সার্ভে বন্ধ হলো ৬ জেলায় মিলবেনা টাকা বাংলা আবাস যোজনার! Bangla awas yojana

Published By: Su Sangbad Desk | Published On:

পূর্ব ঘোষণা মতোই চলতি মাসের ২১ তারিখ থেকে আবাস যোজনার সার্ভের কাজ শুরু হওয়ার কথা ছিল প্রায় সর্বত্রই তা শুরু হয়েছে। কিন্তু ৬ জেলায় আবাস যোজনার সার্ভে বা সমীক্ষার কাজ বন্ধ হল। (মুখ্যমন্ত্রী মমতা ঘোষণা করেছেন ‘বাংলা আবাস যোজনা’যেহেতু পুরো বাড়ি বানানোর টাকা রাজ্য সরকার দিচ্ছে)

WhatsApp Group Join Now
Telegram Channel Join Now

পশ্চিমবঙ্গের শক্তিশালী বিরোধী দল ভারতীয় জনতা পার্টি (BJP) নির্বাচন কমিশনারকে, চিঠি দিয়েছিল যে জেলাগুলিতে অথবা যে অঞ্চলে উপনির্বাচন নভেম্বর মাসের ১৩ তারিখে অনুষ্ঠিত হবে সেই সব জেলাতে যাতে বাংলা আবাস যোজনার সার্ভের কাজ বন্ধ থাকে। কারণ ইতিমধ্যে সেই সব জেলাতে নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে।

মঙ্গলবার উপনির্বাচনের কারণে নির্বাচন কমিশন সেইসব বিধানসভা এলাকায় আবাস যোজনা সার্ভের কাজ বন্ধ করে দিল। নির্বাচন বেরিয়ে গেলেই সেইসব অঞ্চলে ফের পুনরায় রাজ্য সরকার বাংলা আবাস যোজনার সার্ভের(Bangla awas Yojana survey) কাজ করবে।

কোন কোন জেলায় বাংলা আবাস যোজনার সমীক্ষা বন্ধ হল? (Bangla awas yojana new update)

৪ জেলার সর্বত্র ও ২ জেলার তিন বিধানসভা এলাকায় বন্ধ থাকবে এই সমীক্ষার কাজ। এটা পুনরায় করা হবে ভোটপর্ব বেরোলেই। যেসব জেলায় সার্ভে বন্ধ থাকবে তা নিচে উল্লেখ করা হলো।

  1. কোচবিহার জেলা।
  2. আলিপুরদুয়ার জেলা।
  3. বাঁকুড়া জেলা।
  4. পশ্চিম মেদিনীপুর জেলা।
  5. জলপাইগুড়ি জেলা। (আংশিক যে বিধানসভায় ভোট হবে)
  6. উত্তর 24 পরগনা। (আংশিক যে বিধানসভায় ভোট হবে)

কি কারনে সার্ভে বন্ধ উল্লেখিত জেলা গুলিতে? 

১৩ ই নভেম্বর রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আলিপুরদুয়ারের মাদারিহাট এই বিধানসভার কিছু অঞ্চল জলপাইগুড়িতে অন্তর্ভুক্ত রয়েছে, কোচবিহারের সিতাই, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি বিধানসভা, পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর বিধানসভা এবং বাঁকুড়ার তালডাংরা বিধানসভায় উপনির্বাচন হবে। লোকসভা ভোট থেকে অনেক প্রার্থী নির্বাচিত হয়েছে যার ফলে সেই পদ গুলি এখন খালি, সেই সব অঞ্চলে এখন উপনির্বাচন হবে ১৩ই নভেম্বর এবং ভোট গণনা ২৩ শে নভেম্বর। যেহেতু নির্বাচন আচরণবিধি লাগু হয়েছে এই সব বিধানসভা অঞ্চলে সেই কারণেই এখন কোন ধরনের প্রকল্প, সরকারি অনুদান কোন কিছুর কাজ করতে পারবে না কোন সরকার। ভোট পর্ব মিটলেই এই বিধানসভা গুলিতে বাংলা আবাস যোজনা সার্ভের কাছে জারি হবে।

আবাস যোজনা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের ভূমিকা (Awas yojana update west bengal)

