Bangla Awas Yojana : সবকিছু ঠিক থাকলে রাজ্যের কোষাগড় থেকে টাকা ব্যয় করে রাজ্য সরকার বাংলার দরিদ্র মানুষের বাড়ি নির্মাণের প্রথম ধাপের ৬০ হাজার টাকা দেওয়ার কাজ শুরু করবে । হাতে মাত্র আর ৩ দিন এরপরই শুরু হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পের পর্যালোচনার কাজ(banglar Bari survey)অর্থাৎ ২১ শে অক্টোবর থেকে শুরু হচ্ছে পর্যালোচনার কাজ যা চলবে ৩০ অক্টোবর পর্যন্ত টানা ১০ দিন চলবে এই সার্ভে বা পর্যালোচনার কাজ । রাজ্যের করা বার্তা আবাস প্রকল্পে বাড়ি প্রাপকদের তালিকা তৈরি করতে হবে একেবারে স্বচ্ছ এবং নির্ভুল তালিকা(banglar Awas list 2024)তাই সেই উদ্দেশ্যেই একেবারে একটি পৃথক অ্যাপ তৈরি করা হয়েছে যার মাধ্যমে Geo Teg করা হবে উপভোক্তাদের বাড়ি বাড়ি গিয়ে এবং ১০০% ত্রুটি মুক্ত তালিকার তৈরীর কাজ করতে নানাবিধি পদক্ষেপ গ্রহণ করছে সরকারি আধিকারিকেরা সেই অ্যাপের মাধ্যমে সরকারী অধিকেরা কিভাবে সার্ভে করবে এ বিষয়ে নিম্নে আলোচনা করা হলো ।
জানা যাচ্ছে ৩ জনের একটি করে টিম তৈরি করে সরকারি আধিকারিকেরা জায়গায় জায়গায় ভিজিট করে সার্ভের প্রক্রিয়া সম্পূর্ণ করবে।
উল্লেখ্য গত ২০২২ সালের পড়ে থাকা ওয়েটিং লিস্টের সঙ্গে এ বছরে বন্যা বা অন্যান্য কারণে যাদের বাড়ি নষ্ট হয়ে গিয়েছে বা অনেকেই অভিযোগ করেছেন ত্রুটিমুক্ত কিছু কারণের জন্য আপনাদের নাম লিস্টে ওঠেনি এরকম উপভোক্তদের বাড়ি বাড়ি গিয়ে যাচাই পর্ব চালানো হবে ১০ দফা শর্তের মাধ্যমে(banglar Bari survey criteria)পৃথক সেই অ্যাপ এই দেওয়া থাকবে মোট ১০ থেকে ১১ খানা প্রশ্ন সেই প্রশ্ন ধরে ধরে যাচাই করবে আধিকারিকেরা । উপভোক্তাদের বাড়িতে গিয়ে সেই প্রশ্নের উত্তর উপবাক্তাদের হ্যাঁ বা নাতে উত্তর দিতে হবে, সরকারি আধিকারিকদের সঠিক উত্তর দিলেই মিলবে বাড়ি কি সেই ১০ প্রশ্ন এক নজরে ।
সার্ভের মোট ১১ দফা শর্ত কি কি?
1) উপভোক্তার ৩ বা ৪ চাকার গাড়ি থাকা চলবেনা যেমন অটো বা অন্যান্য ৪ চাকার গাড়ি। |
2) উপভোক্তার ৩ বা ৪ চাকা বিশিষ্ট কোন কৃষিজ যন্ত্রপাতি থাকাও চলবে না। যেমন পাওয়ার টিলার, ট্রাক্টর। |
3) উপভোক্তার পরিবারে কেউ সরকারি কর্মচারী হয়ে থাকলে চলবে না। |
4) উপভোক্তা সরকারি নিবন্ধিত অকৃষিজাত ব্যবসায়ী প্রতিষ্ঠান থাকলে চলবে না। |
5) উপভোক্তার পরিবারে কারো ১৫০০০ টাকার উপরে মাসিক আয় হওয়া চলবে না ,১৫০০০ টাকার কম হতে হবে। |
6) উপভোক্তার ইনকাম ট্যাক্স প্রদান করা চলবে না । ইনকাম ট্যাক্স প্রদান করলে সুবিধা পাবেন না। |
7) উপভোক্তার মাসিক ১৫ হাজার টাকার উপর প্রফেশনাল ট্যাক্স এর আওতায় থাকা চলবে না। |
8) উপভোক্তার নিজের নামে ২.৫ একর এর বেশি জমি থাকা চলবে না। |
9) উপভোক্তা নিজের নামে ৫ একর অকৃষিজ জমি থাকলে চলবে না। |
10) উপভোক্তা ইতিপূর্বে কোন সরকারি প্রকল্প থেকে বাড়ি পেয়ে থাকলে তাকে আর সুবিধা দেওয়া হবে না। |
১১) উপভোক্তার পরিবারে পাকা ঘর অথবা পাকা ছাদ থাকলে নতুন বাড়ীর সুবিধা পাবে না। |
আরও পড়ুন: এইমাত্র ৩% ডিএ বৃদ্ধি করে সরকারি কর্মীদের দীপাবলীর বোনাস দিলেন সরকার।
আরও পড়ুন: বাংলার আবাস যোজনা সার্ভের জন্য চালু হলো অ্যাপ।
মোট ১১ লক্ষ উপভোক্তার ব্যাংক একাউন্টে টাকা পাওয়ার কথা ছিল বাংলার আবাস যোজনা প্রকল্পে থেকে এখনো পর্যন্ত সেই টাকা ঢোকেনি ফলে রীতিমত বঞ্চিত হয়ে রয়েছে এ বাংলার ১১ লক্ষ ফাইনাল লিস্টে থাকা উপভোক্তারা । কেন্দ্র সরকার কথা দিয়েছিলেন ২০২২ সালে আবস যোজনার প্রকল্পে যে ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছিল সেই তালিকা ধরে টাকা দেওয়ার কথা ছিল কিন্তু সেই টাকা আসেনি বলে অভিযোগ রাজ্যের । উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিগত কিছুদিন আগে লোকসভা নির্বাচনের আগে একাধিক সভামঞ্চ থেকে বক্তৃতা দেওয়ার সময় জানিয়ে দিয়েছেন বাংলার আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের টাকা যদি কেন্দ্রে সরকার না দেয় তাহলে বাংলার কোষাগড় থেকে সেই টাকা ব্যয় করে ১১ লক্ষ্য উপভোক্তার সঙ্গে যাদের যাদের বাড়ি এখনো পর্যন্ত হয়নি সেই সমস্ত উপবক্তাকে সঠিকভাবে চিহ্নিত করার পর একেবারে ১০০ শতাংশ ত্রুটিমুক্ত তালিকা তৈরি করে বাংলার বাড়ি প্রকল্পের(Bangla Awas Yojana)আওতায় বাড়ি নির্মাণের প্রথম ধাপের 60 হাজার টাকা ২০ ডিসেম্বর নাগাদ দেওয়া হবে ।