Durga Puja weather update : আজ শুক্রবার পুজোতে ভাসতে চলেছে এই কয়েকটি জেলা !

Published By: Su Sangbad Desk | Published On:

Weather update : আজ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টিতে ভাসতে চলেছে বেশ কয়েকটি জেলা । বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা আর এই দুর্গপুজোয় আবহাওয়ার ( Abohar khobor) অবদান অনেকটাই তাৎপর্যপূর্ণ এই দুর্গপুজো বাঙালি দের কাছে এটি একটি আবেগ, একটি সংস্কৃতি । পূজার সময় আকাশে মেঘ কালো হলে,বা বৃষ্টি হলে অথবা রোদ থাকলে, সব কিছুই বাঙালির মনে এক অন্য রকম প্রভাব ফেলে।
মূলত বৃষ্টি হলে পূজোর আনন্দ কিছুটা কমে যায়। মানুষের বাইরে বের হওয়া পুজোর মণ্ডপে ঘুরে ঘুরে মন্ডপ দর্শন সহ আনন্দের আবেগটা অনেকটাই কঠিন হয়ে পড়ে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

মূলত হাওয়া অফিস (Alipur weather update) থেকে বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত আপডেট পূজার সময় আবহাওয়ার পূর্বাভাস দেন আবহাওয়াবিদরা। দুর্গা পূজার আবহাওয়া বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবহাওয়া বাঙালির মন, সংস্কৃতি এবং অর্থনীতিতে প্রভাব ফেলে। আবহাওয়াবিদদের ভবিষ্যদ্বাণী, ঐতিহ্যবাহী বিশ্বাস এবং সামাজিক প্রভাব এই প্রসঙ্গে উল্লেখযোগ্য। তো চলুন এই আবহাওয়া সংক্রান্ত কিছু আপডেট জেনে নেওয়ার চেষ্টা করি ইতিমধ্যে আলিপুর হাওয়া অফিস থেকে আবহাওয়া সংক্রান্ত কি পূর্বাভাস দেওয়া হয়েছে এছাড়াও কি কি আপডেট প্রকাশিত করা হয়েছে । গোটা পশ্চিমবঙ্গে আগামী ২৪ ঘন্টায় আবহাওয়া কেমন থাকছে এবং আগামী ৫ দিনে আবহাওয়ার ধরন কি থাকতে পারে পশ্চিমবঙ্গে? বিস্তারিত জেনে নেই|

দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গসহ দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি একটা হেরফের হবে না । তবে আজ শুক্রবার দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগণা, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, মালদা এবং উত্তর চব্বিশ পরগণা কলকাতা । এই কয়েকটি জেলায় আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ( heavy rainfall) এবং এই কয়েকটি জেলায় হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে ইতিমধ্যে হাওয়া অফিস সূত্রে খবর । তাছাড়াও আগামীকাল শনিবার কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা মেঘলা আকাশ এবং কোথাও কোথাও ২৫ শতাংশ হারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়াবিদরা (weather)জানিয়ে দিয়েছেন।

আরও পড়ুন ;- পুজোর মুখেই বড় ঘোষণা ২০২৮ সাল পর্যন্ত ফ্রি রেশনের সাথে বিশেষ চাল দেবে

আজ উত্তরবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টি?

আজ শুক্রবার উত্তরবঙ্গের পাহাড়ি তিন জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে । যেখানে ২৬ থেকে ৫০ শতাংশ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এমনটাই হাওয়া অফিস থেকে পাওয়া আপডেট মোতাবেক জানা যাচ্ছে তাছাড়াও কোচবিহার, জলপাইগুড়ি, এ দুটি জেলাতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আজ রয়েছে।
তবে আগামী ১২ তারিখ শনিবার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এই তিনটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হলেও কোচবিহার জলপাইগুড়ি এই দুটি জেলায় কোনো রকম বৃষ্টিপাতের পূর্বভাস দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে

About Author