Awas Yojana:বাংলার বাড়ি প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা উপভোক্তাদের একাউন্টে পাঠানোর আগে ফের একবার যাচাইয়ের সিদ্ধান্ত নিল রাজ্য । সূত্রের খবর এই কারণে সকলেই একসঙ্গে টাকা পাচ্ছে না যার ফলে উপভোক্তাদের একাউন্টে টাকা পেতে সময় লাগছে জানানো হয়েছে আবাস প্রকল্পের টাকা পাঠানো হবে দফায় দফায় । ইতিমধ্যেই বাংলার বাড়ি প্রকল্পের প্রায়ই উপভোক্তার একাউন্টে টাকা ঢুকে গিয়েছে বাকি থাকা উপভোক্তাদের একাউন্টেও টাকা ক্রেডিট করানোর কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে । যারা এখনো টাকা পাননি তারা কবে টাকা পাবেন জানুন আজকে এই প্রতিবেদন থেকে।
১৭ ই ডিসেম্বর ২০২৪ আনুষ্ঠানিকভাবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় প্রথম কিস্তির ৬০ হাজার টাকা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিলিজ করে দিয়েছেন। সেই দিন থেকে নিয়ে এখনও আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানোর কাজ জোর কদমে চলছে। এরই মধ্যে রাজ্যের তরফে নতুন নির্দেশিকা পাঠানো হলো জেলায় জেলায় টাকা পাঠানোর আগে ফের একবার ক্রস চেকিংর করতে হবে এবং চেকিংয়ের পরও যদি কোন ‘অযোগ্য’ উপভোক্তার হাতে কোনভাবেই টাকা পৌঁছে যায় তাহলে তৎক্ষণাৎ টাকা ফেরত এর নির্দেশও ইতিমধ্যেই সরকারের তরফে দেওয়া হয়েছে । কেননা দীর্ঘদিন ধরে কেন্দ্র সরকার আবাসের খাতে টাকা আটকে রেখেছে যার মূল কারণ তুলে ধরা হয়েছিল আবাসের টাকা অযোগ্যরা অনিয়মভাবে নিয়েছে। তাই রাজ্যের সরকার আগে থেকে তৎপরাদ কোনোভাবেই যাতে আবাসে অনিয়মের ছোঁয়া না লাগে সেই দিকে রাজ্যের নির্দেশ । এতে ভবিষ্যতে কেন্দ্র প্রকল্পের টাকা দিলে রাজ্যের হিসেব দাখিল করতেও সুবিধা হবে।
আবাসের টাকা দফায় দফায় পাঠানো হচ্ছে(Bangla Awas Yojana payment)
আবাস প্রকল্পের প্রথম পর্বে অনুমোদিত ১১ লক্ষ উপভোক্তাকে টাকা দেয়া হচ্ছে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন কারণে ক্ষতিগ্রস্ত এমন ১ লক্ষ্য উপভোক্তাকে টাকা দেওয়া হচ্ছে কিন্তু সকলেই একসঙ্গে টাকা পাচ্ছে না টাকা পাঠানো হচ্ছে দফায় দফায় সূত্রের খবর সম্পূর্ণরূপে টাকা পাঠানোর কাজ জারি থাকলেও সকল উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা পাঠানো শেষ করতে আরও কিছুটা দিন সময় লাগবে কেননা একাধিক যাচাই-বাছাই এর পর উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন-বাংলার বাড়ি আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা
বাংলার বাড়ির টাকা জেলাভিত্তিক বরাদ্দ পর পাঠাচ্ছে জেলাশাসকদের দায়িত্বে নবান্ন । যাচাইের পরে বিডিও উপভোক্তাদের মাস্টার রোল
তৈরি করে পাঠাচ্ছেন জেলা পরিষদে এরপর সেখানেও যাচাইয়ের পরে তালিকা অনুমোদন পেলে তা যাচ্ছে ট্রেজারিতে। সেখানে জেলাশাসকের ছাড়পত্র নিয়ে টাকা পৌঁছাচ্ছে উপভোক্তার ব্যাঙ্ক অংকাউন্টে কাজেই যারা টাকা পানি কিন্তু যোগ্যতালিকায় নাম রয়েছে তারা অপেক্ষা করবেন তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা আসবে ইতিমধ্যেই টাকা দেওয়ার কাজ সম্পূর্ণরূপে জারি রয়েছে।