Bangla Awas Yojana:১৫ ই ডিসেম্বর থেকে বাড়ি বানানোর জন্য বাংলার বাড়ি প্রকল্পের আওতায় রাজ্যের ১২ লক্ষ যোগ্য উপভোক্তার ব্যাংক একাউন্টে সরাসরি নবান্ন থেকে টাকা ক্রেডিট করানো হবে ইতিমধ্যে রাজ্যের তরফে বাংলা আবাস প্রকল্পের খাতে মোট সাড়ে ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে খবর । প্রশাসন সূত্রে খবর বাংলার আবাস প্রকল্পের যোগ্য উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি টাকা দিতে রাজ্যের খরচ হবে ৭২০০ কোটি টাকা যা একপ্রকার রেকর্ড গড়তে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য কেননা কোন রাজ্য সরকার একসঙ্গে আবাস প্রকল্পের খাতে এত টাকা ব্যয় করেনি পশ্চিমবঙ্গই প্রথম বলে জানানো হয়েছে ।
বাড়ির টাকা পেতে একটি কাজ করতে হবে
বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যে সমস্ত উপভোক্তার ব্যাংক একাউন্টে বাড়ি বানানোর টাকা দেওয়া হবে সেই উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাংক একাউন্টে পাওয়ার আগে অবশ্যই একটি কাজ করতে হবে কি সেই কাজ আজকে এই প্রতিবেদন থেকে জেনে নিন । উল্লেখ্য বাংলা আবাস প্রকল্পে যারা ১৫ ই ডিসেম্বরের থেকে বাড়ির টাকা ব্যাঙ্ক একাউন্টে পেতে চলেছেন সেইসকল উপভোক্তাকে দিতে হবে ডিজিটাল মুচলেকা যা ভয়েস রেকর্ড করে রাখা হবে অর্থাৎ সেলফ ডিক্লারেশন দিতে হবে সেই সমস্ত উপভোক্তাদের ।
সেলফ ডিক্লারেশন/ ডিজিটাল মুচলেকা কি?
প্রশাসন সূত্রে জানা গিয়েছে সংশ্লিষ্ট উপভোক্তা আবাস প্রকল্পে বাড়ি নির্মাণ করার জন্য প্রথম কিস্তির ৬০০০০ টাকা পাচ্ছেন সেই উপভোক্তাকে ভয়েস রেকর্ড এর মাধ্যমে বয়ান দিতে হবে বাড়ি নির্মাণ করার জন্য যে টাকা সরকারের তরফে দেওয়া হচ্ছে সেই টাকা পেতে তাকে কোথাও গিয়ে কোনো টাকা দিতে হয়নি । যে টাকা রাজ্য সরকারের তরফে বাড়ি বানানোর জন্য দেওয়া হচ্ছে সেই টাকা তিনি নিজের ব্যাংক একাউন্টে পেয়েছেন এবং সেটা বাড়ি নির্মাণের কাজেই তিনি ব্যয় করবেন ,তাছাড়াও এই ডিজিটাল মুচলেকা নেওয়ার পিছনে আরও বেশ কিছু কারণ রয়েছে যেমন সেই নির্দিষ্ট উপভোক্তাকে দিয়ে তার নিজের ব্যাংক একাউন্ট যাচাই করুন সঙ্গে জানানো হয়েছে যদি সেই উপভোক্তা মুচলেকার বয়ানের সঙ্গে একমত হতে না পারে যদি তার কোন অভিযোগ থেকে থাকে সেটা তৎক্ষণাৎ জানানোর ব্যবস্থা থাকতেছে টোল ফ্রি নম্বর এর মাধ্যমে ।
Bangla Awas Yojana list 2024
ইতিমধ্যে বাংলা আবাস প্রকল্পের খসড়া তালিকা প্রত্যেকটি ডিস্ট্রিক্ট ভিত্তিক দেওয়া হয়েছে । সেই লিস্ট নিয়ে কারো কোন অভিযোগ থাকলে ৩ ডিসেম্বরের মধ্যে ব্লক অফিসে লিখিত অভিযোগ জানাতে হবে । এরপরই প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা চূড়ান্ত তালিকায় যে সমস্ত উপভক্তর নাম থাকবে তারাই একমাত্র বাড়ি নির্মাণের জন্য প্রথম কিস্তি ৬০ হাজার টাকা ১৫ ডিসেম্বর থেকে ব্যাংক একাউন্টে পেতে শুরু করবে। তবে টাকা পাওয়ার আগে বেশ কিছু কার্যকলাপ এখনো বাকি রয়েছে তার , গ্রামসভা ডেকে অনুমোদন, ব্লক লেবেল কমিটি অনুমোদন, জেলাস্তর কমিটি অনুমোদন।