Bangla awas yojana list 2024: দীর্ঘ প্রতীক্ষার পর বাংলা আবাস যোজনার লিস্ট প্রকাশ করল রাজ্য সরকার। বিডিও অফিস, এসডিও অফিস ও জেলা প্রশাসকের অফিসে এই লিস্ট প্রকাশিত হয়েছে, তাছাড়াও বাড়িতে বসেই আপনার হাতে থাকা মোবাইলে সেই লিস্ট দেখতে পারবেন। কিভাবে সেই লিস্ট দেখবেন বিস্তারিত জানবো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে।
বাংলা আবাস যোজনার উপভোক্তা লিস্ট প্রকাশিত ইতিমধ্যে হয়েছে কিন্তু তার আগে সার্ভের কাজ প্রত্যেক গ্রাম পঞ্চায়েত অনুযায়ী করানো হয়েছে। এবছর ২০২২ সালের আবাস প্লাস লিস্ট অনুযায়ী এই সার্ভে করানো হয়েছে। যারা যোগ্য উপভোক্তা তাদের নাম এবারের লিস্টে তোলা হয়েছে এবং এই লিস্ট অনুযায়ী প্রথম কিস্তির ৬০ হাজার টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৫ ই ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে আসবে।
বাংলা আবাস যোজনা প্রকল্পে বর্তমানে সম্ভাব্য ফাইনাল লিস্ট প্রকাশিত হয়েছে এই লিস্টে যদি কোন ব্যক্তির কোন প্রকারের অভিযোগ থাকে তাহলে তারা ৩রা ডিসেম্বরের মধ্যে নিজস্ব ব্লক অফিসে অথবা সাব ডিভিশনাল অফিস বা জেলা প্রশাসকের অফিসে অভিযোগ জানাতে পারে। এর ভিত্তিতে পুনরায় যাচাই করা হবে ৩রা ডিসেম্বরের মধ্যে।
বাংলা আবাস যোজনার সম্ভাব্য ফাইনাল লিস্টের কোন অভিযোগ থাকলে তা ৩রা ডিসেম্বর এর মধ্যে সমাধান করে ৫ই ডিসেম্বরের মধ্যে গ্রাম সভা থেকে অনুমোদন দেওয়া হবে। ব্লক লেভেল কমিটি থেকে ৯ই ডিসেম্বরের মধ্যে অনুমোদন করা হবে এবং জেলার কমিটি অনুমোদন দেবে ১১ ই ডিসেম্বরের মধ্যে। উপভোক্তাদের ব্যাংক একাউন্টে প্রথম কিস্তির ৬০ হাজার টাকা ১৫ ডিসেম্বর থেকে ৩০ শে ডিসেম্বরের মধ্যে পাঠানো হবে।
কিভাবে বাংলা আবাস যোজনার লিস্ট চেক করবেন? (How to check bangla awas yojana list 2024)
- প্রথমেই যে ব্লকের লিস্ট দেখবেন সেই ব্লকের জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের নিচে সরাসরি ডাউনলোড লিংক দেওয়া রয়েছে।
- উক্ত জেলার অফিসিয়াল ওয়েবসাইটে ৩টি দাগ দেওয়া একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
- এরপর সেখানে বাংলার বাড়ি (Banglar Bari) বা নোটিস একটি অপশন পাবেন সেখানে ক্লিক করবেন।
- তারপর Announcements অপশনে ক্লিক করবেন।
- প্রত্যেক ব্লকের বাংলার বাড়ি Provisional list অপশন পাবেন সেখান থেকে ডাউনলোড করবেন।
- লিস্ট ডাউনলোড করে উপরের সার্চ বাটন থাকবে সেখানে উপভোক্তার নাম সার্চ করবেন।
- ৩টি লিস্ট পাবেন Eligible, In eligible এবং Inactive। Eligible মানে যোগ্য উপভোক্তা ও in eligible মানে অযোগ্য উপভোক্তা এবং inactive মানে নিষ্ক্রিয় উপভোক্তা। শুধুমাত্র টাকা পাওয়ার যোগ্য এখনো পর্যন্ত Eligible লিস্টের উপভোক্তারা।
যদি লিস্ট নিয়ে কোন ধরনের অভিযোগ থাকে তাহলে সরাসরি আপনাদের ব্লক (BDO) অফিসে অভিযোগ জানাতে পারেন। তাছাড়াও আপনাদের গ্রাম সভাতেও এ বিষয়ে অভিযোগ করতে পারেন।
জেলাভিত্তিক বাংলা আবাস যোজনার খসড়া লিস্ট (Bangla awas yojana list 2024)
1) কোচবিহার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Cooch Behar) এখানে হাত দিন👈👈
2) আলিপুরদুয়ার জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Alipurduar) এখানে হাত দিন👈
3) জলপাইগুড়ি জেলার আবাস যোজনা লিস্ট (Jalpaiguri) এখানে হাত দিন👈
4) দার্জিলিং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Darjeeling) এখানে হাত দিন👈
5) কালিম্পং জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Kalimpong) এখানে হাত দিন👈
6) বাঁকুড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Bankura) এখানে হাত দিন👈
7) বীরভূম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Birbhum) এখানে হাত দিন👈
8) দক্ষিণ দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Dakshin Dinajpur) এখানে হাত দিন👈
9) হুগলি জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Hooghly) এখানে হাত দিন👈
10) হাওড়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Howrah) এখানে হাত দিন👈
11) ঝাড়গ্রাম জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Jhargram) এখানে হাত দিন👈
12) মালদা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Malda) এখানে হাত দিন👈
13) মুর্শিদাবাদ জেলার বাংলা আবাস যোজনার লিস্ট (Murshidabad) এখানে হাত দিন👈
14) নদীয়া জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Nadia) এখানে হাত দিন👈
15) উত্তর ২৪ পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (North 24 Parganas) এখানে হাত দিন👈
16) দক্ষিণ 24 পরগনা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (South 24 Parganas) এখানে হাত দিন👈
17) পশ্চিম বর্ধমান জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Paschim Bardhaman) এখানে হাত দিন👈
18) পশ্চিম মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Paschim Medinipur) এখানে হাত দিন👈
19) পূর্ব বর্ধমান জেলার বাংলা আবাস যোজনার লিস্ট (Purba Bardhaman)এখানে হাত দিন👈
20) পূর্ব মেদিনীপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Purba Medinipur) এখানে হাত দিন👈
21) পুরুলিয়া জেলার বাংলা আবাস যোজনার লিস্ট (Purulia) এখানে হাত দিন👈
22) উত্তর দিনাজপুর জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Uttar Dinajpur) এখানে হাত দিন👈
23) কলকাতা জেলার বাংলা আবাস যোজনা লিস্ট (Kolkata) – Not Available
** বিগত কয়েকদিন আগে যে কয়েকটি জেলায় উপ নির্বাচন হয়েছে সেই সব জেলায় এখনো পর্যন্ত লিস্ট প্রকাশ করা হয়নি তবে কয়েক দিনের মধ্যে সেই লিস্টও প্রকাশিত হবে।