Crop Insurance: ঘূর্ণিঝড় দানার প্রভাবে ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষতিপূরণ দিচ্ছে সরকার বাড়লো সময়সীমা

Published By: Su Sangbad Desk | Published On:

BSB form fill up: ঘূর্ণিঝড় দানার প্রভাবে টানা কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস আবহাওয়াবিদদের তবে এই টানা কয়েকদিন বৃষ্টির ফলে ক্ষতির মুখে রাজ্যের কৃষক ভাইরা, ইতিমধ্যে ফসল কাটার মৌসুমও চলে এসেছে আর তার মুখে চরম বিপদের সঙ্গে লড়াই করছে কৃষকেরা । জানা যাচ্ছে ক্ষতিগ্রস্ত কৃষকদের ফসলের ক্ষতিপূরণ দিবে সরকার (crop insurance West Bengal) তবে কারা এবং কিভাবে পাবে সেই ক্ষতিপূরনের টাকা, আপনি কি পাবেন ফসলের ক্ষতিপূরণের টাকা দেখে নিন বিস্তারিত এই প্রতিবেদনের মাধ্যমে।

WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

 

উল্লেখ্য বুধবার কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় একটি সাংবাদিক বৈঠক করেন তিনি স্পষ্ট জানিয়ে দেন প্রাকৃতিক দুর্যোগে বা অন্যান্য কোনো কারণে রাজ্যের কৃষকেরা ক্ষতিগ্রস্ত হলে সেই সমস্ত কৃষকদের বাংলা শস্য বীমা (west bengal crop insurance) প্রকল্পের আওতায় এনে তাদের ক্ষতিপূরণ দেওয়া হয় তাই কেউ হতাশ হবেন না যাদের ফসলের ক্ষতি হবে প্রত্যেককেই ফসলের ক্ষতিপূরণ বাংলা শস্য বীমা(Bangla shasya bima)প্রকল্পের আওতায় পাবেন।

 

জানা যাচ্ছে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় এই দিন আরও জানান টানা কয়েকদিন বৃষ্টির ফলে জমিতে জল জমে যেতে পারে যার ফলে ফসল নষ্ট হতে পারে । কেননা বর্তমান প্রায় ধান কাটার সময় এসে গিয়েছে আর এই সময়ে যদি জমিতে জল জমে থাকে তাহলে ধানের অনেকটা ক্ষতি হবে ,তাই নিকাশি ব্যবস্থা সচল রাখতে কৃষকদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

কৃষিদপ্তর সূত্রে খবর গোটা রাজ্যে মোট ৪২ লাখ হেক্টর জমিতে ধান চাষ হয়েছে যার মধ্যে মোটামুটি ৯৭% ধান কাটার কাজ শেষ হয়ে গিয়েছে।তবে কিছু কিছু অঞ্চলে এখনো পর্যন্ত ধান কাঁচা রয়েছে সেইসমস্ত জায়গায় বৃষ্টির ফলে জমিতে জল জমে গেলে সমস্যার মুখে পড়তে হবে কৃষকদের তাই আগাম সতর্কতা অবলম্বন করার নির্দেশ নবান্নের।

 

সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা দিয়েছেন ঘূর্ণিঝড় দানার প্রভাবে যেসমস্ত জমির ধান নষ্ট হয়ে গিয়েছে, তারা প্রত্যেকেই বাংলা শস্য বীমা (Bangla shasya bima) প্রকল্পের আওতায় ফসলের ক্ষতিপূরণ পাবেন তাই কেউ চিন্তিত হবেন না এবং এখন যেসব জমির ধানগুলি ঠিকঠাক রয়েছে তারওপর নজরদারি রাখার চেষ্টা চালানোর অনুরোধ জানাচ্ছেন, তবে বাংলার শস্য বীমা প্রকল্পের আওতায় টাকা পেতে হলে আপনাদের মধ্যে যাদের ফসলের ক্ষতি হয়েছে তাদের প্রত্যেককে বাংলা শস্য বীমা ( bangla shasya bima form fill up)প্রকল্পে ‌নাম নথিভুক্ত থাকতে হবে তবেই আপনারা ফসলের ক্ষতিপূরণের টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন যতখানি ফসল নষ্ট হয়েছে তার ওপর ভিত্তি করে ক্ষতিপূরণ মিলবে।

বাংলা শস্য বীমার আবেদনের সময়সীমা বাড়ল? (Bangla Sasya Bima form fill up)

পূর্বে বাংলা শস্য বীমায় আবেদনের মেয়াদ ছিল ৩১ অক্টোবর ইতিমধ্যে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে জানানো হয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত কৃষকেরা বাংলা শস্য বীমতে আবেদন করতে পারবে সম্পূর্ণ বিনামূল্যে।

আরো পড়ুন: বাংলা শস্য বীমাতে আবেদন শুরু ফর্ম ডাউনলোড করুন, কিভাবে ফর্ম ফিলাপ করবেন দেখুন বিস্তারিত

আরো পড়ুন:- Bangla Shasya Bima Form Fill Up & Form Download

About Author