Free Ration New Update: প্রতি সপ্তাহেই রেশন (Ration) দোকান থেকে চাল থেকে শুরু করে আটা, গম সামগ্রিক তোলার গ্রাহক নেহাত কম নয়। বহু পরিবার রয়েছে রেশন দোকানের চালের উপরই নির্ভরশীল। পুজোর মধ্যেই বড় ঘোষণা এলো সেই রেশন (Ration Card New Update) সামগ্রিক নিয়ে। আপনার কাছেও যদি রেশন কার্ড রয়েছে তাহলে আজকের এই খবরটি আপনার জন্য আনন্দদায়ক হতে যাচ্ছে। ২০২৮ সাল পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে (ফ্রি) রেশন দোকানের চাল পাবেন, কেন্দ্র সরকার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে এই সুবিধা থেকে বঞ্চিত হবেন একাধিক পরিবার, সমাজের উচ্চ বর্গের পরিবার গুলি এই সুবিধা থেকে বাদ পড়বে। সরকার শুধু চালই (Free Rice) বিনামূল্যে দেবে তা নয়, যাতে সেই চাল পুষ্টিযুক্ত হয়ে থাকে সেদিকেও নজর দিচ্ছে।
কেন্দ্রীয় সরকারের কি উদ্যোগ?
করোনা কাল থেকেই প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (PMGKY) চালু করেছিলেন কেন্দ্রীয় সরকার যাতে সম্পূর্ণ বিনামূল্যে চাল পেয়ে থাকে উপভোক্তারা। রেশন কার্ড ভিত্তিক চালের পরিমাণ কম এবং বেশি হয়ে থাকে। তবে কিছুদিন আগেই এই প্রকল্পের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল, পরবর্তীতে সেই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত কয়েকদিন আগে অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী জানান প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা (Pradnan Mantra Garib Kalyan Yojana) ২০২৪ সালের জুলাই থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এর মেয়াদ বাড়ানো হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে রেশন কার্ড ধারীরা এই প্রকল্প থেকে চাল রেশন দোকানের মাধ্যমে পাবে। তাছাড়াও তিনি ঘোষণা দিয়েছিলেন নরেন্দ্র মোদির সরকার (Narendra Modi) বিভিন্ন জনকল্যাণমূলক কাজে বিভিন্ন সময় নিয়োজিত থাকে এটাও তার ব্যতিক্রম নয়।
PMGKY তে বিশেষ ধরনের চাল দেবে কি তার বৈশিষ্ট্য?
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে চাল দেবে, সেই চাল হবে পুষ্টিযুক্ত। পুষ্টিকর উপাদানের সমৃদ্ধ ফোর্টিফাইড চাল (Fortified Rice) দেওয়া হবে রেশন দোকান থেকে। একটি সমীক্ষায় দেখা গেছে দেশের বহু মানুষ রক্তাল্পতা রোগে ভুগছে, এই চাল তা রোধ করতে অনেকটাই সক্ষম হবে। এই চাল মানব শরীরের মাইক্রোনিউট্রিয়েন্ট এর ঘাটতিও দূর করতে সাহায্য করে। আয়রনের ঘাটতির পাশাপাশি ভিটামিন বি ১২ ও ফলিক এসিডের ঘাটতিও মেটাবে এই চাল।
আরো পড়ুন:- পুজোর পরেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড়ো ঘোষণা হতে যাচ্ছে👈👈👈
দেশে এই বিশেষ চালের প্রয়োজনীয়তা কেন?
আমাদের দেশে ৬৫% মানুষই ভাতের উপর নির্ভরশীল। একটি সমীক্ষায় দেখা গেছে দেশে বহু মানুষ বিভিন্ন ভিটামিন ও শরীরের পুষ্টি জনিত সমস্যায় ভুগছে। কেন্দ্রীয় সরকার (Central Government) সেই সমস্যা রুখতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে। করোনা কাল থেকে যেহেতু এই ফ্রী রেশন দিয়ে আসছে, এটা যাতে অব্যাহত থাকে চলতি বছরের মার্চ মাসেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুষ্টিযুক্ত চাল রেশন দোকানে বিতরণের জন্য।
কারা কারা এই ফ্রি চালের সুবিধা পাবে? (Free Ration Benefits)
শুধুমাত্র কয়েকটি ক্যাটাগরির কার্ড ধারি ছাড়া সবাই এই সুবিধা পাবে। AAY, Sphh, Phh, Rksy 1, Rksy 2 সকলে এই ফ্রী চালের সুবিধা কমবেশি পাবে। রাজ্য সরকারের যে ফ্রি চাল রয়েছে, তার সাথে প্রতি মাসে কেন্দ্রীয় সরকারের এই চাল দেওয়া হয়। কেন্দ্র সরকারের এই সুবিধা (Free Ration) ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে ইতিমধ্যে।
আরো পড়ুন:-বাড়ির টাকা সবাই পাবেন, তবে বাড়ি পেতে দিতে হবে মুচলিকা সঙ্গে দিচ্ছে UDIN নম্বর👈👈👈