Data entry job 2024: ডেটা এন্ট্রি পদে আবেদন চলছে কেন্দ্রীয় সংস্থা ডিআইসি নিয়োগ করছে দেখুন বিস্তারিত

Published By: Mamun Rasid Hoque | Published On:

Data entry job 2024: দীর্ঘ অপেক্ষায় রয়েছেন কবে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তাহলে আপনার অপেক্ষার অবসান ঘটলো‌ কেননা, কেন্দ্র সরকারের নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রসঙ্গত ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন থেকে নতুন করে চাকরিতে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কোন কোন পদে নিয়োগ করা হবে। ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশন এর তরফে বিজ্ঞপ্তিতে কি কি জানানো হয়েছে। আবেদন কিভাবে করবেন? শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে? বয়স সীমা কি রাখা হয়েছে? এছাড়াও মাসিক বেতন কত টাকা? বিস্তারিত আজকে এই প্রতিবেদনের মাধ্যমে জানতে পারবেন।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

উল্লেখ্য ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের (DIC) তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে ‘ডাটা এন্ট্রি’ পদে (DATA ENTRY) নিয়োগ করা হবে। তবে আবেদন করার আগে অবশ্যই আবেদনের শর্তাবলী দেখে নেবেন এবং সম্পূর্ণ আবেদন পদ্ধতি এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমেই জানতে পারবেন।

Digital India corporation (ডিআইসি) ডেটা এন্ট্রি অপারেটর সহ বিভিন্ন পদের জন্য চাকরির সুযোগ ঘোষণা করেছে। এখানে আবেদন করতে হবে অনলাইন।

1)শিক্ষাগত যোগ্যতা:- যেকোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক পাশ থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারেন। সঙ্গে ডেটা এন্ট্রি পদের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন বিগত 1+ বছরের তাহলে আবেদন করতে পারবেন।

2) বয়সের সময়সীমা:- আগ্রহী প্রার্থীদের ডেটা এন্ট্রি পদে আবেদন করার ক্ষেত্রে সর্বোচ্চ বয়স হতে হবে 58 বছর বয়সের মধ্যে।

3) আবেদন প্রক্রিয়া:- ডেটা এন্ট্রি পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে DIC-র ওয়েবসাইটে যান এবং ‘নোটিফিকেশন’ এবং ‘ওপেনিংস’ বিভাগে ক্লিক করুন। আবেদনপত্রটি অ্যাক্সেস করতে প্রাসঙ্গিক লিঙ্কে ক্লিক করুন। প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং আপনার আবেদন জমা দিন।

4) গুরুত্বপূর্ণ তারিখ:- আবেদন প্রক্রিয়াটি 14/08/2024 তারিখের মধ্যে সম্পূর্ণ করতে হবে অনলাইন। আরো বিশদে জানতে অবশ্যই অফিশিয়াল নোটিফিকেশনটি একবার দেখে নিবেন।

👉আরো পড়ুন: ফের নতুন জেলার বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা পদে আবেদন চলছে👈

5) কাজের বিবরণ:- ডেটা এন্ট্রি অপারেটর পদটি একটি চুক্তিভিত্তিক পদ এবং বেতন প্রার্থীর যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে দেওয়া হয়ে থাকে। সর্বশেষ আপডেটের জন্য অফিসিয়াল ওয়েবসাইটটিতে নজর রাখুন।

Digital India Corporation Data Entry Operator Job 2024 Notification: Download

Digital India Corporation DEO Job Online Apply Link 2024: Click

About Author
Mamun Rasid Hoque

বিগত ৩ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন কাজের সাথে কর্মরত। সাম্প্রতিক খবর ও বিভিন্ন তথ্য হাতের মুঠোয় রাখতে অভ্যস্ত। রাজ্য সরকার ও কেন্দ্র সরকারের সমস্ত রকম আপডেট (চাকরি/স্কলারশিপ/প্রকল্প ইত্যাদি) নখদর্পনে রাখার চেষ্টায় অব্যাহত।