College Admission: অবশেষে শিক্ষার্থীদের জন্য সুখবর দীর্ঘ দেড় মাস পরে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। ৮ মে উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হয়েছিল, তাছাড়াও অন্যান্য বোর্ডের ও ইতিমধ্যে রেজাল্ট প্রকাশিত করা হয়েছে উচ্চমাধ্যমিকের। এবারের ভর্তি প্রক্রিয়া নিয়ে শিক্ষক থেকে শুরু করে শিক্ষার্থী মহল চিন্তিত ছিল। উচ্চ মাধ্যমিক পাশ করে শিক্ষার্থীরা স্নাতক স্তরে (graduate) ভর্তির জন্য অপেক্ষায় রয়েছে, তবে এবারে ভর্তি প্রক্রিয়া কেন্দ্রীয়ভাবে হতে যাচ্ছে (West Bengal College Admission 2024)। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, “আমার মনে হচ্ছে মঙ্গল থেকে বুধবারের মধ্যে পোর্টাল চালু হতে পারে, আমার (ব্রাত্য বসু) সঙ্গে মুখ্যমন্ত্রীর এ নিয়ে আলোচনা শেষ, এখন শুধুমাত্র মুখ্যমন্ত্রীর থেকে সবুজ সংকেত মিললেই পোর্টাল চালু হয়ে যাবে”। শিক্ষা মন্ত্রীর কথা অনুযায়ী এবারে কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া চলবে। যেখানে শিক্ষার্থী মহল থেকে শুরু করে সকলেই উপকৃত হবে। 2022 সালেই এই ভর্তি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছিল, কিছু কারণে তা থমকে যায়। তবে এবারে পুরোপুরি এই অভিন্ন 1 টি পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালু করলে দুর্নীতি ঠেকানো যাবে যেখানে হয়রানির শিকার অনেক শিক্ষার্থী হয়ে থাকে সেটা এড়ানো যাবে।
College From Fill Up 2024 কবে শুরু হবে?
সূত্র মারফত জানা যাচ্ছে, College Form fill up 2024 শুরু হচ্ছে আগামী সপ্তাহের শুরুতেই। কেন্দ্রীয়ভাবে এবারে প্রথম রাজ্যে এই ভর্তি প্রক্রিয়া। কেন্দ্রীয়ভাবে অভিন্ন এক পোর্টালেই এই ভর্তি প্রক্রিয়া চালু থাকবে। এক ছাতার তলায় সব কলেজ থাকবে যেখানে শিক্ষার্থীরা অনেকটাই লাভবান হবে।
এই পোর্টালের বা ভর্তি প্রক্রিয়ার সুবিধা কি?
এই অভিন্ন এক পোর্টালে বা কেন্দ্রীয় পোর্টালে ভর্তি প্রক্রিয়া চালালে শিক্ষার্থীরা অনেকটাই উপকৃত হবে। একটি পোর্টালেই ২৫টির বেশি কলেজে আবেদন করতে পারবে। মেরিট লিস্টও আসবে একই পোর্টালে, যেখানে কলেজ কর্তৃপক্ষের হাত থাকবে না। যদি কোন শিক্ষার্থী এক কলেজে ভর্তি হয় পরবর্তীতে অন্য কলেজে নাম এলে, সেই নাম পরিবর্তন করে অন্য কলেজে যেতে পারবে। তবে প্রথম যে কলেজে পেমেন্ট করবে সেই পেমেন্টটাই ট্রান্সফার হবে অন্য কলেজে। এক কথায় শিক্ষার্থীদের অন্যত্র ছোটাছুটি করতে হবে না।
শিক্ষার্থী নিজেরাই অনলাইন আবেদন করতে পারবে কি?
শিক্ষার্থী নিজেরাই এই ফর্ম পূরণ করতে পারবে। তবে যেহেতু এবারে নতুন এই প্রক্রিয়া চালু হচ্ছে, সূত্র মারফত জানা যাচ্ছে প্রত্যেক কলেজে হেল্প ডেস্ক থাকবে। যদি কোন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যায় সেখানে গিয়ে তারা জানাতে পারবে।
আবেদন করার সময় কোন ভুল হলে কিভাবে ঠিক করবে?
আবেদন করার সময় কোন ধরনের ভুল হলে, শিক্ষার্থীকে হেল্প লাইন নম্বরে যোগাযোগ করতে হবে। তাছাড়াও ভুল সংশোধনের জন্য হেল্পডেস্ক আলাদা থাকতে পারে। এবং এ বিষয়ে কলেজ চত্বরে সচেতনতামূলক ব্যানার স্টাডি লাগানো থাকবে।
কবে আবেদন শুরু হবে?
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কথামতো, সমস্ত কিছুই তৈরি রয়েছে শুধুমাত্র মুখ্যমন্ত্রী সবুজ সংকেত পেলেই আগামী মঙ্গল থেকে বুধবারের মধ্যেই পোর্টাল চালু হয়ে যাবে। তবে তার আগে সাংবাদিক বৈঠক করে সম্পূর্ণ বিষয়টি জনসাধারণকে জানিয়ে দেয়া হবে কিভাবে এই পোর্টাল কাজ করবে, তাছাড়াও কিভাবে শিক্ষার্থীরা এখানে আবেদন করবে।