Banglar bari: আজকে থেকে শুরু হয়ে গেল বাংলার বাড়ি তথা বাংলা আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের ব্যাংক একাউন্টে প্রথম ধাপের ৬০ হাজার টাকা ঢোকার কাজ । ইতিমধ্যে কোন কোন উপভোক্তার ব্যাংক একাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ব্যাংক একাউন্টে দেওয়া হচ্ছে আপনি আবাস প্রকল্পের টাকা পাবেন কিনা জেনে নিন আজকে এই প্রতিবেদনের মাধ্যমে কি জানানো হয়েছে ।
Bangla awas yojana 1st installment
উল্লেখ্য উঠে আসা খবর মোতাবেক আবাস প্রকল্পের অধীনে রাজ্যের নিজস্ব অর্থপঞ্জি থেকে বাংলার ১২ লক্ষ গরিব মানুষের মাথার উপর পাকা ছাদ করে দেওয়ার জন্য রাজ্য সরকার আজকে থেকে টাকা রিলিজ করে দিলেন প্রায় ছাড়ে ৬৫৬৩ কোটি টাকা ১৭ই ডিসেম্বর মঙ্গলবার বেলা ৪:৪৫ ঘটিকায় আনুষ্ঠানিকভাবে আবাস প্রকল্পের ৬৫৬৩ কোটি ৩৯ লক্ষ ৪০ হাজার টাকা ট্রেজারি থেকে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে পাঠানোর শুভসূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়নির্মাণের ।
কারা বাংলার বাড়ির টাকা পাবেন ?( Bangla awas yojna payment release)
বাংলা আবাস যোজনা প্রকল্পের অধীনে যাদের যোগ্য অনুমোদন লিস্টে নাম ছিল তাদের ইতিমধ্যে আবাস প্রকল্পের অধীনে প্রথম ধাপের ৬০ হাজার টাকা ব্যাংক একাউন্টে ক্রেডিট হওয়া শুরু হয়ে গেল । এরপর সেই নির্দিষ্ট উপভোক্তা বাড়ি বানানোর টাকা ব্যাংক একাউন্টে পাওয়ার পর বাড়ি নির্মাণের কাজ শুরু করার জন্য প্রশাসনের তরফে নির্দেশ দেওয়া হয়েছে ।
কোন কোন জেলায় আজকে থেকে টাকা দেওয়া হচ্ছে ?
সূত্র মারফত খবর আবাস প্রকল্পের টাকার ট্রেজারি থেকে রিলিজ করে দেওয়া হয়েছে, কোন জেলাভিত্তিক টাকা দেওয়া হচ্ছেনা ধাপে ধাপে এই টাকা দেওয়া হবে । বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর মোতাবিক যে জেলায় যেমন কাজ হয়েছে তার ওপর ভিত্তি করে উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা পাঠানো হচ্ছে অর্থাৎ কোন কোন জেলায় এখনো পর্যন্ত আবাস প্রকল্পের কাজ বাকি রয়েছে সেই সমস্ত জায়গায় উপভোক্তাদের ব্যাংক একাউন্টে টাকা আসতে একটু সময় লাগতে পারে তবে ৩০ শে ডিসেম্বরের মধ্যে রাজ্যের ১২ লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে আবাস প্রকল্পের অধীনে প্রথম ধাপের ৬০ হাজার টাকা ক্রেডিট হওয়া সম্পূর্ণ হবে বলে খবর।
আরও পড়ুন-ফসলের ক্ষতিপূরণের টাকা আপনি ব্যাংক একাউন্টে পাবেন কিনা এখনই মোবাইল থেকে চেক করুন