে বলে আলিপুর আবহাওয়াবিদরা জানিয়েছেন ।

আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া Weather forecast today

অন্যদিকে এই সপ্তায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোন আবহাওয়া সতর্কবার্তা দেওয়া হয়নি মোটামুটি আকাশ পরিষ্কার থাকবে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।

দোল হোলিতে কোথায় কেমন আবহাওয়া ( Holi weather update West Bengal)

১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এর মধ্যে ১৪ মার্চ, হোলির দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিস সূত্রে খবর ১৫ মার্চ পর্যন্ত উত্তরবঙ্গে টানা বৃষ্টি হতে পারে এবং এরপর আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ৩-৪ দিনে উত্তরবঙ্গের তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। বৃষ্টির সতর্কতা ১৩ থেকে ১৫ মার্চ পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৪ মার্চ হোলির দিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা বেশি। ১৫ মার্চ পর্যন্ত টানা বৃষ্টি হতে পারে । উল্লেখ্য আগামী তিন চার দিন পর উত্তরবঙ্গের আবহাওয়া খানিকটা বৃদ্ধি পাবে ।

About Author