ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি ব্যাংক একাউন্টে পাবেন কিনা এখনই মোবাইল থেকে চেক করুন

Published By: Su Sangbad Desk | Published On:

Bangla shasya bima status check :রাজ্যের কৃষক ভাইদের পাশে থাকতে সর্বদাই দেখা গিয়েছে রাজ্যের সরকারকে মূলত রাজ্য সরকারের তরফে রাজ্যের কৃষকদের বিভিন্ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তা দেওয়া হয়। এর মধ্যে বিশেষ একটি উল্লেখযোগ্য প্রকল্প হচ্ছে বাংলা শস্য বীমা প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষক ভাইদের ফসলের ক্ষতিপূরণ দিয়ে থাকে পশ্চিমবঙ্গ সরকার ।

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

ফসলের ক্ষতিপূরণের টাকা কবে ঢুকবে?

সম্প্রতি ঘূর্ণিঝড় ডানার প্রভাবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বহু ধানের জমি নষ্ট হয়ে গিয়েছে অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে ফলে রীতিমত কৃষক ভাইদের মাথায় হাত পড়ে গিয়েছে যার জেরে অনেক কৃষকেরাই ফসলের ক্ষতিপূরণের টাকা পাওয়ার আশায় বাংলা শস্য বীমা প্রকল্পে নাম নথিভুক্ত করিয়েছেন কেননা বাংলা শস্য বীমা প্রকল্প রাজ্য সরকারের একটি সুরক্ষা কবচ প্রকল্প যে প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের ফসলের যদি ক্ষতি হয়ে থাকে প্রাকৃতিক দুর্যোগে তাহলে সেই নির্দিষ্ট ফসল চিহ্নিত করার পর সেই কৃষককে ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় । নবান্ন সূত্রে খবর যারা ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন বাংলার শস্য বীমা প্রকল্পে তাদের প্রত্যেকের ব্যাঙ্ক একাউন্টে খুব শীঘ্রই ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে ।

কোন কোন জায়গায় ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে ?

উল্লেখ্য পশ্চিমবঙ্গের সমস্ত জায়গার কৃষকেরা বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন । তবে প্রকৃতপক্ষে যে সমস্ত এলাকায় প্রাকৃতিক দুর্যোগে কারণে ফসলের ক্ষতি হয়ে থাকে সেই সমস্ত এলাকার কৃষকেরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন ।

Bangla shasya bima status check

ফসলের ক্ষতিপূরণের টাকা পাবেন কিনা চেক করুন ?

আপনি নিজের মোবাইলেই বাংলা শস্য বীমা প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইট থেকে শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন । বিস্তারিত পদ্ধতি

১) স্ট্যাটাস চেক করার জন্য এখানে হাত দিন-Click here 👈

2) এরপর farmer ID বিকল্পটি বেছে নিন

bsb
bsb

 

৩)এখন যে কৃষকের স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন সেই কৃষকের ভোটার আইডি নম্বরটি বসায় দিন এরপর ক্যাপচার কোড সম্পূর্ণ করে সার্চ অপশনের উপর ক্লিক করে নিন এরপর নিচে দেখতে পারবেন নির্দিষ্ট উপভোক্তার বাংলা শস্য বীমা প্রকল্পের স্ট্যাটাস সম্পূর্ণরূপে অন হয়ে আসবে ।

BSB status
BSB status

কারা টাকা পাবেন স্টাটাসে কিভাবে বুঝবেন ?

স্টেটাসটি সম্পূর্ণ অন করে নেওয়ার পর claim details ঘরটি খুঁজে দেখবেন এবং তার ওপর ক্লিক করে নেবেন । যদি claim details ঘরে নির্দিষ্ট টাকার পরিমান দেখায় তাহলে সেই টাকা খুব শীঘ্রই আপনি ব্যাংক একাউন্টে পাবেন ।

claim details ঘরে যদি Claim Not Reported Yet এই লেখাটি দেখায় তাহলে বুঝে নিবেন আপনি বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা পাওয়ার যোগ্য নন । আপনার ব্যাংকে ফসলের ক্ষতিপূরণের টাকা ঢুকবে না |

আরও পড়ুন – বাড়লো লক্ষ্মীর ভাণ্ডার! বেশি টাকা পাবে কারা নতুন ঘোষনা ডিসেম্বরেই

About Author