Civic Volunteer: রাজ্য সরকারের উদ্যোগে সিভিক ভলেন্টিয়ার (village civic volunteer) নিয়োগ হয়েছিল। সিভিক ভলেন্টিয়ার ভাই ও বোনেরা নিজেদের কাজের তুলনায় যৎসামান্য সাম্মানিক পেয়ে আসছে। দীর্ঘদিনের দাবি ছিল যা বেতন পায়, তা বাড়ানো হোক। বিরোধী পক্ষ এ বিষয়ে সোচ্চার হয়েছিল বিভিন্ন সময়ে। ভোট পর্বে বিভিন্ন দল এ নিয়ে সোচ্চার হয়েছিল। তাছাড়াও বিভিন্ন সময়ে সিভিক ভলেন্টিয়ার ভাই-বোনেদের তরফ থেকেও এই দাবি ছিল যাতে তাদের মাসিক সাম্মানিক বাড়ানো হয়। এর আগে গত বছর মার্চ মাসে রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স এর বেতন বৃদ্ধি করা হয়েছিল। তবে এবারে সিভিক ভলেন্টিয়ার্স (ভিলেজ) পুলিশের বেতন বৃদ্ধি করল রাজ্য সরকার দৈনিক ৩৪ টাকা হিসেবে বেড়ে গেলো বেতনের খাতায়। এখন থেকে প্রতিমাসে 1 হাজার টাকা বেশি পাবেন।
এতদিন তারা কত টাকা করে বেতন পেতেন?
ভিলেজ পুলিশ ভলেন্টিয়ারদের এতদিন দৈনিক 344 টাকা করে ভাতা দেওয়া হত, এখন থেকে সেটা 378 টাকা করা হয়েছে। হিসেব করলে মাস শেষে প্রায় 10 হাজার 300 মত পেতো এখন থেকে তার সাথে 1000 টাকা বেড়ে গেল। সর্বমোট তারা 11 হাজার টাকার মতো সাম্মানিক প্রতি মাসে পাবে।
সিভিক ভলেন্টিয়ার (ভিলেজ) তাদের মতামত কি?
সিভিক ভলেন্টিয়ার (ভিলেজ) ভাই ও বোনেদের অনেকেরই বক্তব্য এতে তারা অনেকটাই খুশি। তবে যাতে তাদের বোনাস বৃদ্ধি থেকে শুরু করে বাকি কিছু সুবিধা রাজ্য সরকার দেয় তাহলে তাদের অনেকটাই সুবিধা হবে।
কাদের এই বেতন বৃদ্ধি হবেনা?
এই বেতন বৃদ্ধি শুধুমাত্র গ্রামাঞ্চলে যে সিভিক ভলেন্টিয়ার ভাই ও বোনেরা কাজ করে ভিলেজ পুলিশ হিসেবে তারাই পাবে। কবে থেকে এই টাকা তারা পাবে, সে বিষয়ে রাজ্য সরকার খুব শীঘ্রই জানিয়ে দেবে। মূলত সব সিভিক ভলেন্টিয়ার ভাই ও বোনেদের এই বেতন বৃদ্ধি হচ্ছে না।
এই বছরের ফেব্রুয়ারি মাসেই এই বেতন বৃদ্ধি নিয়ে বাজেটে পেশ করা হয়। রাজ্য পুলিশ ও কলকাতা পুলিশের এর আগেই বৃদ্ধি হয়েছে বেতন। চলতি বছরে বোনাসও বৃদ্ধি করা হয়েছে আগে 2 হাজার টাকা পেত এখন থেকে সেটা 5300 টাকা করা হয়েছে, এই বোনাসটি পুজোর সময় দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে আগেই জানিয়েছিলেন এই বেতন বৃদ্ধি নিয়ে এবং রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, ওনি জানিয়েছেন বেতন বৃদ্ধির জন্য 180 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।