জিও থেকে ৩ মাস ফ্রি ইন্টারনেট পাবেন – দ্রুত আবেদন করুন অনলাইনে

Published By: Su Sangbad Desk | Published On:

Jio free recharge : সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে যে, জিও তাদের গ্রাহকদের ৩ মাসের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিচ্ছে। জিও দীপাবলিতে গ্রাহকদের সুবিধার্থে এই অফার নিয়ে এসেছে।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

এই সুবিধা পাবে জিও ফাইবার অথবা জিও এয়ার ফাইবারের গ্রাহকেরা। সাথে থাকছে ওটিটি সাবস্ক্রিপশন ও বিনামূল্যে ফোন কলের সুবিধা। এবার এই দীপাবলীর নতুন অফারে ব্যবহারকারীরা পাবেন ৩ মাসের জন্য সম্পন্ন বিনামূল্যে ইন্টারনেট অর্থাৎ ফ্রি ইন্টারনেট।

৩ মাসের জিও ফ্রি ইন্টারনেট পাওয়ার জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন? তাছাড়াও কি কি সুবিধা পাচ্ছেন বিস্তারিত জেনে নিচ্ছি আজকে এই প্রতিবেদনের মাধ্যমে। 

দীপাবলি বা কালীপুজোর অফারে কি থাকছে? (Jio free recharge)

  1. জিওতে তিন মাসের জন্য আনলিমিটেড ডেটা।
  2. ফ্রি ফোন কল পাবেন।
  3. ৮০০র বেশি টিভি চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে।
  4. ১০০০ জিবি অতিরিক্ত ডেটা যার বৈধতা থাকবে ৯০ দিনের জন্য। 
  5. Disney+Hotstar, জিও সিনেমা, সনি লাইভ এর মতো ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি সাবস্ক্রিপশন।
  6. ৩০ এমবিপিএস গতিতে ইন্টারনেট ব্যবহার। 

উপরে বর্ণিত মূল প্ল্যানের দাম থাকছে ২২২২ টাকা। শুধুমাত্র জিও এয়ার ফাইবার ব্যবহারকারীদের জন্য ফ্রিতে ইনস্টলেশন সুবিধা থাকছে। এয়ার ফাইবার বসানোর চার্জ ১০০০ টাকা মুকুব হবে।

১০০ এমবিপিএসের(MBPS) প্ল্যান যা ৩,৩৩৩ টাকা এবং ৪,৪৪৪ টাকা বিস্তারিত নিম্নে

তিন মাসের আনলিমিটেড ডেটা
ফ্রি ফোন কল ফ্রি ১৩+ ওটিটি অ্যাপস
৪৪৪৪ টাকার প্ল্যান ২০০ জিবি অতিরিক্ত ডেটা। 
৩৩৩৩ টাকার প্ল্যান ১৫০ জিবি অতিরিক্ত ডেটা।

 

জিও মোবাইল প্লানগুলির বৈশিষ্ট্য:-

জিও মোবাইল ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় তিনটি প্ল্যান এনেছে। তাছাড়াও ৫জি আনলিমিটেডের সুবিধা থাকছে ৪জি প্ল্যানেও ন্যূনতম রিচার্জে।

৯৯৯ টাকার জিও প্ল্যান: 2gb ডেটা প্রতিদিন, ৯৮ দিনের মেয়াদ, আনলিমিটেড কল ও ফ্রি এসএমএস।

৭৪৯ টাকার জিও প্ল্যান: 2gb ডেটা প্রতিদিন, ৭২ দিনের মেয়াদ, আনলিমিটেড কল ও ১০০ টি ফ্রি এসএমএস।

৮৫৯ টাকার জিও প্ল্যান: 2gb ডেটা প্রতিদিন, ৮৪ দিনের মেয়াদ, আনলিমিটেড কল ও প্রতিদিন ১০০ এসএমএস ফ্রি।

উপরে বর্ণিত তিনটি রিচার্জ প্ল্যানেই আনলিমিটেড ৫জি সুবিধা থাকছে। তাছাড়াও জিও টিভি, জিও সিনেমা, জিও ক্লাউড অ্যাপসগুলোর প্রিমিয়াম সুবিধা গুলো থাকবে।

জিও 4g রিচার্জ প্ল্যানে কিভাবে 5g প্ল্যান এক্টিভ করবেন?

৫১ টাকা রিচার্জ প্ল্যানে ৫জি আনলিমিটেড ডেটা সুবিধা পাবেন চলতি পূর্বের ৪জি প্ল্যানের সাথে।

৩ মাসের ফ্রি জিও এয়ার ফাইবার রিচার্জ প্ল্যানের সুবিধা কিভাবে নেবেন? (Jio 3 Month Free Recharge Offer Online Apply)

  • জিও অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে সেখান থেকে এয়ার ফাইবার অপশন সিলেক্ট করবেন।
  • “Dilwali Dhamaka 1 Year JioAirFiber Free” অপশনটিতে ক্লিক করবেন।
  • সেখানে মোবাইল নম্বর, নাম, পিন কোড বসিয়ে দিয়ে ক্লেম অফার করলেই অফারটি কালেক্ট হয়ে যাবে।

পরবর্তীতে বিস্তারিত জানার জন্য জিও হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। দীপাবলি বা কালীপুজোর সময় রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য একাধিক অফার ঘোষণা করছে যা গ্রাহকদের বিনোদন ও ইন্টারনেটকে আরো গতিময় করে তুলবে।

Jio Free Internet Offer:- Click here

আরো পড়ুন :বাড়ি বানাতে ১ লক্ষ ২০ হাজার টাকা দিচ্ছে সরকার ! আবেদন শুরু দেখুন

আরো পড়ুন :সুখবর! দেড় লক্ষ রাজ্যবাসীকে ১০০০ টাকা করে প্রতি মাসে দেবে রাজ্য সরকার যুক্ত করছে পুজার পরেই

About Author