Bangla sahayata kendra new Job vacancy 2025 : রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য আরও একবার সুবর্ণ সুযোগ, ইতিমধ্যেই বাংলা সহায়তা কেন্দ্রে (BSK) আরও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । রাজ্যের সরকারের বাংলা সহায়তা কেন্দ্রের মূল উদ্দেশ্য হল রাজ্যের নাগরিকদের সরকারি পরিষেবা গুলি সহজে উপলব্ধ করা এবং তাদের সহায়তা প্রদান করা।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে গোটা রাজ্য জুড়ে এই পর্যন্ত ৩৫৬১ টি বাংলা সহায়তা কেন্দ্র প্রতিষ্ঠা হয়েছে । সাধারণত বাংলা সহায়তা কেন্দ্র গুলি রাজ্যের বিভিন্ন দপ্তরে বর্তমানে অবস্থিত ।
WEST BENGAL BSK RECRUITMENT 2025
সম্প্রতি রাজ্যে সরকার (পশ্চিমবঙ্গ) পার্সোনাল ও অ্যাডমিনিস্ট্রেটিভ রেফারেন্স ডিপার্টমেন্ট ,থেকে বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । কাজেই চলুন আজ এই প্রতিবেদন থেকে জেনে নেই ইতিমধ্যেই বাংলা সহায়তা কেন্দ্রে জন্য কারা কারা আবেদন করতে পারবেন । নিয়োগ প্রক্রিয়া কি রয়েছে, আবেদনের লাস্ট তারিখ কবে, এই পদের জন্য বেতন কি থাকছে,কিভাবে আবেদন করবেন বিস্তারিত ।
ইতিমধ্যে প্রকাশিত নোটিশে জানানো হয়েছে বাংলা সহায়তা কেন্দ্রে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট প্রার্থী নিয়োগ করা হচ্ছে এক বছরের চুক্তি ভিত্তিক ভাবে । তবে বিশেষ ভাবে মনে রাখবেন এখানে কাজের দক্ষতা এবং পারফরম্যান্স এর উপর ভিত্তি করে কাজের সময় সীমা বৃদ্ধি হতে পারে ।
পদের নাম :
ইতিমধ্যেই জারি হওয়ার নোটিশ মোতাবেক জানানো হয়েছে । বাংলা সহায়তা কেন্দ্রে সিনিয়র সফটওয়্যার পার্সোনাল (Senior software personal) পদের জন্য নিয়োগ করা হচ্ছে ,ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন।
বয়সের সময় সীমা:
বাংলা সহায়তা কেন্দ্রে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর থেকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সের মধ্যে হতে হবে । ছাড়াও বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদের জন্য বিভিন্ন বয়সের সময় সীমা হয়ে থাকে । এই পদের জন্য আবেদনকারীকে সর্বোচ্চ ৫৫ বছর বয়সের মধ্যে হতে হবে তবেই আবেদনকারীকে যোগ্য প্রার্থী হিসেবে ধরা হবে ।
আরও পড়ুন- নবান্ন স্কলারশিপ ২০২৫ আবেদন শুরু ! মুখ্যমন্ত্রী ১০০০০ টাকা করে দিচ্ছে ঝটপট আবেদন পদ্ধতি জানুন
How to apply Bsk 2025
শিক্ষাগত যোগ্যতা ও আবেদন প্রক্রিয়া :
এই পদের জন্য আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা হিসাবে থাকতে হবে MCA (মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন )B.Tech (ব্যাচেলার অফ টেকনোলজি) M.Tech ( মাস্টার অফ টেকনোলজি) ডিগ্রি অর্জন করতে হবে যে কোন সরকারি স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে । তাছাড়াও NET, MSSQL Server, PLSQL, JavaScript, PHP, MYSQL কাজের দক্ষতা থাকতে হবে তবেই আবেদনকারী কে যোগ্য বলে ধরা হবে । সকল যোগ্য ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে এই পদের জন্য আবেদন করতে পারবেন । ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আবেদনের লাস্ট ডেট ২০ তারিখ ।
ইচ্ছুক প্রার্থীরা অনলাইনে https://www.bskpmurecruitment.com/ এই ওয়েবসাইট থেকে আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে পারবেন । অবশ্যই আবেদনের পূর্বে অফিসিয়াল নোটিফিকেশন দেখে জেনে বুঝে আবেদন করবেন ।
Official notification:- Click here