Bangla awas yojana: ডিসেম্বরে শুরু হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার কাজ, প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। Pwl বা পার্মানেন্ট ওয়েটিং লিস্ট এর উপভোক্তারা এখনো পর্যন্ত টাকা পায়নি তবে তাদের জন্য সুখবর মার্চ মাসের মধ্যেই সাড়ে তিন হাজার উপভোক্তা টাকা পাবে।
বাংলার বাড়ি প্রকল্পের কেন হঠাৎ করে টাকা দেওয়ার সিদ্ধান্ত?
মোট ২৮ লক্ষ উপভোক্তাকে টাকা দেবে রাজ্য সরকার কিন্তু প্রথম ধাপে ১২ লক্ষ উপভোক্তা টাকা পাচ্ছে। প্রথম কিস্তির টাকা ইতিমধ্যে ব্যাংকের একাউন্টে পৌঁছে গিয়েছে প্রায় সকলের তবে কিছু উপভোক্তার এখনো পর্যন্ত টাকা পাঠানো সম্ভব হয়নি। তাদের পরিবর্তেই pwl থেকে টাকা দেবে রাজ্য সরকার।
কি কারণে টাকা দেওয়া সম্ভব হয়নি কিছু সংখ্যক উপভোক্তাকে? banglar bari payment
সার্ভে করার পরেও ব্যাংকের একাউন্টের সমস্যা, উত্তরাধিকার সূত্রের সমস্যা তাছাড়াও মৃত্যুজনিত কিছু সমস্যার কারণে কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের একাউন্টে ডিসেম্বর মাসে যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে তা পাঠানো সম্ভব হয়নি।
এখন তাদের কি করতে হবে?
সেসব উপভোক্তাকে নির্দিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করতে হবে তাছাড়াও তাদের চিন্তিত হওয়ার কোন ধরনের কারণ নেই যদি কোন সমস্যা থাকে তাহলে পরবর্তী পর্যায়ে তাদের টাকা দেওয়া হবে।
বাংলার বাড়ি প্রকল্পের মার্চ মাসে কেন টাকা দেওয়া হবে?
চলতি অর্থবর্ষে রাজ্য সরকারের পক্ষে যে টাকা ছাড়া হয়েছিল বাংলার বাড়ি প্রকল্পের জন্য তা ইতিমধ্যেই প্রত্যেক জেলার ট্রেজারিতে এসেছে। কিন্তু কিছু সংখ্যক উপভোক্তার ব্যাংকের একাউন্টে সেই টাকা পাঠানো সম্ভব হয়নি, তাই যাতে সেই টাকা রাজ্যের ট্রেজারিতে আর ফেরত না যায় সেই কারণে রাজ্য সরকার চাইছে যাতে করে pwl বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে সেখান থেকে 3 হাজার 500 জনের মত উপভোক্তার নাম যুক্ত করে সেই টাকা মার্চ মাসের মধ্যেই পাঠিয়ে দিতে। যদি সেই টাকা পাঠানো হয় তাহলে pwl এর উপভোক্তারা প্রথম কিস্তির 60 হাজার টাকা পাবে।
বাংলার বাড়ি প্রকল্পের কারা এই টাকা পাবে?
Pwl লিস্টে যে 16 লক্ষ উপভোক্তা রয়েছে তাদেরকেই এই টাকা পাঠানো হবে, তবে সবাই টাকা পাবে না মার্চ মাসে শুধুমাত্র সাড়ে তিন হাজার উপভোক্তা টাকা পাবে। জেলা ভিত্তিক প্রথম ধাপের টাকা পাঠানোয় যেসব উপভোক্তাকে সম্ভব হয়নি সেইসব উপভোক্তার জায়গায় এই pwl দের টাকা দেওয়া হবে। তবে যাদের টাকা পাঠানো সম্ভব হয়নি তাদের চিন্তিত হওয়ার কোন ধরনের দরকার নেই পরের ধাপে তাদের টাকা পাঠানো হবে।
কি কারণে রাজ্য সরকার তড়িঘড়ি টাকা দিচ্ছে?
৩১শে মার্চ পর্যন্ত চলতি অর্থবর্ষ যাতে করে এই অর্থবর্ষের মধ্যেই এই টাকা খরচ করা যায় এই উদ্দেশ্যেই রাজ্য সরকার pwl দের টাকা দিচ্ছে। তবে যারা বাকি থাকবে তাদেরকে মে-জুন মাসে টাকা পাঠানো হবে।
বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা কবে দেবে? bangla awas yojana 2nd installment
প্রথম কিস্তির টাকা ডিসেম্বর মাস থেকেই পাঠানো শুরু হয়েছে। ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেবে, তবে রাজ্য সরকার ঘোষণা দিয়েছে প্রথম ধাপের বাড়ির কাজ সম্পন্ন করার পরেই দ্বিতীয় কিস্তির টাকা মিলবে। ইতিমধ্যে প্রথম ধাপে যারা টাকা পেয়েছে তাদের বাড়ি গিয়ে ছবি তোলা হচ্ছে এবং দ্বিতীয় কিস্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা হচ্ছে। মে-জুন মাসের মধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাংকের একাউন্টে পাঠানো হবে।
16 লক্ষ উপভোক্তাকে কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে? bangla awas yojana new update
16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা চলতি বছরের মে- জুন মাসের মধ্যেই দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম কিস্তির 60 হাজার টাকা মে – জুন মাসে এবং দ্বিতীয় কিস্তির টাকা ডিসেম্বর – জানুয়ারি মাসে পাঠিয়ে দেবে রাজ্য সরকার।