২০২২ সালে Awas plus সমীক্ষায় পশ্চিমবঙ্গের প্রায় ১১ লক্ষ উপভোক্তার নাম ফাইনাল লিস্টে উঠেছিল। পরবর্তীতে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়ার কথা ছিল, সেই বছরের ডিসেম্বর মাসে তবে আর সেই টাকা দেওয়া হয়নি। কারণ এ নিয়ে রাজ্য ও কেন্দ্রের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। কেন্দ্র সরকার অভিযোগ করেছিল রাজ্য সরকার গত আবাস যোজনা গুলিতে দুর্নীতি করেছে কিন্তু রাজ্য সরকার অভিযোগ উড়িয়ে দিয়েছিল। এ নিয়ে অনেক জল গড়িয়েছে রাজ্য সরকার বারংবার কেন্দ্র সরকারকে চিঠি দিয়েছে,কেন্দ্র সরকারও সেই চিঠির পাল্টা উত্তর দিয়ে আসছে। যার ফলে ১১ লক্ষ উপভোক্তা এখনো পর্যন্ত টাকা পায়নি তবে মুখ্যমন্ত্রী মমতা এবারের বাজেটে ঘোষণা করেছেন যদি কেন্দ্র সরকার সেই টাকা না দেয় সেক্ষেত্রে রাজ্য সরকার বাড়ি বানানোর ১ লক্ষ ২০ হাজার টাকা, ক্ষেত্র বিশেষে যা ১ লক্ষ ৩০ হাজার টাকা দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ১১ লক্ষ উপভোক্তাকে ফের যাচাই করে বাড়ি বানানোর টাকা দেবে চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে, ইতিমধ্যে গোটা রাজ্যজুড়ে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা এই প্রকল্পের নাম দিয়েছে ‘বাংলা আবাস যোজনা’।

আরো পড়ুন:- বাংলা আবাস যোজনা ২০২৪ এর ফাইনাল লিস্ট দেখুন কারা ঘরের টাকা পাবে

বাংলা আবাস যোজনা সার্ভে কত তারিখ পর্যন্ত হবে? Bangla Awas Yojana Survey List 2024

২১ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত রাজ্যজুড়ে এই সমীক্ষার কাজ চলবে। যেসব অঞ্চলে অথবা জেলায় বিধানসভার উপনির্বাচন হচ্ছে সেই সব অঞ্চলে ভোট পর্ব মিটলেই সমীক্ষা হবে।

বাংলা আবাস যোজনার প্রথম কিস্তি কত তারিখ ব্যাংকে ঢুকবে? (Bangla awas yojana payment)

চলতি বছরের ২০ ডিসেম্বরের মধ্যে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে সরাসরি প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ঢুকবে। পরবর্তীতে ধাপে ধাপে ৪০ হাজার ও ২০ হাজার করে আবারো তিনটি কিস্তিতে বাড়ি বানানোর সম্পূর্ণ ১ লক্ষ ২০ হাজার ও ১ লক্ষ ৩০ হাজার টাকা আসবে।

কারা কারা আবাস যোজনা টাকা পাবে সার্ভের লিস্ট কিভাবে দেখবেন? (Bangla awas yojana list 2024)

মোট তিন শ্রেণীর উপভোক্তার বাড়ি সার্ভে হবে। প্রাকৃতিক কারণে যাদের বাড়ি ভেঙে গিয়েছিল, সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে বাড়ি পাওয়ার জন্য আবেদন করলে এবং ২০২২-২৩ সালে কেন্দ্রীয় সমীক্ষার তালিকায় যাদের নাম রয়েছে।

২০২২-২৩ সালের কেন্দ্রীয় সমীক্ষার তালিকা দেখুন –

  1. প্রথমেই এই লিংকে ক্লিক করুন – এখানে হাত দিন👈👈 
  2. এরপর রাজ্য, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েতের নাম, ২০২২-২৩ অর্থবর্ষ শেষে প্রধানমন্ত্রী আবাস যোজনা অপশনটি নির্বাচন করে ক্যাপচার কোডে যোগফল বা বিয়োগফল থাকলে সেটি পূরণ করে সাবমিটে ক্লিক করবেন।
  3.  নিচে ডাউনলোড পিডিএফ এর একটি অপশন পাবেন সেখানে ক্লিক করে সম্পূর্ণ লিস্ট দেখুন।
  4. নাম খোঁজার জন্য উপরে সার্চ আইকন পাবেন সেখানে ক্লিক করে নাম দিয়ে সার্চ করলেই উপভোক্তার নাম থাকলে সেখানে হলুদ রঙ দিয়ে হাইলাইট হবে।

আরো পড়ুন:-বাংলা আবাস যোজনা ফর্ম ফিলাপ | Bangla Awas Yojana form Pdf download 2024

আরো পড়ুন:-বাংলা আবাস যোজনার নতুন লিস্ট ২০২৪ | Bangla Awas Yojana List 2024

আরো পড়ুন:-শুরু বাংলা আবাস যোজনার কাজ সার্ভের মোট ১১ দফা শর্ত।

About Author